নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ক্যাপিটল হিলে ন্যাশনাল গার্ড ট্রুপের ছবি ব্লগ

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫১



ন্যাশনাল গার্ড ট্রুপ ক্যাপিটল হিলের পুরো ভবনে অবস্থান নিয়েছে । এরা আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেনটের শপথ অনুষ্ঠান নিরাপদ করতে এসেছে । বড়ই নাকাল অবস্থা তাদের । যে যেখানে পেরেছে শুয়ে বিশ্রাম করছে । আমেরিকা কেন হটাত এমন হল ভাবনার বিষয় । এক ট্র্যাম্প শ্যালক এক হাত দেখিয়ে দিল ।






















দশ হাজার সেনা ওয়াশিংটন নগরিতে অবস্থান ও টহল শুরু করেছে । এমন অবস্থা আমেরিকানরা দেখেনি আগে । ঈশ্বর ওদের মঙ্গল করুক ।
ছবি - রয়টার্স এবং অন্যান্য

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:



ক্যাপিটেলিজমের কারণে আমেরিকার ৪০ ভাগ মানুষ অনেক সুযোগ থেকে বন্চিত হচ্ছে; এদের মাঝে বেকুব সাদা আছে, যারা মনে করে যে, কালো, স্পেনিশ ও এশিয়ানরা অসতভাবে সুযোগ নিচ্ছে, এবং ডোমোক্রেটরা এসব লোকদের ব্যবহার করে ক্ষমতায় যায়।

১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৮

শাহ আজিজ বলেছেন: আমি মনে করি আমেরিকার সামাজিক অবস্থানে পরিবর্তন আসন্ন । অস্বাভাবিক গোলযোগ শুরু হবে । তবে আমেরিকান শান্তি শৃঙ্খলা দল জানে কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হয় । অথচ আমেরিকা ইমিগ্রান্তদের দেশ ।

২| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা কি আনন্দ আকাশে-বাতাসে।

শালার বাড়ীতে দুলাভাইয়েরা অথবা দুলাভাইয়ের বাড়ীতে শালারা বেড়াইতে গেছে। আর একসাথে অনেক কুটুম বেড়াতে আসলে একটু-আধটু অসুবিধা :P হতেই পারে।বড় কুটুম বলে কথা।মেনে নিতে হয় ,মেনে নিতে হবে । ভাল লাগুক আর নাই লাগুক ।নো অপশন।

সৃষ্টিকর্তা সবার মংগল করুন আর মুক্তি দিন আমেরকাবাসী তথা দুনিয়া বাসীকে পাগলার হাত থেকে।

১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৩

শাহ আজিজ বলেছেন: গোলমালের শুরু সবে । আমেরিকানরা কিন্তু ভোট দিয়ে এই হারামজাদারে প্রেসিডেন্ট বানাইছিল । তারা এর ব্যাক গ্রাউন্ড জানত । এখন তারা বিবিধভাবে সমস্যা সৃষ্টি করবে আর তা মেটাতে হবে পুলিশ আর আর্মির , কিন্তু কতদিন ?

৩| ১৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৩

কবিতা ক্থ্য বলেছেন: আমেরিকান সেনা- শান্তির দূত।
এত দিন অন্য দেশে শান্তির জন্য কাজ করেছে, এবার নিজ দেশে শান্তির জন্য কাজ করবে।
আফসোস- এমন একটা দেশের নেতৃত্বের জন্য এক উন্মাদকে এরা প্রেসিডেন্ট বানাইসিলো।

১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩০

শাহ আজিজ বলেছেন: দেখা যাবে অন্য দেশের সৈন্যরা আমেরিকার গোলযোগ মেটাচ্ছে ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৭

সোহানী বলেছেন: এরপর আশা করি তারা অন্যের উপর নাক গলানোর আগে নিজের নাক কাটা অংশটা দেখবে..............।

বাই দা ওয়ে, আপনার অনুমতি ছাড়াই কিন্তু আপনার ছবি আমার পোস্টে দিয়েছি!

১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৮

শাহ আজিজ বলেছেন: কোথায় , ফেবু না সামু ? আমি একটা রিভিউ লিখব সামুতে ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৩

সোহানী বলেছেন: সবখানে।

হায় হায় রিভিউ. ভয়েই আছি! পড়া কি শেষ? আমি আগেই আত্মপক্ষ সর্মপন করছি, লিখা খুবই বাজে হয়েছে। অন্তত আমি সেটিসফাইড না। বেস্ট সেলিং এ আসছে কারন আপনারা কিনেছেন। আর দেশের বাইরে থাকার কারনে আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরা কিনেছে। আসলে আমার নিজস্ব লোকজন জানেই না যে আমি লিখালিখি করি। তাই তারা খুব আগ্রহভরে কিনছে। তবে আমি সবচেয়ে ভয় পেয়েছিলাম বাবাকে নিয়ে। উনিই আমার সবচেয়ে কঠিন সমালোচক। দু'একটা খারাপ বললেও এভারেজ ভালো বলেছে।

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: ডরাইও না ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:





সেনা প্রহরা চলছে নাকি সেনা তাবলিগ চলছে। যেভাবে সবাই ঘুমোচ্ছেন মনে হচ্ছে অন ডিউটি না - তাবলিগে আছেন সবাই।

১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪

শাহ আজিজ বলেছেন: পিকনিক ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.