| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
 ভোর বেলা আজ তাড়াতাড়ি উঠে গেছি , কেন জানিনা । পি সি খুলে কেউ একজন বাংলা একাডেমী ইন্টারন্যাশনাল সাইটে দুসংবাদটি দিল । পত্রিকায় আসেনি তখনো । ক্যান্সারে ভুগছিলেন তিনি । সোমবার ধরা পড়লো কোভিড পজিটিভ । ৭৬ বছর বয়স সাথে ক্যান্সারে ব্যালকনির শেষ মাথায় । ঈশ্বর তার কষ্টে ছেদ কেটে দিলেন । বিদায় ।
 
 সংস্কৃতি জগতে তার সাথে জানাশোনা ছিল অল্প । আমি ঢাকা থিয়েটারে মঞ্চ সজ্জা কর্মী ছিলাম ৭৯ পর্যন্ত । বেলী রোডেই দেখা শোনা । তারেক মাসুদ আর আমি কাঁঠাল বাগানে কিছুকাল ভাড়া বাড়িতে ছিলাম । তারেক মাসুদ গানের আসর বসালে আলী জাকের ভাই আসতেন অনুষ্ঠানে । আরও কত মানুষের সাথে জানাশোনা সেই সময়ে । সব হারিয়ে গেছে সময়ের সাথে । 
 একজন গুনি মানুষ ছিলেন নাটকে । তার সম্পর্কে অনেকেই এখানে জানেন অনেক কিছু । জানাজা দাফন হবে আজই । শ্রিয়া সর্বজয়ার বাবুটির ছবি পেতাম ফেসবুকে অ্যান্টির পোস্টে , একদফাই নানা নাতির ছবি পেয়েছিলাম । 
 অনেক শোক নিয়ে আমরা অপেক্ষায় ।
 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৪
শাহ আজিজ বলেছেন: কিভাবে কমাবে বলুন । আমার স্ত্রী ধুঁকে ধুঁকে মারা গেল । একটা মানুষ কেমো নিতে নিতে শেষ হল লাইফ সাপোর্টিঙ্গে । বোন ম্যারো দেশে নেই । কাকে দিলে বেচে যাবে তাও জানিনা । এক অজানা আতঙ্ক ক্যান্সার ।
২| 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: মৃত্যু বিভিন্ন রূপ নিয়ে আসে তার কাজ সম্পন্ন করার জন্য। কখনো এই অসুখ, ঐ অসুখ, মারামারি, হানাহানি এগুলো কেবলই উছিলা মাত্র। সময় হলে গেলে থেকে যাওয়ার কোন উপায় নেই। উনার মৃত্যুর খবর পত্রিকায় আসার সাথে সাথেই জানতে পেরেছি। গুণী অভিনেতা ছিলেন।
 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:১৭
শাহ আজিজ বলেছেন: মোবাইল অনলাইন আগে দেয় খবরগুলো । অনেকদিন ভুগছিলেন , শেষ দিকে গুরুতর ছিল অবস্থা তারপর করোনা ।
৩| 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ক্যান্সার তার সাথে করোনা মরে বেঁচে গেছে।নয়তো পরিবার সহ মরতো।
 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:১৮
শাহ আজিজ বলেছেন: কি জানি বাকিরা কেমন আছে !!
৪| 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:১৮
জুন বলেছেন: একজন শক্তিশালী অভিনেতা ছিলেন আলী যাকের। তার অভিনীত অনেক নাটক দেখেছি। ২০২০ এ অনেকেই চলে গেল।
 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:২০
শাহ আজিজ বলেছেন: হুম তাই , বয়স হয়েছিল তারপর ক্যান্সার । দোয়া ।
৫| 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:২০
চাঁদগাজী বলেছেন: 
@ইফতেখার ভূইয়া, 
আপনি  বলেছেন, " মৃত্যু বিভিন্ন রূপ নিয়ে আসে তার কাজ সম্পন্ন করার জন্য। কখনো এই অসুখ, ঐ অসুখ, মারামারি, হানাহানি এগুলো কেবলই উছিলা মাত্র। "
-এগুলো উছিলা মাত্র? পড়ালেখা কি মাদ্রাসা পর্যন্ত?
৬| 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
আলী জাকের একজন শক্তিমান অভিনেতা ছিলেন। তার প্রথম অভিনীত নাটক আমার দেখা হুমায়ূন আহমেদের 'বহুব্রীহি'। তার অভিনয় দক্ষতায় নাটকগুলো প্রাণবন্ত হয়ে উঠতো।
আলী জাকেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:২৪
শাহ আজিজ বলেছেন: নাটকে তার নিজের একটা স্টাইল তৈরি হয়ে গিয়েছিল ।
৭| 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:৪৬
কালো যাদুকর বলেছেন: বড় মাপের মানুষ ছিলেন। ওনার নাটক কখনোই মিস দিতাম না।
 
২৭ শে নভেম্বর, ২০২০  দুপুর ১২:০৭
শাহ আজিজ বলেছেন: দোয়া
৮| 
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:৪৯
নেওয়াজ আলি বলেছেন: দেশ একজন গুণী মানুষ হারালো । শ্রদ্ধা
 
২৭ শে নভেম্বর, ২০২০  দুপুর ১২:০৭
শাহ আজিজ বলেছেন: দোয়া
৯| 
২৭ শে নভেম্বর, ২০২০  দুপুর ১২:০৮
আমি সাজিদ বলেছেন: বহুব্রীহি দেখেই উনার মুগ্ধ ভক্ত হয়ে গেছিলাম। সংস্কৃতি অঙ্গন যা হারাচ্ছে তা পূরণের জন্য সে মাপের মানুষ এ সময়ে চোখে পড়ে না।
 
২৭ শে নভেম্বর, ২০২০  দুপুর ১২:১০
শাহ আজিজ বলেছেন: আমরা দেশে এলে এক দুটো সিরিজ দেখেছি , ভাল লাগত বেশ ।
১০| 
২৭ শে নভেম্বর, ২০২০  দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: উনি আমার সাথে ফেসবুকে ছিলেন। কিন্তু কখনও কথা হয় নি। দেখাও হয়নি। তার অভিনয় আমার দারুন লাগতো। শ্রদ্ধা জানাই তাকে।
 
২৭ শে নভেম্বর, ২০২০  দুপুর ১:৫২
শাহ আজিজ বলেছেন: দোয়া
১১| 
২৭ শে নভেম্বর, ২০২০  দুপুর ২:২৭
মরুর ধুলি বলেছেন: শিল্প, সাহিত্যিকরা ঈশ্বর শব্দটি কেন ব্যবহার করেন? ঈশ্বর কোন শব্দের কি প্রতিশব্দ? 
মরহুম জাকের সাহেবের জন্য দুয়া রইল।
 
২৭ শে নভেম্বর, ২০২০  বিকাল ৩:৩৮
শাহ আজিজ বলেছেন: সৃষ্টিকর্তা । যিনি আমায় এবং ওই গ্যালাক্সি সৃজিয়াছেন । বিবিধ ভাষায় বিবিধ নামে ডাকা হয় । ঈশ্বর শব্দ নিউট্রাল এবং পুরো বাঙ্গাল ।
১২| 
২৭ শে নভেম্বর, ২০২০  দুপুর ২:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: মুক্তিযুদ্ধেও ওনার ভূমিকা ছিল। সম্ভবত রেডিওতে ইংরেজি অনুষ্ঠানের সাথে জড়িত ছিলেন ১৯৭১ সালে কলকাতা থেকে। ওনার একটা লেখায় পড়েছিলাম যে ১৯৭১ সালে বেনাপোল দিয়ে দেশে ঢোকার সময় যখন রেডিওতে বিজয়ের খবর পান তখন আনন্দে মাটিতে গড়াগড়ি দেন। উনি ১৯৭০ সালে বহুজাতিক কোম্পানিতে ভালো বেতনে চাকরী করতেন। ওনার নিজের গাড়ি ছিল যেটাকে রাস্তায় ছেড়ে দিয়ে দেশের জন্য কাজে নেমে পরেন। পত্রিকায় ওনার কলাম পড়তাম। বেশীর ভাগই প্রকৃতির প্রতি ওনার ভালোবাসা নিয়ে লিখতেন।
 
২৭ শে নভেম্বর, ২০২০  বিকাল ৩:৪৬
শাহ আজিজ বলেছেন: ৭১ সালে ওনাকে চিনতাম না । এর কারন কেউই তাদের আসল নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে উচ্চারন করতেন না । ৭৪ সালে নাটকের পথ ধরে চিনি এবং ৭৭ সালে সরাসরি । সফল মানুষ ছিলেন ।
১৩| 
২৭ শে নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আলী জাকের সাহেব একজন দুঃখী মানুষ ছিলেন এবং সবাইকে সুখী দেখতে চাইতেন। পরম করুণাময় আল্লাহপাক তাঁকে বেহেস্ত নসীব দান করুন।
 
২৭ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১৯
শাহ আজিজ বলেছেন: আমি তাকে হাসি খুশিই পেয়েছি ।
১৪| 
২৭ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৯
রাবেয়া রাহীম বলেছেন: তার অভিনীত নাটক আগ্রহ নিয়ে দেখতাম । আজ রবিবার নাটকের বড় চাচা চরিত্রটি মনে পড়ছে । 
তার মৃত্যুতে শোক জানাই। 
এমনি একজন একজন করে সবাই বিদায় নিয়ে নেবো।
 
২৭ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:২৪
শাহ আজিজ বলেছেন: তাই , অনেক সজ্জন চলে গেল । অন্যসময় স্বাভাবিক ভাবে নিলেও এই করোনাকালে  প্রথম প্রশ্ন কিভাবে মারা গেলেন । আলী জাকের খুবই অসুস্থ ছিলেন ক্যান্সারে । বাসায় নেবার একদিন পরেই আবার হাসপাতাল এবং ধরা পড়লো করোনা সংক্রমণ ঘটেছে । করোনা আমাদের জীবনে আতংক , সন্দেহ আর পারস্পরিক বাঁধনকে আলগা করেছে । 
১৫| 
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১০:০৩
মেহবুবা বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন । 
শক্তিশালী অভিনেতা ছিলেন এবং ছিলেন ব্যক্তিত্বসম্পন্ন সংসারী মানুষ।
 
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১০:৫৬
শাহ আজিজ বলেছেন: সফল মানুষ একজন । দোয়া ।
১৬| 
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।
 
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১০:৫৭
শাহ আজিজ বলেছেন: আমাদেরও ------------------
১৭| 
২৮ শে নভেম্বর, ২০২০  রাত ১:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি তার একজন ভক্ত ছিলাম ।
 
২৮ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:২৮
শাহ আজিজ বলেছেন: বাংলাদেশে এই কয়েকজন নাট্য ব্যাক্তিত্ব তৈরি হয়েছিল ।
১৮| 
২৮ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৫
সোহানী বলেছেন: খুব মনটা খারাপ হয়ে গেল। একজন সাদা মনের মানুষ ছিলেন। আমার হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক ছিল। প্রায় উনার খাওয়ার গল্প করতেন। সম্পূর্ণ নিরামিশভোজী ছিলেন। আমার হাজবেন্ড বলতো এতো বড় দেহের একজন মানুষ এ শাক পাতা খেয়ে জীবন পার করতেন দিনের পর দিন।
ভালো থাকুক যেখানেই থাকুক।
 
২৮ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:২৬
শাহ আজিজ বলেছেন: দোয়া
১৯| 
২৮ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৩০
ইসিয়াক বলেছেন: দোয়া রইলো ।
 
২৮ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:২৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
ঢাকার লেখক, অভিনেতা, কবি, লেখক, সমাজকর্মী, শিক্ষক, অনেকেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন; কিন্তু এরা সন্মিলিতভাবে ইহাকে কমনোর ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন বলে শোনা যাচ্ছে না।