নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য সচিব কাতর কণ্ঠে বললেন ভাইরাস সর্বত্র । হাসপাতালগুলোয় সিট নেই , অক্সিজেনের অভাব । কোভিড চেকিং এ লম্বা গাড়ির সারি । একমাত্র নিরাপদ জায়গা হচ্ছে ঘর । তাকে দেখে বিপর্যস্ত লাগছিল । স্বাস্থ্য কর্মীরা ২৪ ঘণ্টা ব্যাস্ত জীবিত রোগী বা মরদেহ নিয়ে । হাসপাতালে আলাদা বেড বসিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে । এখন বাকি জরুরি অবস্থা জারি ।
একটু আগে হু প্রধান বললেন চীনা কতৃপক্ষ দুজন হু এক্সপার্টকে উপদ্রুত এলাকা যেখানে ভাইরাস প্রথম সঙ্ক্রমন হয়েছিল সেখানে ঢুকতে দেয়নি । হু প্রধানকে বেশ নাখোশ মনে হল ।
কাল চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সেনাবাহিনীর সমাপনি কুচকাওয়াজে দৃপ্ত কণ্ঠে বললেন প্রতিটি মুহূর্ত প্রস্তুত থাকতে হবে যুদ্ধ করার জন্য । ভাবলাম আরেকটি যুদ্ধ কি লেগে গেল কিনা । জানলাম এটা চীনাদের প্রতিনিয়ত শ্লোগান , ডোন্ট গেট নারভাস । আলিবাবা ই কমার্সের প্রতিষ্ঠাতা জ্যাক মা গত দুমাস ধরে গায়েব । মনে করা হচ্ছে তাকে গুম করা হয়েছে । জ্যাক গেল অকটোবরে চীনা নেতাদের অর্থনীতি জনিত কার্যকলাপে সমালোচনা করেছিলেন , ব্যাস যাবে কোথায় ন্যাটা , গুম হয়ে গেছে ।
ভারতের টিকা নিয়ে বেশ জম্পেশ কাণ্ড কারখানা শুরু হয়েছে । আমি একজন অজানা লেখকের লেখা কিছুটা তুলে দিলাম ।
-----ভারত যখন টিকা পাবে আমরাও তখন পাবো। আমাদের ভারতের টিকা পাওয়া ব্যহত হবেনা কারণ টিকা কেনা হচ্ছে জিটুজি চুক্তি মানে সরকারে সরকারে চুক্তির ভিত্তিতে। তিনটাই নির্জলা মিথ্যা কথা। প্রথমত সেরাম ইন্সটিটিউটের সিইও আদার পুনাওয়ালা একই দিনে বলেছে ভারত টিকা কিনছে তাদের কাছে থেকে প্রতি ডোজ ২.৭৪ ডলারে। আর মন্ত্রী ১৫ ডিসেম্বরে নিশ্চিত করেছে যা প্রথম আলোতে ছাপাও হয়েছে তা হচ্ছে, সরকার টিকা কিনছে ভারত থেকে প্রতি ডোজ ৫ ডলারে।
আমরা এর মধ্যেই জেনেছি ভারত যখন টিকা পাচ্ছে তখন আমরা পাচ্ছিনা। বেক্সিমকো গতকাল নিশ্চিত করেছে এটা জিটুজি চুক্তি নয় এটা দ্বিপাক্ষীয় বেসরকারি ব্যবসায়িক চুক্তি।
এরা এতো মিছা কথা বলে কেন? এতো মিথ্যাচার এদের মজ্জার যে এদের সমালোচনা করতেও আর রুচি হয়না। এইসব অপদার্থ আমরা পয়সা দিয়ে পালি।
এইবার আসেন আসল কথায়। ভারত টিকা দেবে ৩ কোটি ডোজ। আমি খুব শিওর না এতে তিন কোটি মানুষের টিকা দেয়া যাবে নাকি দেড় কোটি মানুষকে দেয়া যাবে? কারণ একেক মানুষের জন্য দুইটা ডোজ টিকা লাগবে। আমি যদি ধরেও নেই তিন কোটি মানুষের জন্যছয় কোটি ভায়ালের কথা বলা হচ্ছে, তাহলে দেশের বাকী পনেরো কোটি মানুষ কোথায় থেকে ভ্যাক্সিন পাবে? পনোরো কোটি মানুষের ভ্যাক্সিনের খোজ নাই আমরা ভগ্নাংশের ভ্যাক্সিন নিয়ে কেন কথা বলতেছি?
আমরা চাইনিজ ভ্যক্সিন নিলাম না। তারা বিনা পয়সায় দিতে চেয়েছিলো। তারা ট্রায়াল করতে চেয়েছিলো শুধু। তখন মন্ত্রনালয় বসে কত টাকা মারা যায় এই প্রজেক্ট থেকে সেই হিসাব করতেছিলো। চায়নার কোম্পানী সিনোভ্যাকে টিকার পরীক্ষা সফল হলে সিনোভ্যাক বাংলাদেশকে টিকা তৈরির প্রযুক্তি হস্তান্তর করতো। সেই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কোম্পানি দেশেই টিকা উৎপাদন করতে পারতো। সেটাকে হেলায় দুরে ঠেলে ফেলা হয়েছে। সিনোভ্যাক নাকি টাকা চেয়েছিলো পরীক্ষার জন্য। এটাও ডাহা মিথ্যা কথা।------- গল্প শেষ ।।
ভারতে দুরকম টিকা বানানো হয়েছে । আস্ত্রাজেনেকা আর কভিশিল্ড । কভিশিল্ড এই কদিন হয় শুনছি । আগে জানতাম আস্ত্রাজেনেকা অক্সফোর্ড – ভারত যৌথ সহায়তায় তৈরি এবং বাংলাদেশ তাইই পেতে যাচ্ছে । এখন শুনছি কভিশিলড তৃতীয় ট্রায়ালও সম্পন্ন করেনি । আসলে কি ঘটছে তাইই জানিনা । একটা ঝাক্কাস সিনেমা স্ক্রিপ্ট হতে পারে এই কাহিনী নিয়ে ।
০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৩
শাহ আজিজ বলেছেন: কানাডার তিনগুন বেশি ক্ষমতা আছে এটা ডিসেম্বরেই জানি । ইংল্যান্ড আবারো ফুল লক ডাউনএ গেল । উপরের লেখা পিনাকির। অশ্রাব্য অংশ বাদ দিয়েছি । সরকার এখনো দৃঢ় প্রত্যয়ে - বিজনেস বেক্সিমকো কেই দিতে হবে । একটা সমীক্ষা দেখেছিলাম তাতে কারা কতখানি টিকা কেনার ক্ষমতা রাখে তাই দেখানো হয়েছিল । আমি এতটাই হতাশ -------- বোঝাতে পারব না ।
২| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১০
ফেরদাউস আল আমিন বলেছেন: সাস্থ্য মন তৃ; তৃ শব্দটা তিনজন বা তিনটা, সে দিক দিয়ে ঠিকই আছে তিন প্রতিষ্ঠানের কথা বলা আছে
দরবেশ এখানে পরোক্ষভাবে
সরকারী নিয়ম অনুসারে দরপত্র আহ্বান ছাড়া এভাবে টিকা কোনা যায় না। নির্বাহী আদেশ করা যায়, সেটা সাধারনত আইন শৃংখলা বিষয়ে হয়ে থাকে।
কোটি কোটি টাকার চুক্তি পত্রে ও দরপত্র করা সরকারী নিয়ম।
এই নিয়ম সামান্য ব্যর্তয় হয় ঐ সময় যখন ঋনদাতাই দরপত্রে অংশগ্রহন করেন, তথা Tied Loan.
এ ক্ষেত্রে অর্থ বাংলাদেশের জনগনের; সাস্থ্য মন তৃ কে এই সময়ে পরামর্শ দাতা, তা দেখা যেতে পারে
০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৫
শাহ আজিজ বলেছেন:
৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১
নেওয়াজ আলি বলেছেন: ভারতের দাদাগিরি বাংলাদেশের সাথে নেপালের সাথে চলে না, গরিব ভূটানেও চলে না। টিকা নিয়ে যেন হাডুডূ খেলা করছে দেশী এবং ভারতীয় নেতারা
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০
শাহ আজিজ বলেছেন: আমাদের কপালে দুঃখ আছে
৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের চিকা নায়ে মাথা না ঘামালেও চলবে। আমরা আমজনতা এই টিকা পাবো না। ফাকতালে সরকারী লোকেদের মোটা অংকের ইনকামের রাস্তা হয়ে গেলো।
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬
শাহ আজিজ বলেছেন: আমি মাথা ঘামাই না তবে পা ঘামাই
যাহোক এই টিকা নিয়ে সরকার সমস্যায় পড়বে কারন কোন ডাক্তার নার্স এই টিকা নেবেনা ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০২
রানার ব্লগ বলেছেন: ভারতের এই টীকা নিয়ে আমার ভয়াবহ মাত্রায় সন্দেহ আছে, যত টুকু টুকটাক খবর পাচ্ছি এই টিকার সাইড এফেক্ট অনেক বেশি । বাংলাদেশের অন্য কারো সাথে চুক্তি করা উচিৎ ছিলো।
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯
শাহ আজিজ বলেছেন: কে আগে নিব তার লটারি হওয়া দরকার ।
দরবেশ , পাপন না সুস্বাস্থ্য ??
৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরিস্থিতি আসলেই জটিল। সময় লাগবে বাংগালীর ভেক্সিন পেতে।
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯
শাহ আজিজ বলেছেন: দুর্ভাগা জনতা
৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সব শিক্ষিত মানুষ বাকীদের মাস্ক পরতে ও দুরত্ব বাজায় চলতে শিখালে, টিকার দরকার হতো না; শিক্ষিতদের নিয়েই সরকার ও প্রশাসন গঠিত; বিপদের সময়, শিক্ষিতরা নিজেদের ভুমিকা পালন করেনি, করছে না।
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪১
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি দাড়ায় ব্যাপারটা ।
শিক্ষিত ?? এক পিস দেখান তো !!
৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৫
আমি সাজিদ বলেছেন: বাংলা সিনেমার ক্লাইমেক্স।
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪১
শাহ আজিজ বলেছেন: দিপজল কই ??
৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯
ঢাবিয়ান বলেছেন: টিকা সংক্রান্ত পুরো ব্যপাটিই ধোয়াশা। ভারতের ১৪০ কোটি , বাংলাদেশের ১৭ কোটি টিকা কি এক সিরাম ইন্সটিউটই একাই বানাবে?
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪
শাহ আজিজ বলেছেন: এসব বলতে গিয়ে হতাশ হয়ে যাই । বুকের ভেতরে হু হু কান্না ----------------------
১০| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
ঢাবিয়ান বলেছেন: জুন আপু একদম ঠিক বলেছেন। চাতুরিপূর্ণ ভারত আর বাংলাদেশ !!এই দুই দেশই জনগনের সাথে চতুরি করবে নিঃসন্দেহে
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭
শাহ আজিজ বলেছেন: আম্বানি - দরবেশ
১১| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৩
জুন বলেছেন: মুইছা দেন প্লিজ
০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫
শাহ আজিজ বলেছেন: দিছি ---- রাবার দিয়া
১২| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতি ডোজে ২.২৬ ডলার লুট !!!!
৩ কোটি ডোজে নূন্য পাঁচ হাজার কোটি টাকা প্লাস লুটপাটের পরো বুক ফুলিয়ে `গব্ব' করে
গরু মেরে জুতো দানের অহিমকায় - জাতিকে ধন্য করার চাপাবাজি চলছেই!
খোদ ভারতেই যখন টিকা নিয়ে সংশয় -
ভারতের স্থানীয়ভাবে তৈরি একটি করোনাভাইরাসের টিকা সরকার তাড়াহুড়ো করে অনুমোদন করেছে এবং তা 'বিপজ্জনক' হতে পারে - এমন এক হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস।
আমরা তাই পেতে লাইন ধরে দাড়িয়ে আছি!
অথচ বিকল্প সাধা লক্ষী পায়ে ঠেলেছি! ঠেলছি!
কোটি কোটি মানুষকে গিনিপিগ বানাবেন না। জনগণরে অর্থ লুটপাটের ভ্যাক্সিন কেলেংকারী বন্ধ হোক।
০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
শাহ আজিজ বলেছেন: 'বিপজ্জনক' হতে পারে - এমন এক হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস।
এই শব্দগুলিই শুনছিলাম টয়লেট থেকে কান খাড়া করে , কে বলছিল তা দেখতে পারিনি । খোদ ভারতেই আলোচনার বিষয়বস্তু লোকাল টিকা । এরা কি সদলবলে মানুষ কমাতে চাইছে ভারতবর্ষে ? আমি গুজরাটিদের একদম বিশ্বাস করিনা ।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পৃথীবির প্রধান সমস্যা জনসংখ্যা কমে গেছে এমন না,বরং বেড়ে গেছে এটাই সমস্যা।
০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০
শাহ আজিজ বলেছেন: হুম তাই ধীরে ধীরে মারো । ভুগতে ভুগতে মরবে ওষুধ খেতে খেতে দাম চুকিয়ে ।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৯
সোহানী বলেছেন: কি কমু কন, আমি সত্যিই দিন দিন ভাষা হারা হচ্ছি! নিজের স্বার্থের পিছনে ছুটতে ছুটতে দেশ মানুষ সবকিছুরে জাহান্নামে ঠেলে দিচ্ছি। এতো এতো কিছুর পরও আমরা ভারতকে বিশ্বাস করি, দরবেশ বাবারে ব্যবসা করতে দেই।
জ্যাক মা নিয়ে আমিও খুব অবাক হলাম। চীন ফেরোসাস কিন্তু এ পর্যায়ে নামতে পারে তা কোনভাবেই বিশ্বাস হচ্ছিল না।
ছবিটা ঝাক্কাস!
০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩০
শাহ আজিজ বলেছেন: স্বাধীনতার ৫০ বছর পর এসে জানলাম আমরা ভারতের কাছে বান্ধা ।
জেগে ওঠার এইতো সময় !!
০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: জ্যাক মা এর বড় কারবার ছিল হং কং এ । মনে হয় সেখানে কম্যুনিস্টদের নোংরা হাত লেগেছে । তাই কিছু বেফাস সত্যি কথা বলে ফেলেছিল । আর যাবি কোথায় ।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:০৩
অনল চৌধুরী বলেছেন: চুরি-দুর্নীতি করতে করতে সেটা মাদকের চেয়েও ভয়ংকর একটা নেশায় মতো পরিণত হয়।
একবার এই পাপের ফলে লন্ডনে কার মেয়ে যেনো ছাদ থেকে পরে মরেছিলো !!!
তারপরও যেই সেই আছে।
ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য সচিব কাতর কণ্ঠে বললেন ভাইরাস সর্বত্র । হাসপাতালগুলোয় সিট নেই , অক্সিজেনের অভাব । কোভিড ...... এবার সন্ত্রাসীরা বুঝুক পৃথিবীর দেশে দেশে যখন বিমান-ক্ষেপনাস্ত্র হামলা হয়, তখন তাদের জনগণের কেমন লাগে !!!!
০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪১
শাহ আজিজ বলেছেন: নিতান্ত আম জনতা ভুঘছে আমেরিকাতে , ওদের দোষ দেইনা । দোষ দেই যারা ক্যাপিটল হিল দখল নিয়েছিল আর তাদের বর্বর নেতা ট্র্যাম্প । এইসব নেতাদের মাথা থেকেই আসে ফসফরাস বোমার আইডিয়া । ঈশ্বর শাস্তি দিচ্ছেন সবাইকে , বোধ জাগ্রত করার জন্যে । তবুও আমাদের পালকরা জাগে না ।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪১
কবিতা ক্থ্য বলেছেন: করোনা- আমাদের (মন্ত্রী- আমলাদের) জন্য আশীর্বাদ।
জনগন এমনিতেই মরবে (করোনায় না মরলে, মারার জন্য অনেকে আছে)।
মন্ত্রীরা যদি কিন্চিত লাভবান হয়, আপনাদের এতো জ্বলে কেনো?
নিজেদের জীবন্ত লাশ ভাবতে কি বেশি কষ্ট হয়?
০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৪
শাহ আজিজ বলেছেন: লজ্জায় মরে যাই ।
এখন কাউকে বিশ্বাস নেই , সবাই টাকা মারে ,দোষ শুধু আমার উপর পড়ে ।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুধু দরবেশকে সুবিধা দিতেই যত মিথ্যা ও ছলচাতুরীর আশ্রয়।
০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৮
শাহ আজিজ বলেছেন: ----- সাথে পপ কর্ণ ভি আছে
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭
জুন বলেছেন: আমার খালা বিয়ের পর থেকেই লন্ডন প্রবাসী। তার বড় মেয়ে ডাক্তার আছে হাসপাতালের কোভিড ডিপার্টমেন্ট এ। খালা রাতদিন তার মেয়ে সাথে অন্যান্যদের জন্যও দোয়া চাইছে। ওরা নাকি নিঃশ্বাস নেয়ার ও সময় পাচ্ছে না। ভলিন্টিয়ার আহবান করছে। বেড নেই, ডাক্তাররাই মাটিতে বিছানা পেতে দিচ্ছে, অক্সিজেন স্বল্পতা। যাকে বলে ভয়াবহ অবস্থা শাহ আজিজ।
আমাদের দেশ কি ভ্যক্সিন পাবে নাকি কুটি কুটি ডলার রেমিট্যান্স নিয়ে মারা যাবো সবাই মিলে? তবে ধনীরা নিশ্চয় প্লেন চার্টার করে উন্নত দেশে যাবে টিকা নিতে। কানাডা নাকি জনসংখ্যার চেয়েও কত গুণ বেশি টিকা কিনেছে। সবই শুনি। কোনটা যে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন।