নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভ্যাক্সিন গ্রহীতারা জানবেন -----

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৮:৪২


গতকাল ডিবিসি টি ভি তে অনলাইন আলাপে জানা গেল ভ্যাক্সিন নিয়েছেন এমন একজন বৃদ্ধ মারা গেছেন ভৈরবে । ওখানকার সিভিল সার্জন বেশ কিছু তথ্য দিলেন যা পত্রিকায় আজো ছাপা হয়নি । যে বৃদ্ধ মারা গেছেন তার করোনা ছিল । ভ্যাক্সিন নেবার পাঁচদিন পর তার করোনা পজিটিভ আসে । সিভিল সার্জন বলছেন তিনি আগেই সংক্রমিত ছিলেন যার কোন লক্ষন ছিল না। উপস্থিত কন্যা বলল তার জ্বর আর কাশি ভ্যাক্সিনের পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে তারা আলাদা কোন চিকিৎসা করাননি । যখন জেনেছেন তখন দেরি হয়ে গেছে । সিভিল সার্জন খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিলেন তা হচ্ছে একজন ভ্যাক্সিন গ্রহণকারী ২৪ দিন পর পর্যাপ্ত প্রতিরোধ পেয়ে থাকেন । তার আগে সব ভ্যাক্সিন গ্রহন কারি ঝুকির মধ্যে থাকে । আস্ত্রাজেনেকা সব সাধারন করোনা ভাইরাসকে সামাল দিতে সক্ষম শুধু দক্ষিন আফ্রিকার ভ্যারিয়েনট সামাল দিতে অক্ষম । তাই বলে মাস্ক ছেড়ে দেবেন তা কিন্তু ঠিক নয় । প্রতিরক্ষা বলবৎ রাখতে হবে । যারা গেল ৮ তারিখে ভ্যাক্সিন নিয়েছেন তারা আজ বিপদমুক্ত হলেন । ২৪ দিন পরে শরীরে করোনা সংক্রমণ হলেও মিউটেট করতে পারবে না । সমস্যা হচ্ছে দক্ষিন আফ্রিকার variant. এরজন্য সরকার বিদেশ থেকে আগত যাত্রিদের হোটেলে থাকার সুপারিশ করেছেন ।

ভাল থাকুন ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


জ্বর, কিংবা শরীরে করোনা আছে মনে হলে, টিকা নেয়া ঠিক হবে না, অপেক্ষা করতে হবে।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:১১

শাহ আজিজ বলেছেন: তাৎক্ষনিক টেস্ট করাই উত্তম ।

২| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


নুরু সাহেব কি ভ্যাক্সিন নিয়েছেন, নাকি তাবিজ কিনতেছেন লাইন ধরে।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:১৩

শাহ আজিজ বলেছেন: ওনারে দেখলাম ফুঁ আর পানি পড়ার আশপাশ দিয়া ঘুরাঘুরি করতেছে :-P

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:১৫

জগতারন বলেছেন:
আমি গতকালঃ
ডাল্লাস-এর পার্কল্যান্ড হাসপাতাল, টেক্সাস, ইউ-এস-এ, গিয়ে ফাইজারের প্রথম পর্বের ভ্যাক্সিন নিয়ে এসেছি। পরের পর্বের ভ্যাক্সিন নিতে হবে আবার
তিন সপ্তাহ পরে।
ভালয়ে ভালো এখনও পার্শ কোনও আরম্ভতা দেখছি না।
আশা করছি কোন কিছু হবে না।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:২২

শাহ আজিজ বলেছেন: হ্যা আমারও তেমন কিছু হয়নি । ভাল থাকুন এবং মাস্ক মাস্ট ।

৪| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:১৭

অধীতি বলেছেন: ভ্যাকসিন কি তাহলে ২৪দিন পর পর দিবে?

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: না , ভ্যাক্সিন ২ মাস পরে দেয়া হবে বলে মন্ত্রী জানালেন । প্রথম ২৪ দিন সাবধানে থাকতে হবে।

৫| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:১৮

আগন্তুক৬৯ বলেছেন: শাহ আজিজ ভাই, আপনি কি ভ্যাক্সিন নিয়েছেন। নিয়ে থাকলে কবে নিয়েছেন। কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ছিল কি।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:২৫

শাহ আজিজ বলেছেন: ফেব্রু ৮ তারিখ । একটু জ্বর ভাব , পরদিন গলায় খুস্খুস আর তারপদিন মাথায় অদ্ভুত হাল্কা ব্যাথা , মারাত্মক কিছু না ।

৬| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:২৭

জাহিদ হাসান বলেছেন: ভালো পরামর্শ।

আমি আমার পরীক্ষার ব্যস্ততার মধ্যেও মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করে যাচ্ছি।
আমার আপন চাচা ভ্যাকসিন নিয়েছেন। তাঁর কোন সমস্যা হয়নি।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: সবাইকে নিরাপদ করতে পারলে আমিও নিরাপদ ।

৭| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: শাঁখের করাত দশা!! :(

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: উপায় নেই দিদি :((

৮| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:১২

নজসু বলেছেন:



বৃদ্ধ ছিলেন বলে ভ্যাক্সিন নেয়া ঝুঁকি ছিলো নাকি?

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: না , তা নয় । তিনি ভ্যাক্সিন নেবার আগ মুহূর্তেই সংক্রমিত হয়েছিলেন । বাংলাদেশে কেউ ভ্যাক্সিন নিয়ে অসুস্থ হয়েছে বলে জানা যায়নি ।

৯| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৫৫

নেয়ামুল নাহিদ বলেছেন: প্রয়োজনীয় কথা।

০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: B-)

১০| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোন ভ্যাকসিনই শতভাগ কার্যকরী না।সাবধান থাকতেই হবে।

০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: এজন্যই ডাবল মাস্ক ব্যাবহার করতে বলা হয়েছে । ।

১১| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:০৫

নতুন বলেছেন: আমি ও আমার স্ত্রী সিনোফ্রাম ২ ডোজ সম্পন্ন করেছি। কোন সাইড ইফেক্ট হয় নি।

ভ্যাকসিন নেবার সাথে সাথেই প্রতিরোধ ক্ষমতা তৌরি হবেনা। সময় লাগবে। তাই ১ম ডোজ নেবার ২১ দিন পরে ২য় ডোজ দিয়েছে এবং ২৮ দিন পর থেকে প্রতিরোক্ষা তৌরি হয় বলে বলা হচ্ছে।

তাই ভ্যাকসিন নিলেও ২৮ দিন অবশ্যই সতর্ক অবস্থায় চলাফেরা করতে হবে।

এবং যেহেতু এটা ১০০% কার্যকর না তাই অবশ্যই কিছূ মানুষের টিকা দেবার পরেও তার শরিরে প্রতিরক্ষা তৌরি হবেনা।

তবে সবাইকে ভ্যাকসিন দিলে ভয় কমে যাবে এবং সারা বিশ্বেই এটা সাধারন ফ্লুর মতন সামাল দেবে। এতো প্যানিক তৌরি হবেনা।

০৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:০০

শাহ আজিজ বলেছেন: একারনে ডাবল মাস্কের কথা বলছে ডাক্তাররা । ভ্যাক্সিন নেওয়া কেউ সামান্য সংক্রমনে ভুগ্লেও তীব্র কিছু হবে না । গবেষণা চলছে যাতে অধিকতর কারযকরি ভ্যাক্সিন বের হয়। সবাইকে টিকার আওতায় আনলে এই ভাইরাস মিউটেট করতে না পেরে নিশ্চিনহ হবে । শুভ কামনায় ।

১২| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৩১

নেওয়াজ আলি বলেছেন: রাতে একবার জ্বর এসেছে আর কোনো সমস্যা হয়নি আমার

০৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: যাক জ্বরের উপর দিয়ে গেছে । ডায়রিয়া ধরে নাই ;)

১৩| ০৫ ই মার্চ, ২০২১ ভোর ৬:২৩

কবিতা ক্থ্য বলেছেন: তথ্যপূর্ন পোষ্ট। ২৪ দিনের ব্যাপার টা জানা ছিলো না।
ধন্যবাদ আজীজ ভাই।

০৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৭

শাহ আজিজ বলেছেন: আমিও ভৈরবের সিভিল সার্জনের মুখে শুনলাম ।

১৪| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫১

জুন বলেছেন: দ্বিতীয় ডোজের ম্যাসেজ কি আসবে জানেন কিছু? নাকি নিজেরাই হিসাব করে দুই মাস পর যেতে হবে?

০৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: মেসেজ সম্ভবত দেবে না । নিজেই দুই মাস হিসাব করে যেতে হবে ।

১৫| ০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৭

কলাবাগান১ বলেছেন: আমার তো জ্বর / মাথা ব্যাথা কিছুই হচ্ছে না...ভ্যাকসিন দিল নাকি পানি পুশ করেছে!!!!!!! চিন্তা করছি নিজের ল্যাবেই দেখতে হবে স্পাইক প্রোটিন এর এন্টিবডি তৈরী হয়েছে কিনা

০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৯

শাহ আজিজ বলেছেন: আমারও তীব্র বা উল্লেখযোগ্য কিছু হয়নি । বিশ্বাস এসেছে যে গোমূত্র নয় এ ভিন্ন জিনিষ । ল্যাব টেস্টের পর জানাবেন কি হল ।

১৬| ০৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৭

জুল ভার্ন বলেছেন: ভ্যাক্সিন নিয়েছি। কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি।

০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪১

শাহ আজিজ বলেছেন: গুড জব ডান

১৭| ০৬ ই মার্চ, ২০২১ রাত ১১:১৪

কলাবাগান১ বলেছেন: কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলেও চিন্তার কোন কারন নাই..এটা পড়ে দেখুন
No side effect- no worries

০৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.