নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কারাগার গাঁথা

২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২



কয়েকদিন আগে পত্রিকায় লিড নিউজ দিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সি সি টি ভির দুটি ছোট ভিডিও ভাইরাল হল । ওখানে জেলখানার সদর দরজায় একজন মহিলা এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে । রুমগুলো সাব জেলার ও কর্মকর্তাদের বলা হচ্ছে । বাকি বিষয় ছাপার অক্ষরে এসেছে । মহিলা কোন রুমে কার সাথে কয় মিনিট সময় কাটিয়েছে তার বর্ণনা দেয়া আছে । এখানে জেলের আসামি সুবিখ্যাত হল মার্কের জেনারেল ম্যানেজারকে বেশ সক্রিয় দেখা গেল । জেলখানায় বিশেষ করে কাশিমপুর জেলে কয়েদি মহিলাদের যৌন কর্মে ব্যাবহারের অভিযোগ আগেই উঠেছে । সাবেক এক প্রধান বিচারপতি যোগদানের পরই এই অভিযোগ তদন্ত করতে জেলখানায় যেতে চেয়েছিলেন । অদৃশ্য নির্দেশে তার ভ্রমন বাতিল হয়েছিল । জেলখানার মহিলা কয়েদি মুক্তি পেল তবে কোলে একটি শিশু । এরকম অসংখ্য খবর আমরা পড়ে থাকি । কিন্তু কেন এবং কিভাবে তা সম্ভব হয়েছে তা গলা টিপে বন্ধ রাখা হয় । জেলখানায় শাস্তিপ্রাপ্ত কয়েদিরা দীর্ঘ সময় থাকেন । আমাদের জেল কোডে কয়েদিদের জৈবিক চাহিদা মেটানোর কোন ব্যাবস্থা নেই । যাদের টাকার পাহাড় আছে তারা একটা বন্দোবস্ত করে নেন । সাধারন কয়েদিরা আপসে সমলিংগ বা হস্তমৈথুন করে স্বাদ মেটান । কাশিমপুর জেলখানার ঘটে যাওয়া ঘটনা চাপা পড়ে গেছে । পতিতা ব্যাবহারের বিষয় জেল কোডে সংযুক্ত করা যায় , এটা আমার একান্ত ভাবনা । সম্ভবত ফুটেজ সরবরাহকারি এরকম ভেবে ছড়িয়ে দিয়েছেন যে একটা পরিবর্তন আসুক । যাদের টাকা আছে তারা মাসে , ছয়মাসে বিশেষ ব্যাবস্থায় জৈবিক চাহিদা পূর্ণ করবেন ।
এক লোক ১৮ বছর জেল খেটে মুক্তি পেল । কিন্তু প্রথম রাতেই স্ত্রী সম্ভোগে সে ব্যার্থ হল । খুব দুঃখজনক ঘটনা বটে । দীর্ঘ জেল খাটা মানুষের সমকামিতায় গ্রাস করে । এটি আরেক ধরনের অসুখ । এমনকি বিবাহিত কয়েদীদের ব্যাবস্থা থাকা উচিত নিজ স্ত্রীর সাথে মিলনের । কিন্তু মহিলা কয়েদীদের জন্য কিই বা উপদেশ দেব কারন তাদের জন্য আছে আছে জেলখানার প্রহরীরা । মাদ্রাসার হুজুরদের মত তারাও লিস্ট করে কে কার ভাগে পড়বে । কিন্তু শিশুদের কি হবে ?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭

রানার ব্লগ বলেছেন: ক্ষমতাবানদের জন্য জেলখানাও বেহেশতখানা। রাজাকার সালাউদ্দিন সেও একজন গোলেমান পাইছিলো তার শরির ম্যাসাজের জন্য।

২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: নিয়মানুসারে আসতে হবে ব্যাপারগুলো । সব কিছুর জন্য সেলফ পেই ই । এতে গোলেমান সাপ্লাই বন্ধ হবে । জেলার - কারারক্ষিদের আয় কমে যাবে ।

২| ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: সবই ঠিক আছে।জৈবিক চাহিদা কেউ অস্বীকার করতে পারেনা।

গরীব পুরুষ কয়েদির জন্য সমকামিতা,স্বমৈথুন,ধনী পুরুষ কয়েদির জন্য বাহির থেকে সরবরাহ আর নারী কয়েদির জন্য জেলখানার হুজুর (প্রহরীরা ) ।সবই ত ভাই মিলে গেল খাপের খাপ,রইসসার বাপ ।

এহন ,ভেজাল লাগাইল আইয়া কর্মফল(ফলাফল)!!! এহানেও বাচচা আইল কেমনে :P চাইর(বন্ধ) দেওয়ালের মাঝে? তালা খুলল কিডা,চাবি পাইল কইততুন ? কত প্রশ্ন মনে লয়।জবাব কি আছে ভাইজান।

২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

শাহ আজিজ বলেছেন: সবই হুজুরের দোয়া , বলেন আমিন

৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

মুজিব রহমান বলেছেন: এগুলো আমাদের দেশের সামগ্রিক অবস্থারই চিত্র।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: চিত্রকে এখন চলচ্চিত্র করতে হবে ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


মহিকা কয়েদূিদের শিশুরা হবে, "জাতীর সন্তান"।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: হ,ব্যাপারটা সেইরকম ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা কোন নতুন খবর না।টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৪

শাহ আজিজ বলেছেন: হুম

৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

কবিতা ক্থ্য বলেছেন: মাথায় আউলা ঝাউলা লাগায়া দিলেন বড়ভাই।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

শাহ আজিজ বলেছেন: একটু লাগুক না

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ দেশের জেলখানার ভিতরের অবস্থা ভয়াবহ। একজনের কাছে বাস্তব অভিজ্ঞতার কথা শুনে ছিলাম।

জৈবীক চাহিদার স্বীকার হয় তরুন ও নতুন কয়েদীরা।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

শাহ আজিজ বলেছেন: রাষ্ট্রটাই এরকম ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

কবিতা ক্থ্য বলেছেন: আমার তো এখন জেলখানায় যাইতে মন চাইতাসে মুরুব্বি।
এ কি আগুন ধরায়া দিলেন মনের মধ্যে....

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০

শাহ আজিজ বলেছেন: জেলখানা ভাল জায়গা না ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

কল্পদ্রুম বলেছেন: সময় টিভিতে বর্তমান জেলখানার আধুনিকায়ন নিয়ে একটি সংবাদ করেছিলো। দেখেছেন কি না? সকল সহানুভূতি রেখেই বলছি, ওটা দেখে বেশ মজা পেয়েছিলাম৷বড় বড় অপরাধীরা এমনিতে জেলে যাবেন না। যদি কোন কারণে কিছুদিন থাকতেও হয়, সেখানে আরাম আয়াশের সকল ব্যবস্থাই আছে। হতাশ হওয়ার কিছু নেই।

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

শাহ আজিজ বলেছেন: ইউরোপে ছিচকে চুরি করে জেলে যায় কারন তিনবেলা খাবার পাওয়া যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.