নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

টিকা নিল বন্ধু মুজিব

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১১






পেন্স , ভাইস প্রেসিডেন্ট টিকা নিলেন , লাইভ দেখলাম । দুই মিনিট বাদেই নতুন মেসেজ ---- জুনিয়র বন্ধু মুজিব ছবি দিয়েছে তার টিকা নেওয়ার । বেশ পুলকিত আমি । একান্ত জানাশোনা বাঙ্গালীদের মধ্যে কেউ প্রথম টিকা পেল আমেরিকায় । মুজিব পেশায় ডাক্তার , চীনে এম বি বি এস করেছে আমাদের কাছাকাছি সময়েই ৮৪-৮৯ । পরে আমেরিকাতে ইমিগ্রানট । দেখে বেশ উৎসাহ পেলাম । মুজিবের পরিবারের চামড়ার ব্যাবসা আছে ঢাকাতে ।

সবাই ভাল থাকুক এই কামনা করি ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৯

মুজিব রহমান বলেছেন: বাংলাদেশে শুরু না হলেও একজন বাংলাদেশি আমেরিকান পেয়েছে তাতেই খুশি। অভিনন্দন মিতাকে।

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: ডাক্তার , বয়স হিসাবে ওর আগেই পাওয়ার কথা ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শুরু যখন হয়েছে সবাই পাবে ,দুই দিন আগে আর দুই দিন পরে।

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: মনে হচ্ছে ওর ডিউটি কোভিড কেয়ার হাসপাতালে ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


সবার টিকার ছবি তুলে রাখবে মনে হচ্ছে।

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: হুম , হতেও পারে । ওর হাসপাতাল ফ্লোরিডার কাছে , শেষ তো তাই ছিল । মনে হয় হাসপাতালে বসেই নিচ্ছে ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৯

নেওয়াজ আলি বলেছেন: দুই তিন দিন ধরে মধ্যপাচ্যে বহু সাধারণ শ্রমিকও টিকা দিয়েছে কয়েকজন বাংলাদেশী সেই খবর ফেসবুকেও শেয়ার করেছে

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: মধ্যপ্রাচ্যের দুটি দেশে সম্ভবত ( শিউর না ) টিকা শুরু হওয়ার কথা । সু খবর । সবাই টিকা পাক ।


মধ্যপ্রাচ্যের মুল চালিকা শক্তি শ্রমিক । আরবদের এই হিসাব টনটনে ।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


নেওয়াজ আলি বলেছেন: দুই তিন দিন ধরে মধ্যপাচ্যে বহু সাধারণ শ্রমিকও টিকা দিয়েছে কয়েকজন বাংলাদেশী সেই খবর ফেসবুকেও শেয়ার করেছে ।

-মধ্যপ্রাচ্যে টিকা আসলো কোথা থেকে?

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: আমি এ সংক্রান্ত কোন তথ্য পাইনি , নেওয়াজ আলিই প্রথম দিলেন ।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: চমৎকার।
আপনার বন্ধুর জন্য শুভ কামনা।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: আপনাকে একটা কাজ দেই আপনি আপনার বন্ধুর সাথে যোগাযগ বাড়িয়ে দিন , টিকা নেয়ার পরবর্তি রি-একশান কি জেনে আমাদের জানান।

১৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২০

শাহ আজিজ বলেছেন: মজা করছেন ? আমি আপনার মজার পাত্র নই আশাকরি ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.