নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভার্জিনিয়াতে বন্দুক নিয়ে মিছিল

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২১









একটা আশঙ্কার মধ্য দিয়ে আমেরিকা ক্ষন গুনছে ঠিক তখনি ভারজিনিয়ার রিচমণ্ডে এক বাস ভর্তি রাইফেল বন্দুক পিস্তল নিয়ে আমেরিকানরা হাজির । সারা রাত গাড়ি চালিয়ে Indianapolis and Fredericksburg, Texas থেকে শত শত Virginia Citizens Defense Leagueর সমর্থক হাজির । তারা বন্দুক আইনের বিরোধী এবং বন্দুক নিষিদ্ধ হলে তারা তা মানবে না , আগেও মানেনি । আমেরিকার পুলিশ গেল কয়েকদিন ধরে ক্যাপিটল হিল ঘটনার পর সর্বোচ্চ সতর্ক রয়েছে যে কোন ধরনের আক্রমন ও সম্ভাব্য বন্দুক যুদ্ধের । ঠিক এই মুহূর্ত পর্যন্ত কোন অঘটন ঘটেনি তবে হুট করে ভার্জিনিয়ার এই উত্তেজনা ঠিক কোন দিকে গড়াতে পারে জানিনা । একজন মহিলাকে মুখোশ পরে বন্দুক সহ গ্রেফতার করেছে পুলিশ ।


















নিউ ইয়র্ক টাইমস ও গুগল থেকে সংবাদ , ছবি

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার বেশ কয়েক রাজ্যে প্রতিবাদ করার সময়, লাইসেন্স-করা অস্ত্র সাথে রাখতে পারে; ভার্জিনিয়ায় সব অস্ত্র বহন করা যায় না; দেখা যাক কি হয়!

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: এখানেতো অটোম্যাটিক রাইফেল নিয়ে মহড়া হচ্ছে ।

২| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে, রক্তক্ষয়ের সম্ভাবনা ছে। তবে তা সত্ত্বেও দানবের উপরে মানবের জয় হবে

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২

শাহ আজিজ বলেছেন: আমি অনলাইনে নজরদারি করছি । লক্ষন ভাল নয় ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ট্যাংক কামান নিয়ে তো নামে নাই!

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১১

শাহ আজিজ বলেছেন: ট্র্যাম্প মিয়া ওইটা নিয়া নামবো , কইছে ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৫

আমি সাজিদ বলেছেন: লক্ষন ভালো না। এরা আসলে ট্রাম্প সাপোর্টার না। ট্রাম্পের সাথে এদের স্বার্থ মিলেছিল বলে গলায় গলায় গলায় ভাব করেছে। এছাড়া এরা এমনেই উগ্রবাদী। এইসব লোকের মানসিক অবস্থা কেমন আমি ভাবছি। ইমিগ্রান্ট ও কালোরা না থাকলে আমেরিকা সেই কবেই ছয় সাত টুকরো হয়ে যেত! শালা সাদা বলদের দল।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: হুম আমি খুজছিলাম এরা কারা । দেখলাম এরা ট্র্যাম্প পার্টির কেউনা । এরা এলাকার দাদা । ম্যাচ পকেটে আনছে আগুন দিতে ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩১

রানার ব্লগ বলেছেন: ভালোই খেল দেখাচ্ছে।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: একটা সংঘাত বেধে গেলে প্রচুর মানুষ মারা যাবে ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শাহ আজিজ ভাই, একদম সময়ের দাবি বিবেচনায় নিয়ে পোস্ট দিয়েছেন। অসম্ভব ধন্যবাদ আপনাকে।
জানতে চাই, বাইডেন কি ক্ষমতায় আসতে পারবে? অথবা যুক্তরাষ্ট্রে সামরিক শাসন জারি হবে না কেন? / আর কত দেরি?

সকল অবস্থায় অসহায় দরিদ্র মার্কিনীদের জন্য অসম্ভব সমবেদনা :)

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০১

শাহ আজিজ বলেছেন: খুব গোলমেলে হয়ে গেছে ব্যাপারটা । সাদা - কালোর সংঘাত শুরু না হয়ে যায় । চল্লিশ হাজার সেনা শুধু ওয়াশিংটনে , বাকি জায়গায় কি হবে কে জানে । ন্যাশনাল গার্ড খুব ক্ষিপ্র এবং দয়ামায়া হীন । সেনা শাসন আসবে না তবে সেনা প্রহরায় চলতে হবে । হয়ত গান ল তে পরিবর্তন আসবে । আমেরিকা এতকাল বিশ্ব শাসন করেছে এবার ঘরের পালা ।

৭| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এরা অটোম্যাটিক রাইফেল নিয়ে মহড়া দিচ্ছে না।
সেমি অটোম্যাটিক। অটোম্যাটিক রাইফেল মেশিনগান ইত্যাদির ব্যাক্তিগত ব্যাবহার নিষিদ্ধ।

সিটি কতৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপুর্ন অস্ত্রসহ মিছিল হচ্ছে।
এরা এরা অপরাধি শ্রেনির না। বরং অভিযাত ভদ্র শ্রেণীর।
ব্যাকগ্রাউন্ড রেকর্ডে কৃমিনাল অফেন্স থাকলে বা মামলা থাকলে অস্ত্র কিনতে পারে না।
এরা যদি হামলা বা গুলিবর্ষন না করে শান্তিপুর্ন মিছিল করে আইনে কোন সমস্যা নেই।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: আমরা আমেরিকার সমাজ সম্পর্কে খুবই কম জানি । সেমি হোক ফুল হোক গুল্লি তো বাইরায় ।

৮| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২৭

কলাবাগান১ বলেছেন: তিল তাল হচ্ছে...ভার্জিনিয়ার ক্যাপিটাল ভবনের খুব কাছেই আমার বসবাস... এসব এখন কোন পাত্তাই পায় না মেইন স্ট্রিম মিডিয়াতে...এত কাছে থেকেও আপনার পোস্ট থেকে জানলাম মহড়া র কথা। বাইর থেকে মনে হয় অনেক কিছু আসলে এসব হ্যান্ডল করতে করতে ই আমেরিকান প্রসাশন সিদ্ধহস্ত হয়ে উঠেছে..... এরা আসবে যাবে কিন্তু রাত পোহালেই বাইডেনই প্রেসিডেন্ট....

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: জানলাম কিন্তু আমাদের কাছে খুব আশ্চর্যের ব্যাপার , তাই লিখলাম ।

৯| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪১

সোহানী বলেছেন: আমেরকিায় পর পর কয়েকটা আর্মস স্যুট এর ঘটনার পরই কানাডায় ও কিছু ঘটে। এবং এর পরপরই কঠোর হয় অস্র আইন। কিন্তু আম্রিকা এখনো পর্যন্ত কঠোর কোন আইন পাশ করেনি অস্র সংক্রান্ত। তারপরও খুব শংকায় আছি তো বটেই। কারন ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই লাখে লাখে বৈধ অবৈধ আম্রিকান কানাডায় আশ্রয় নিয়েছে।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: কি সাংঘাতিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.