নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন---- আহমেদাবাদ- আবু রোড ।। জাতীয় সঙ্গীত ১৯৮২

২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪১

বিকেলে আহমেদাবাদ ছেড়ে আমরা আবু রোডের ট্রেন ধরলাম । সারাদিন প্লাটফর্মে বসে , ঘুমিয়ে খুব ক্লান্ত সবাই । কি উত্তপ্ত দুপুর আহমেদাবাদে । সুরাট পার হতেই এক হিন্দি ভদ্রলোক আমাদের সামনে এসে বলল বাংলাদেশ মে কুচ গড়বড় হুয়া হ্যায় । আমরা বেশ আতঙ্কিত হলাম । আমাদের দশজনের ভিতরে ছড়িয়ে পড়লো এই আতঙ্ক । এবার আমিই লোকটির কাছে গেলাম এবং তাকে শুধোলাম কেয়া শুনা হ্যায় আপনে ? সে বুঝল আমরা টেনশনে পড়েছি । বলল মিলিটারিনে প্রেসিডেন্ট কো হটা কে কুরসি লে লিয়া । আমাদের কেউ একজন পেছন থেকে চেচিয়ে বলল ওনার কাছে কি রেডিও আছে নাকি জিগা । উনি বললেন ম্যায় কোশিশ করতা হু , মিল যায়েঙ্গে শায়েদ । খুব দুশ্চিন্তায় ভারাক্রান্ত আমরা দশজন । ছোট একটি রেডিও ম্যানেজ হল । আমরা অনেকেই জানি পৌনে আটটায় মানে ভারতের সোয়া সাতটায় বিবিসি বাংলা খবর হবে । লোকটি ধরিয়ে দিল বাংলা নিউজ । আমরা মুখ ঘুরিয়ে কান পেতে রেডিওর দিকে । জেনারেল এরশাদ আজকে প্রেসিডেন্ট সাত্তারের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা বুঝে নিয়েছেন -------- দেশে এখন সামরিক আইন জারি করা হল । রেডিও ফেরত গেল বিগ থ্যাংকসএর সাথে । লোকটি অসাধারন মেধাবী । সে বুঝেছে এরা বাঙ্গাল থেকে এসেছে । সম্ভবত সে সুরাটে বসে এই খবর পেয়েছে । আমরা চুপ হয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে । সন্দেহ রয়ে গেল কোন রক্তপাত হয়নিতো ? আমাদের একজন বলে উঠল আয় সবাই জাতীয় সঙ্গীত গাই । দুই তিনজন ধরলাম , বাকিরা মিন মিন থেকে গলা উচু করল । চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে , পুরো বগির মানুষেরা মাথা ঝুকিয়ে অন্ধকারে দেখছে কারা এরা ? বাইরে অদ্ভুত অন্ধকার আর গরম কেটে গিয়ে চমৎকার ঠাণ্ডা বাতাস বইছে । একসময় গান শেষ হল , বগি তবুও নিরব । একটি শিশু পাশের কুপ থেকে বললে উঠল ইন লোগ কেয়া গা রাহি হ্যাঁয় ? ওর মা বলল রাষ্ট্রীয় সঙ্গীত । কিউ ? কাল ইঙ্কো রাষ্ট্রকা জনমদিন হ্যায় ।

রাত ১১ টায় আবু রোড । ৩৯ বছর পেরিয়েছে কিন্তু আবু রোড গামি ট্রেনের জাতীয় সঙ্গীত এখনো উজ্জ্বল আমার মনে , প্রানে ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



সেই এরশাদের দল আজো আছে; সেই জিয়ার দল আজো আছে; দেশে বিপুল পরিমাণ ইডিয়ট আছে!

২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: এরশাদ এমনভাবে ফিক্স কইরা গেছে যে এই এতিমগুলান এতিম হিসাবেই হালুয়া রুটির ভাগ পাইব ।

২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



এরশাদ একজন জেনারেল ছিলো, ছেলেদেরকে ৪০০ কোটী টাকা ক্যাশ দিয়ে গেছে; চোরের বাচ্চা চোর।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: সেই টাকায় মুসা জুতা কেনে ।

৩| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জাতীয় সঙ্গীত ও পতাকার দিকেও হায়ানার দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ কেউ।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:২৪

শাহ আজিজ বলেছেন: সেই খেলা আগেই শুরু হয়েছে এখন কাউনট ডাউন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.