নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় মৃত্যুদণ্ডের পদ্ধতিতে পরিবর্তন আসছে

২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৯



লেথাল ইঞ্জেকশন এবং ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ডের ধারায় পরিবর্তনের পথে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা । নতুন প্রস্তাবনায় বিষাক্ত গ্যাস প্রয়োগ বা ফায়ারিং স্কোয়াডে দণ্ড কার্যকর করার আইনি কার্যক্রম এখন ফেডারেল আইনি লোকেদের হাতে ঘুরছে । আমার মনে হয়েছে আগের দুটো পদ্ধতি একদম ভাল ছিল না এবং নতুন পদ্ধতি হিটলার এবং তার সমসাময়িক দস্যুরা পালন করেছে । সবচে উত্তম আমেরিকার বুজম ফ্রেন্ড মোহাম্মাদ বিন সাল্মানের কাছে উপদেশ নেওয়া । তরবারি দিয়ে মাথা আলাদা করা বা বিদ্যুৎ চালিত করাত দিয়ে ছোট ছোট পিস ---- তা প্রিন্স নিজেই বলে দেবেন । আমেরিকান সাদা পুলিশদের হাঁটু দিয়ে চেপে পদ্ধতিও চমৎকার ।

ঘাতক সবখানেই ।

আসলেই ডেথ সেন্টেন্স থাকা উচিত কিনা তা ভেবে দেখা উচিত ।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমেরিকাসহ উন্নত দেশে ডেথ সেন্টেন্স না থাকলেও হয়ত চলবে। তবে আমাদের দেশে ডেথ সেন্টেন্স কার্যকর বিভিন্ন পদ্ধতির জন্য আইন করা উচিত। কিছু কিছু ডেথ সেন্টেন্স এমন হতে পারে, চামড়া কেটে/ছুলে লবণ লাগিয়ে দিবে, তারপর মরিচের গুড়া মাখবে, তারপর চোখে এসিড ছিটিয়ে দিবে, এভাবে বদ্ধ ঘরে ছেড়ে দিবে। লিঙ্গচ্ছেদ করবে। ধুঁকে ধুঁকে মরবে। খুন ও ধর্ষণের সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড এভাবে কার্যকর করা যেতে পারে।

আমেরিকার ডিসিপ্লিন কি ইম্প্রুভ হচ্ছে যে পদ্ধতি বদলাতে হচ্ছে?

২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৮

শাহ আজিজ বলেছেন: ;) আমেরিকার ডিসিপ্লিন ইম্প্রুভড ছিল না এবং আশাও নাই ।


বালক বলাৎকারে ---চ্ছেদ করা উত্তম পন্থা ।

২| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০৭

চাঁদগাজী বলেছেন:



অনেক রাজ্যে মৃত্যুদন্ড নেই, বাকীগুলো থেকে তুলে দেয়ার জন্য অনেকেই কাজ করছেন।

২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৯

শাহ আজিজ বলেছেন: জি জানি এবং চলতি আলাপে নজর রাখছি ।

৩| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ফেনী জেলার নুসরাত রাফি হত্যাকারী “সিরাইজ্যার” শাস্তি কেমন হওয়া উচিত বলে মনে করেন?





২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৯

শাহ আজিজ বলেছেন: দুই নম্বরি ডিজেল দিয়া ম্যাচ মাইরা দিতে হইব :P

৪| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন: টম হেংকস এর দ্যা গ্রীন মাইল ছবিতে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে
মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতিটি দেখেছি।
খুবই করুন।

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

শাহ আজিজ বলেছেন: আমিও দেখেছিলাম । খুব টেনশন লাগছিল ।

৫| ২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ঠাকুরমাহমুদ ভাই সিরাইজ্জা এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বেশ ভালো আছে। উনার উকিল বলেছে সিরাইজ্জা নির্দোষ উচ্চ আদালতে প্রমাণিত হবে । এই উকিল একটা দলের জেলা নেতাও।

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

শাহ আজিজ বলেছেন: ব্যাপারগুলো এখন চুক্তি ভিত্তিক মার্ডার হয়ে যাচ্ছে ।

৬| ২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: একটা জীবন্ত মানুষকে মেরে ফেলা! কত ভয়ঙ্কর ব্যাপার।

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

শাহ আজিজ বলেছেন: ওই জীবন্ত মানুষটি আরেক জীবন্তকে চিরতরে শেষ করে দিয়েছে যে !!

৭| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে কি আবার সক্রেটিসের আমলের মতো বিষের পেয়ালা ফিরে আসবে ? !!!

প্রিন্সের পদ্ধতিতো পরীক্ষীত ;) ভাবা যেতেই পারে!

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: তাইলে হেমলক লাগবে ! কি ঝামেলা ।


প্রিন্স যা করে সব রাজকীয় কায়দায় ।

৮| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

জুন বলেছেন: সব মৃত্যুই করুন কিন্ত কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন শাহ আজিজ। যেমন বিশ্বজিৎ হত্যা, তনু হত্যা, নুসরাত হত্যা, আবরার হত্যা। আরও আরও নাম ভুলে গেছি। প্রতিদিন এত বীভৎস ঘটনা ঘটছে যার শাস্তি মৃত্যুদন্ডও কম হয়ে যায়।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: এই দণ্ড একেবারে উঠিয়ে দিতে হবে এমন নয় তবে লেথাল ইঞ্জেকশন পদ্ধতি ঠিক ছিল , গ্যাস চেম্বার ঠিক নয় । দেশের বিচার ব্যাবস্থা শেষ ।

৯| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মৃত্যু দন্ড না থাকাই ভাল।থাকলে সব থেকে কম কষ্ট হয় এমন কিছু।যে ঠান্ডা মাথায় মৃত্যু দন্ড কার্য্কর করে তারও কষ্ট হয়।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: এখন থেকে মাদকসেবীদের চুক্তিতে দিতে হবে অথবা ওই এ এস পিকে যারা কেনুই দিয়া মারছে তাদের দেওয়া যায় ।

১০| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এতো কষ্ট দিয়ে কাউকে মারার দরকার কি ? অপরাধীকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই তো হয়। ডিজিটাল বাংলাদেশ থেকে আইডিয়া নিতে পারে আমেরিকা।

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

শাহ আজিজ বলেছেন: =p~ :-P =p~ :-P =p~ :-P =p~ :-P =p~ :-P

১১| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওই জীবন্ত মানুষটি আরেক জীবন্তকে চিরতরে শেষ করে দিয়েছে যে !!

প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আজকে বর্বর ইরানের মোল্লারা তাদের এক সাংবাদিককে মৃত্যুদণ্ড দিয়েছে। তাকে এক ধরণের ধোঁকা দিয়ে ইরানে নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছে। মানুষের সাথে প্রতারণা করা এদের ডিকশনারিতে কোনো অন্যায় নয়।

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২০

শাহ আজিজ বলেছেন: কাল দেখছিলাম টি ভি তে । একসময় খাদ্যের ওভাবে এরা দল বেধে ভারতবর্ষ - বাংলায় আসত লুটতরাজ করে , দখল নিয়ে গত ৮০০ বছরে স্থায়ী হয়েছে । প্রতারনা করে ফাসি দিল কিন্তু লাভ হয়নি কিছু । সম্ভাব্য গৃহযুদ্ধের পথে ইরান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.