নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউজিল্যান্ড তার নারী পুলিশদের জন্য হিজাবের মডেল অনুমোদন করেছে । এখন থেকে ইচ্ছুক নারীরা এই হিজাব পাবেন । প্রথম সদস্য হিসেবে হিজাব পরতে যাওয়া জিনা আলীর জন্ম ফিজিতে। ছেলেবেলায় তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন। নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি বলেন, “হিজাবকে অফিসিয়াল ইউনিফর্ম করায় খুব ভালো লাগছে। আশা করছি অনেক মুসলিম নারী এই পেশায় আসবেন। ” নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, দুই বছর ধরে তারা হিজাব তৈরি করেছে। হিজাব ইংল্যান্ডে কয়েকটি অঞ্চলের পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং স্কটল্যান্ড পুলিশ রয়েছে।
যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ ২০০৬ সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয়। ১০ বছর পর একই পথে হাঁটে স্কটল্যান্ড পুলিশ।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের নারী সদস্য মাহা শুক্কর ২০০৪ সালে হিজাব পরে ইতিহাস গড়েন।
হিজাব বলতে আমরা আফগানিস্তানের পুরো মুখ ঢাকা বস্ত্রকেই হিজাব বলে জানি যা ঢাকাতেও ব্যাবহার হয় । তবে এই মডেলটি বেশ চমৎকার অন্তত পুলিশ কর্মীদের জন্য ।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৯
শাহ আজিজ বলেছেন:
হা হা হা
২| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার মনে হয় শীত থেকে বাঁচার জন্য।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০০
শাহ আজিজ বলেছেন: ওখানেও ভোটের ব্যাপার স্যাপার আছেত ।
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৫
ঢাবিয়ান বলেছেন: রেসিয়াল হারমোনি বজার রাখার সুন্দর উদাহরন। সিঙ্গাপুর ৮০% চাইনিজ অধ্যূষিত দেশ। মুস্লিমেরা এখানে মাইনরিটি গ্রপ। কিন্ত এখানেও কর্মক্ষেত্রে হিজার পড়ার পারমিশন আছে। মুসলিম মেয়েরা এখানে অত্যন্ত স্মার্টভাবে হিজাব পরিধান করে।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০১
শাহ আজিজ বলেছেন: ভাল লক্ষন ।
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা উদার মনের মানুষ।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৬
শাহ আজিজ বলেছেন: হুম , উদার নাহলে উন্নয়ন হত না ।
৫| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীর অনেক উন্নত দেশে না কি পোশাক খুলতে রাষ্ট্রের কোন অনুমতি লাগে না, সেই খোলা যে রকম খোলাই হোক না কেন। কিন্তু কিছু কিছু পোশাক পরতে কেন যে অনুমতি লাগে এটা বুঝতে পারছি না।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: সবাই নিজ নিজ ধারা বজায় রাখতে চায় । বেশ ভেবে চিন্তে অনুমতি মেলে এসবের কারন একটি আরবিয় প্রথা তাদের সমাজে কিরকম প্রভাব ফেলবে তা ভেবে দেখা হয় ।
৬| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: আসলে এটা হিজাব না।
ধুলোবালি এবং শীত থেকে রক্ষার জন্য পরা।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: দেখা যাক আলেমরা কি বলে ।
৭| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:২৭
নেওয়াজ আলি বলেছেন: মনে হয় আমাদের দেশের মোল্লার বুদ্ধি নিয়েছে
১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২১
শাহ আজিজ বলেছেন: তাইলে অগো জি ডি পি ঠেকানো যাইত না ।
৮| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬
এভো বলেছেন: ভাই এই মাথার হিজাবটা কিন্তু খৃষ্ঠান ধর্মের রিচুয়াল
১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯
শাহ আজিজ বলেছেন: আমি জানিনা , কাল সাউথ চায়না মর্নিং পোস্টে দেখে বেশ অবাক হলাম তাই ছেপে দিলাম । চারি ধর্মের উৎপত্তিই আরব ভুমিতে তাই তাদের আদব কায়দায় আরবিয় রীতি থাকবে এটাই স্বাভাবিক ।
৯| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৫
এভো বলেছেন: হাদিস অনুযায়ি অন্য ধর্মের রিচুয়াল অনুসরন করা বা সাদৃস্য ধারন করা নিষিদ্ধ । পাকিস্থানের মহিলারা মাথার হিজাব পরে না এবং ২০ বৎসর আগে এর প্রচলন আমাদের দেশে ছিল না ।
১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৩
শাহ আজিজ বলেছেন: এখন হাদিসের মেশিন বসছে মনে হয় । লেবাননে চারি ধর্মের আন্তঃ বিবাহে ধর্ম পরিবর্তন করেনা , আমার লেবানিজ সহপাঠীদের বয়ান । আমার মা বোন সেই ব্রিটিশ এবং পাক আমলেও বোরখা পরতেন ।
১০| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
মালয়েশিয়ান লেডি পুলিশ হিজাব পরেন। তবে তাদের হিজাব দেখতে সুন্দর। বাংলাদেশে হিজাব নামে যেটি পরেন তা সম্ভবত হিজাব না, এটি হিজাবের মতো হলেও বেদে (বাইদ্যা) মহিলাদের মাথায় কাপড় প্যাচানোর মতো মনে হয়। যাইহোক কাপড় যার যার নিজ স্বাধীনতায় পরবেন যেমন খুশি তেমন পরবেন। অনেকটা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতার মতো বলা যেতে পারে।
১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২১
শাহ আজিজ বলেছেন: আমিও একটা শব্দ খুজতেছিলাম ঢাকার বাইদা মহিলাদের মাথার ঝাকা সদৃশ হিজাব নিয়া
১১| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইন্সপেক্টর হোসনা আমার একজন ছোট বোন। তিনি বলেন “মাথায় পেঁয়াজ রসুনের ভাঁজ দিয়ে হিজাব পরিধানকে আর যাইহোক বাংলাদেশে পর্দা বলা উচিত না। এগুলো যেমন খুশি তেমন সাজো।
১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২
শাহ আজিজ বলেছেন: মন্দ বলেনি কিন্তু ।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
চাইলে হয়তো বেহেশতের টিকিটও দিবে, ওরা মানুষের দাবী পুরণ করে।