নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা কুষ্টিয়ার সেই চার বীর ??!!

০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭



আবু বক্কর ওরফে মিঠন (১৯), মো. সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছেন। ঘটনার রাতে তাঁরা দুজন একসঙ্গে মাদ্রাসা থেকে হেঁটে প্রায় দুই কিলোমিটার দূরে পাঁচ রাস্তার মোড়ে যান। ভাস্কর্য নির্মাণে ব্যবহৃত বাঁশের মই বেয়ে দুজন ওপরে ওঠেন। এরপর সবুজ পিঠে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বের করেন। দুজন মিলে ভাস্কর্য ভাঙচুর করেন। ৮ মিনিট ধরে ভাঙচুরের পর তাঁরা আবার হেঁটে মাদ্রাসায় ফিরে যান। শনিবার সকালে তাঁরা বিষয়টি মাদ্রাসার শিক্ষক আল আমিন ও ইফসুফকে জানান। তাঁরা দুই ছাত্রকে পালিয়ে যেতে বলেন। দুই ছাত্র পরে তাঁদের নিজ নিজ বাড়িতে চলে যান। পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাদের মাদ্রাসার নাম উল্লেখ করা হয়নি । এরা হেফজ বিভাগের ছাত্র । সি সি টি ভি থাকার বিষয়টি ওরা বুঝতে পারেনি বলেই ২৩ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে । ওদের দুই শিক্ষক মো. আল আমিন (২৭), মো. ইফসুফ আলী (২৬) কেও গ্রেফতার করা হয় নির্দেশদাতা হিসাবে । ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের আটক করা হয় । জিজ্ঞাসাবাদ চলছে ।



মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০২

স্থিতধী বলেছেন: সদ্য টিন এজ অতিক্রম করা দুটি ছেলে! বুড়ো বদমাশ গুলো সবসময় এদের সামনে লেলিয়ে দিয়ে আড়ালে লুকিয়ে যায়। নষ্ট করে দেয় তাজা প্রাণের যত সম্ভাবনা ।

০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

শাহ আজিজ বলেছেন: ওই দুইজন বুড়ো না , পুরা জোয়ান ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



মাদ্রসাতে টেকনোলোজী পড়ায় না; টেকনোলোজী পড়ালে ওরা আরেকটু ভালোভাবে ভাবতে পারতো।

০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

শাহ আজিজ বলেছেন: তাইলে ডিনামাইট ইউজ করত ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



এদের শিক্ষার দরকার, পেশার দরকার, চাকুরীর দরকার; কতদিন এরা কবর জিয়ারত করবে? খালি শেখ তাপস, শেখ সেলিম, শেখ রেহানারা ভালো থাকলে চলবে?

০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

শাহ আজিজ বলেছেন: আপনি আমেরিকায় , আমি বাংলাদেশে ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ মি: স্থিতধী,ওরা বুড়ো বদমাশ গুলোর মতই বদমাশ হয়,সম্ভাবনা ময় কিছু হয় না।

০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: এতিম , গরীব লাইনচ্যুত হয়ে জঙ্গিবাদে এসে আশ্রয় নেয় । আর কিছু ধনী লোক থাকে এসবের মাস্টারমাইন্ড ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

আমি সাজিদ বলেছেন: খুব খারাপ লাগলো দেখে। কোন দরকার ছিল না।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

আমি সাজিদ বলেছেন: ভাঙ্গচুর করে বিপদেই পড়েছে। কোন দরকার ছিল না। কম বয়সী ছেলেগুলোকে এভাবে উস্কে দিয়ে কোন লাভটা হলো তাদের সিনিয়রদের!

০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

শাহ আজিজ বলেছেন: বয়সটা খুব বিপজ্জনক । এই বয়েসেই ক্রাইম বা ভাল জিনিষ শেখে নিবিষ্ট চিত্তে । এদের মাথা ধোলাই করেছে ক্লাস মার্ক বাড়িয়ে দেবার আশা / পুরস্কার হিসেবে ।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

স্থিতধী বলেছেন: @নুরুলইসলা০৬০৪, তারুণ্য পৃথিবীর সর্বত্র সর্ব সময়ে সম্ভবনাময়- ই হয়। যারা তারুণ্যে অবিশ্বাস করে কিংবা মিসগাইড করে, তাঁরা ভবিষ্যতের গলা চিপে ধরে বুঝে না বুঝে ভবিষ্যৎ কে স্তব্ধ করে দিতে চায়। মাদ্রাসার সমস্ত তরুণ বড় হয়ে বুড়ো বদমাশ গুলোর মতোই যদি হয়ে যেতো তবে বংলাদেশের বয়স আজ পঞ্চাশের ঘড়ে আর আসতেও পারতোনা। মাদ্রাসায় পড়ে আসা এক কিশোর পরবর্তীতে দেশ খ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ হয়েছেন। তারুণ্য কখনো নিজে নিজে নষ্ট হয়না, তাকে সব সময় নষ্ট করানো হয়।

@শাহ আজিজ, ২৬-২৭ বয়সেরা বাকি দুটো ছেলের তুলনাতে এক রকম বুড়োই । আমি নিশ্চিত এই চারজনের পেছনে আর ধাড়ি ধাড়ি পালের গোদা রা আছেন যারা এখনো ধড়া পড়েনাই ।

০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: হ্যা বড় বুড়োরা তো আছেই বলে উদ্ভুদ্ধ করতে পেরেছে ।



তারেক মাসুদ ঢা বিতে ইংরেজি বিভাগে ভর্তি হল বলে জীবনযাপনে পরিবর্তন এসেছিল । আমরা কিছুকাল একই বাড়িতে ভাড়া থাকতাম ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১০

আমি সাজিদ বলেছেন: তারেক মাসুদ মাদ্রাসায় পড়েছিলেন?

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭

শাহ আজিজ বলেছেন: শরিয়তপুর মাদ্রাসায় ।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৭

কালো যাদুকর বলেছেন: এদের আরো সুযোগ থাকলে এরাই হয়ত কর্মট কর্মী হতো 'বিভিন্ন কাজ করত। কেউ হয়ত ব্যাংকার কেউ হয়ত শিক্ষক , বা কেউ হয়ত ডাক্তার হয়ে সমাজের উপকার করত। এরা যাদের কথায় বিপথে যাচ্ছে তাদের কি হবে? কিছু না ৷ এরা ই শুধু শুধু জীবন নষ্ট করল ৷

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: হুম তাই । মার্ক বেশি দেবে , ভাল চাকুরির লোভে ওরা এই কাজ করেছে ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪০

ফটিকলাল বলেছেন: এদেরকে ক্বওমীশ্রেষ্ঠ গাজি উপাধী দেয়া হোক

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: :-P =p~ :-P =p~ :-P =p~ :-P =p~ :-P =p~

১১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: কেমন মাসুম মাসুম লাগছে। অথচ ওদের মনে এত হিংসা!!!

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: মানুষকে বিপথে চালিত করার কি অপকৌশল ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৬

অধীতি বলেছেন: এখন একদল বলবে এগুলো আওয়ামীলীগের চাল।ছাত্রলীগকে সাজিয়ে এই কান্ড ঘটিয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১২

শাহ আজিজ বলেছেন: এরকম আলাপ বাজারে হচ্ছে । রাজনৈতিক দলগুলোর মতিগতি বোঝা খুব কঠিন ।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১০

নেওয়াজ আলি বলেছেন: নিজের খাই পরের কাজ । এখন বুঝবে বাঁশ ঢলা দিলে

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: হুম তাই , শীতের রাতে ডলা বেশ কঠিন হবে ।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

ফটিকলাল বলেছেন: এবার ফয়জুর হকের জেলে যাবার পালা। স্বরাস্ট্রমন্ত্রী নাম বলেননি তবে সন্দেহের তীর ফয়জুরের দিকেই। মামুনুল বা ফয়জুর একজনের ক্যারিয়ার শেষ

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: দেখি কি দাড়ায় , খেলাতো সবে শুরু । ভাস্কর্য সপক্ষে কোন আইন নেই জানি ।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: দুধকলা দিয়ে কালসাপ পুষলে একদিন ছোবল দিবেই। এখন সাপের মাথা থেঁতলে দেওয়ার সময়।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১০

শাহ আজিজ বলেছেন: ইতিহাস তো তাই বলে ।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই রকম বিচ্ছিন্ন কিছু অপরাধীকে গ্রেপ্তার করে এবং দুএকটা পালের গোড়ার উইকেট ফেললেই কি সমস্যার সমাধান হয়ে যাবে ?
তাপস, পরশ, সেলিমরা সম্পদের বিশাল অংশ ভোগ করবে, সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে আর সাধারণ ছিন্নমূল এতিম রা ভাতের বিনিময়ে দুনিয়া বিচ্ছিন্ন শিক্ষায় দীক্ষিত হবে ! সমাজের চরম বৈষম্যের মধ্যে এই ধরণের অস্থরতা দূর হওয়ার কোনোই সম্ভাবনা আছে বলে মনে হয় না।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: চীনেরা ধর্ম ভিত্তিক সমাজ , কর্ম পরিহার করেছে বলেই তারা এতো উন্নতি কতে পেরেছে । পাকিস্তানী ধর্মভিত্তিক রাষ্ট্রের ভুত আমাদের কাধেও সওয়ার হতে চলেছে । শিক্ষায় বৈষম্য তুলে দিতে হবে ।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২১

জিকোব্লগ বলেছেন: চার বীরকে নিশান-ই-হায়দার খেতাব নেওয়ার জন্য পাকিস্তানে পাঠানো হোক।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৬

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশেই হয়ত তৈরি হয়ে আছে কিছু নিশান ------------------------------

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২১

রানার ব্লগ বলেছেন: এদের বীর কেন বলেন এতে আসল বীরদের সম্মানহানি হয়। এরা গিদার, এরা ছুচা শ্রেনীভুক্ত।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৭

শাহ আজিজ বলেছেন: এদের কোন বোধ শক্তি নেই , যা ছিল হুজুরের বলাৎকারে উধাও হয়ে গেছে ।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শাহ আজিজ ভাই, ধন্যবাদ আর করোনাকালীন শুভেচ্ছা।

ভালোভাবে ভাবতে না পারা, ধর্ম এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য করতে না পারার কারণে 'ইসলামের বৈশ্বিক ভাবমূর্তি' আজ বিপদাপন্ন।
এর খেসারাত দিচ্ছে অনুন্নত এবং উন্নয়নকামী মুসলিম দেশগুলো।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

শাহ আজিজ বলেছেন: বাইরের দেশে যে মুসলিমরা থাকে তারা খুব নজরদারি আর হয়রানির মধ্যে থাকে । আমাদের দেশে ধর্মীয় উগ্রপন্থার সাথে সরকারের সম্পৃক্ততা শুরুতেই দেখা যায় । যাদের আমরা নির্বাচিত করি তারাই আমাদের বিপদের মধ্যে ঠেলে দেয় । সকল সময় রক্তের স্রোতে সাতার কাটা আরবিয়রা এখন অন্যান্য দেশেও তাদের তাবু ভিত্তিক সমাজ ব্যাবস্থা চাইছে ।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: হুজুরদের সাহস আছে। আসলে তারা এক অর্থে জঙ্গি।

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

শাহ আজিজ বলেছেন: তুমি শাপলা ধোলাই ভুইলা গেছ ? সব জঙ্গি পিছ দিয়া ঢুকাই দিছিল ।

২১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬

নীল আকাশ বলেছেন: আচ্ছা এটা তো বানানো কাহিনীও হতে পারে!
না হলে এদের যারা এই পথে পাঠিয়েছে তাদের শাস্তি হওয়া দরকার। ইসলাম কাউকেই হিংস্রতা শেখায় নি।

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

শাহ আজিজ বলেছেন: তদন্ত চলছে । কদিন আগে মাদ্রাসা নেতাদের হুংকার আমিও শুনেছি যে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য টেনে হিঁচড়ে বুড়িগঙ্গায় ফেলে দেবে , এটারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার অ্যাকশন । ৭৭ সালে জী পি ও স্টেডিয়ামএর মোড়ে নির্মাণাধীন ভাস্কর্য জিয়াউর রহমান সরকার আর্মি দিয়ে রাতের আধারে কেটে নিয়ে গেছিল । ভাস্কর্য বিরোধী সেনা সরকার বা কওমি মুমিনদের আচরন এটা প্রথম নয় । এখন সেই ক্যান্টনমেন্টের ভেতরে অনেক ভাস্কর্য । সিলেট সেনানিবাসে মেটাল কাস্টিং ভাস্কর্যর আমি একজন সহ ভাস্কর ।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




বিনয়ের সাথে বলছি, আপনার লেখার শিরোনাম ঠিক হয়নি । "বীর" বলাতে ভুল মেসেজ যাচ্ছে। এরা যে বীর, শিরোনামে তাই বোঝাচ্ছে। "বীর" যে আপনি ব্যঙ্গ করে লিখেছেন তেমন কোনও শানে নযুল কিন্তু পোস্টের ভেতরে্ও নেই। "বীর" এর বদলে লিখতে পারতেন " ছাগল" বা শিরোনামে একটি প্রশ্নবোধক ( ? ) বা আশ্চর্য্যবোধক ( ! ) চিহ্ণ যোগ করলেও হতো।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

শাহ আজিজ বলেছেন: হ্যা এই কিছুক্ষন আগেই আমি ব্যাপারটি খেয়াল করেছি । যারা পুরোটি পড়ছেন এবং মন্তব্য পড়ছেন আশা করি তারা ভুল মেসেজ নেবেন না ।

প্রশ্নবোধক ভাল যাবে , দিয়ে দিচ্ছি ।

ধন্যবাদ ।

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হতভাগা বালকের দল!

না বুঝলো ধর্ম না বুঝলো জীবন- অথচ মূখোমূখি চরম শাস্তির!

আমাদের ইসলামিক ফাউন্ডেশনের অনেক কাজ ছিল যা তারা করছে না। ফলে যে যার মতো করে বেড়ে উঠছে!
ধর্মের সঠিক গা্ইড লাইন দিয়ে দেশের মসজিদ মক্তবগুলোর উপর তাদের ভূমিকা বাড়ানো উচিত।

আর যে দারিদ্রের কারণে তাদের অসহায় আত্মসমপর্ণ করতে হয় কাওমী প্রতিষ্ঠানগুলোতে- সেই দারিদ্র নির্মুল করলেই
তাদের জীবন হতে পারতো আরো অর্তবহ আরো সুন্দর।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৫

শাহ আজিজ বলেছেন: এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়বে বা পড়েছে সমাজে মাদ্রাসা ছাত্রদের নিয়ে । আজ আদালতের আর সরকারের আচরনে সেই গুজব সত্যি হল এই হাউকাউ বিশেষ কারনে জনগণকে ব্যাস্ত রাখার জন্য । আমরা অপেক্ষায় কাল কি ঘটে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.