নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাতন স্মৃতি , ২০১৪ সালে --------------------
সেই সকালে বেশ তাড়া ছিল আমাদের । শাহবাগে একত্রিত হয়ে আমরা দল বেধে শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করলাম , আমাদের র্যালি । শহীদ মিনারে সময় কাটিয়ে আবারো যাত্রা । পিচ্চিগুলো একদম ক্লান্ত হয়নি । এবার টি এস সিতে । শুকনো খাবারে ক্যালরি পুরন । খুব মিস করি সেইদিন গুলো ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪
শাহ আজিজ বলেছেন: বেশ পুরাতন , ২০১৪
২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
কোন সালের ছবি এগুলো?
১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫২
শাহ আজিজ বলেছেন: ২০১৪ সাল
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫০
আমি সাজিদ বলেছেন: বাচ্চাদের সাথে মডুভাই হেঁটে যাচ্ছে, অরিলের সাথে আপনি, জানা আপা কিন্নরীকে দেখা যায় ( নাম যদি ভুল না হয়), আট নম্বর ছবিতে দুজনকে চেনা চেনা লাগছে। এবার অন্তত ভার্চুয়ালি ব্লগ ডে উদযাপন করা হোক, আমরা শুনি কার কি বলার আছে।
১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩
শাহ আজিজ বলেছেন: টিকা নিয়া বাচলে আবার হবে ।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪
এম এ হানিফ বলেছেন: ছবি দেখে ভাল লাগলো।
কবে ফিরে আসবে স্বাভাবিক জীবন!!!
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭
শাহ আজিজ বলেছেন: আল্লাহ জানেন ------------------------ হতাশ আমরা ।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬
এম এ হানিফ বলেছেন: দূর হক সকল হতাশা, পৃথিবী ফিরুক স্বরূপে।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
শাহ আজিজ বলেছেন: টিকা সিঙ্গাপুর আসতেছে ------- আমরা বাদ যামু ক্যান ? আম্রাওতো !!
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর স্মৃতি! আবার সে সুদিন ফিরে আসুক!
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
শাহ আজিজ বলেছেন: হ্যা আশাবাদী আমি , আবার আসুক সুদিন ----------------------
৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩০
ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো চমৎকার লাগলো। আপনার যৌবনকালের ছবিটা আরো ভালো লাগলো। আসলে ২০১৪ সালে তো আপনি ইয়াং-ই ছিলেন......তাই না!!!
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২
শাহ আজিজ বলেছেন: হাফ বুইড়া
এখন ৯০% -----------------------------
৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনাকে আর রাজীব নুর কে চিনতে পারলাম।এখন বাস্তবতা অন্য রকম।ঐ সময় ব্লগ কি জিনিস তাই জানতাম না।আমাকে ব্লগে নিয়ে আসছে করোনা, তানাহলে আযো জানতাম না।আমার ভাবনা ছিল এটা ছেলে ছোকড়াদের একটা বিষয়।আমার মতো বুড়ো হাবড়াদের না।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৭
শাহ আজিজ বলেছেন: রাজিব নুর কই ? আমি চিনি না !!
একসময় ব্লগে শত শত ব্লগার হাজিরা থাকত , এখন কমে গেছে ।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৩
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর স্মৃতি ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৮
শাহ আজিজ বলেছেন: আজকের ব্যানার দেখে অনেক খুজে ছবিগুলো পেলাম । ভাল লাগছে পোস্ট করতে ।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর স্মৃতি। আচারের ছবি দেখে তো বেহুঁশ হইয়া গেলাম
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন: আমি বেহুশি ঠেকাইতে ছবি ক্লিক কইরা ফালাইলাম ।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৮
নেওয়াজ আলি বলেছেন: আবার জাগবে পৃথিবী সেই দিন দুরে নয়
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫০
শাহ আজিজ বলেছেন: জাগুক , আবার জাগুক পৃথিবী ।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: না এই র্যালিতে আমি ছিলাম না।
তবে 'আমার ব্লগ' থেকে একটা র্যালিতে অংশ গ্রহন করেছিলাম। ২১ শে ফ্রেরুয়ারীতে সম্ভবত।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৫৫
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ মুল্যবান স্মৃতি রুমন্থন । ছবিগুলি দেখে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪১
শাহ আজিজ বলেছেন: শুভেচ্ছা আপনাকেও
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
শাহাবাগ গণজাগরণের উত্তাপ ২০১৪তেও ছিল বোঝা যাচ্ছে।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: শাহবাগ ঠেকাতে মোটামুটি কেউই (সরকারি , রাজাকার, বিরোধী) ঘুমায় নাই ওই সময়ে । অদ্ভুত একটা সময় গেছে আমাদের জীবনে ।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১১
সোহানী বলেছেন: আহ পুরোনো সে দিনের স্মৃতি। ভালো লাগলো আজিজ ভাই।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: আবারো হবে , রাজপথে আমরা হাঁটব দৃপ্ত পদে ----------------------
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি!
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১১
পদ্মপুকুর বলেছেন: ভাল্লাগলো।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন??
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২১
ইসিয়াক বলেছেন: চমৎকার পোস্ট। ছবিগুলো দেখে ভালো লাগলো।
আহারে তখন তো আমার সামুতে জন্মই হয়নি।
১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪
শাহ আজিজ বলেছেন: ওটাই অফিসিয়ালি আমার প্রথম দেখা , জাদিদ আর নিলসাধু বাদে ।
২০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
মুরাদ বেগ বলেছেন: এই র্যালিতে কে কে অংশগ্রহণ করেছিলো স্যার?
১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫২
শাহ আজিজ বলেছেন: খুব বেশি ব্লগার আসেনি । ছবির অনেকের নাম আমি ভুলে গেছি । ৬ বছর হল -------
২১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৭
এমেরিকা বলেছেন: আমি দুই নম্বর ছবিতে থাকা সকলের পরিচয় জানতে আগ্রহী।
২২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওইদিন শাহ আজিজ ভাই ছিলেন ব্যস্ত ফটোগ্রাফার। অনেক মজার দিন ছিলো সবার জন্য।
সামু'র জন্মদিনে সবাইকে শুভেচ্ছা
১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২
শাহ আজিজ বলেছেন: মাইনুল , ২১ নাম্বার মন্তব্যে ছবির মানুষদের পরিচয় চাইছে , দিয়ে দাও প্লিজ ।
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এহেম... জনাব, পরিচয়ে কীবা আসে যায়!
ব্লগার অথবা ব্লগারদের পরের প্রজন্ম। এছাড়া আর কী পরিচয় দরকার!
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩২
শাহ আজিজ বলেছেন: আমি তোমার দুই পিচ্চি , জানার কন্যা এদের জানি , বাকিদের জানিনা । তোমার পিচ্চিদের বয়স ছয় বছর বেড়েছে । জানার কন্যা অনেক বড় হয়েছে আশা করি ।
২৪| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২০
ফয়সাল রকি বলেছেন: সুন্দর স্মৃতি।
১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
২৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মানে হলো আপনি পরিচয় না দিয়ে ছাড়বেন না!
যা হোক, মেয়ের বাপ হিসেবে মেয়েগুলোর কথা মনে আছে। অন্য মেয়েটি ব্লগার রব্বানী চৌধুরী ভাইয়ের। সেও অনেক বড় হয়েছে এবং অনেক প্রতিভাবান এক কন্যা। বাকি ছোকরাগুলোও ব্লগারদের পুত্র না হয়ে যাবে কই!
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: পুরনো সেই দিনের কথা