নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ক্যাপিটল হিলে ট্র্যাম্প সমর্থকদের আক্রমন

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২০

ওবামার স্টেটমেনট


সকালে উঠেই এক অভাবিত ঘটনার মুখোমুখি হয়ে স্তব্দ হয়ে গেলাম । ট্র্যাম্প তো একটা শুওর মনে হচ্ছে । ফেসবুক , টুইটার ট্র্যাম্পের সহিংস ভাষার কারনে পোস্ট জব্দ করেছে। বুধবার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু হয়। এ সময় নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের কয়েক শ সমর্থক নির্বাচনী ফল বর্জন করে ক্যাপিটল হিলে হামলা চালায়। ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সিনেটে অধিবেশন শুরু হয়েছে। বিক্ষোভকারীদের ভবনে ঢুকে আক্রমণ চালানোর দৃশ্যে বিশৃঙ্খলার দৃশ্যে গোটা বিশ্বই হতবাক হয়ে পড়ে। ওয়াশিংটন পুলিশ জানায়, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জন নারী মারা গেছেন। এফবিআই জানিয়েছে, সন্দেহভাজন দুটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশ বিকেল সাড়ে ৫ টার পর ক্যাপিটল ভবনটিকে নিরাপদ ঘোষণা করে। আইন প্রণেতারা সকাল ৮টার পরে পুনরায় অধিবেশন শুরু করেন। সিনেটে অধিবেশন শুরু হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আজকের দিনটি একটি কালো দিন হিসেবে উল্লেখ থাকবে।ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘যারা আজ ক্যাপিটলে বিপর্যয় সৃষ্টি করেছেন, আপনারা জয়ী হতে পারেননি। সহিংসতা কখনো বিজয়ী হয় না। স্বাধীনতা বিজয়ী হয় এবং এটা এখনো জনগণের হাউজ।বিশ্ব আবার একবার দেখবে যে, অভূতপূর্ব সহিংসতা এবং ভাংচুরের মধ্যেও আমাদের গণতন্ত্রের দৃঢ়তা এবং শক্তি কতটা মজবুত। যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিরা আবার একত্রিত হয়েছেন।’

ট্র্যাম্পের বিচার হওয়া উচিত ।

জয় হোক গনতন্ত্রের ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

আমি সাজিদ বলেছেন: হতবাক হয়ে গেলাম। ট্রাম্প এর সাপোর্টার যারা আছে এদের অন্তত এই কাজটা করা উচিত হয় নাই।

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৭

শাহ আজিজ বলেছেন: ট্র্যাম্প মনে হচ্ছে মাসলে বিশ্বাসী । তাকে উস্কানি দেওয়ার কারনে বিচার করা উচিত ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০১

জুন বলেছেন: সকাল থেকে এই বিষয়টি লেখার জন্য হাত নিশপিশ করছিল শাহ আজিজ। মাঝ্রাতে টোকার ভয়ে সাবধান হইলাম :-&

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: নাহ , এটাতে টোকা মোকা দিব না । তয় হেতেরা ডরে আছে যদি এমুন ঘটে ----------

৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪

কলাবাগান১ বলেছেন: বাহির থেকে অনেক ভয়াবহ মনে হয় কিন্তু রাজনৈতিক ধাক্কাধাকি/মারামারি তে আমেরিকার মত গনতন্ত্র কে এক চুল ও কেউ নড়াতে পারবে না...সিস্টেম ভীষন শক্ত....এই সিস্টেমই এমন সাময়িক ইনস্ট্যাবিলিটি কে কাটিয়ে উঠতে সাহায্য করবে...খুব কাছে থেকে ই নিজের চোখে দেখলাম এদের 'প্রটেস্ট'। এই সিস্টেম ই দেখবেন যারা এর জন্য দায়ী, তাদের কিভাবে শায়েস্তা করে...শুধু একটা উদাহরন দেই: অন্য কোন দেশ হলে, প্রেসিডেন্ট এর কথার উপর আর কোন কথা থাকত না...আর আমেরিকা তে দেখুন প্রেসিডেন্ট ট্রাম্প কত দুয়ারে দু্য়ারে যাচ্ছেন ভোটের ফল এর অভিযোগ নিয়ে, কিন্তু গনতন্ত্র এর সিস্টেম আছে দেখেই- একছত্র ক্ষমতা বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট এর নাই।

আসল টোকার ভয় অন্যখানে....

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬

শাহ আজিজ বলেছেন: মাঝ রাতে গোয়েন্দাদের টোকা , ওয়ারেন্ট ছাড়া হাজত , গুম বা বর্ডার পেরিয়ে ------------ ।




এবারের ক্যাপিটল হিলের নিরাপত্তা বাহিনী যা দেখিয়েছে তা এক্সাম্পল হয়ে থাকবে , ভাইস প্রেসিডেন্টের উল্টো রথ দেশকে ভালবাসার প্রতীক হিসাবে দেখা হবে । ৯০ এর শেষে এরশাদ ঠিক এইরকম ফাঁদে পড়ে ডাইরেক্ট হাজতে গেলেন ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০২

কলাবাগান১ বলেছেন: আপনার এই পোস্টের জন্য আপনি কি মনে করেন বাংলাদেশের গোয়েন্দাদের টোকা , ওয়ারেন্ট ছাড়া হাজত , গুম বা বর্ডার হবেন???

আমেরিকান ভিসার টোকাও আছে.....

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

শাহ আজিজ বলেছেন: না মানে ইয়ে ---------- এর মাঝে মোদীকে নিয়ে কেউ কিছু লিখেছিল ---------- একজন মন্ত্রী সাবধান করেছিল তা নিয়ে । আফটার অল আমেরিকা মা বাপ ------ কাউকে যদি ধরে কিসসু করার নেই =p~

৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪০

ঢাবিয়ান বলেছেন: বেকুব ট্রাম্পের উচিৎ ছিল আমাদের দেশে আইসা আমাদের অগন্তান্ত্রিক সরকারের কাছ থেকে বুদ্ধি ধার করা । তাইলে হে জানতো কেমনে ইলেকশন করতে হয়, কেমনে হেলমেটবাহিনী ব্যবহার করতে হয় ।আমাগো মন্ত্রীরা, ছাত্রলীগ ট্রাম সমর্থকদের কান্ড কীর্তি দেইখা এখন হাসাহাসি করতেসে।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

শাহ আজিজ বলেছেন: হ্যা , তারা বলতেছে - এইটা একটা কাম হইল ?? খালি ভিসা আর ম্যাকের চাকুরীটা কনফারম করলেই পুরা ই লেক শন ঘুরাইয়া দিতাম । :-B

৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: যেসব দেশী ভাই আমেরিকাকে সভ্য ভদ্র বলতো সেইসব দেশীদের জন্য ট্রাম্প কাকুর ছোট সারপাইজ

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০০

শাহ আজিজ বলেছেন: হুম , তাই

৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২০তারিখ পর্যন্ত কি কি পরিকল্পনা আছে আগে দেখা যাক।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: মনে হয় আর সিরিয়াস কিছু ঘটবে না । যা হয়েছে অভাবিত ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই ঘটনাটি আমেরিকা তথা বিশ্বের জন্য এক নজিরবিহীন ঘটনা ।
এরকম ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীতে আর ঘটা উচিত নয়।
কখনই না।
কোন ভাবেই না।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: বাই আমেরিকান স্ট্যান্ডার্ড পছন্দ করে , এবার তা ভীষণ ভাবে ধাক্কা খেল । অনুপ্রবেশকারিদের সবাইকে শাস্তি দেওয়া উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.