নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

দেশটা মামুনুলের বাপের না ।। ডঃ জাফরুল্লাহ

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৩

দি স্টার

আজ এক সংবাদ সন্মেলনে গর্জে উঠলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী । বললেন মামুনুলরা ব্রাহ্মনবাড়িয়ায় লাশের উপর দিয়ে হেটে যখন আগুন জ্বলছে তখন আনন্দ ভ্রমনে যায় । দেশটা কি মামুনুলের বাপের ? দেশটা আমাদের , এই মুক্তিযোদ্ধাদের । এসব চলতি ঘটনায় নেতিয়ে পড়েছিলাম , আজ অগ্রজ জাফরুল্লাহর বজ্র নিনাদে কি বোর্ডে বসে পড়লাম ।

একজন সক্রিয় ডাক্তার বীর মুক্তিযোদ্ধা আমাদের মত সহযোদ্ধাদের স্মরণ করিয়ে দিলেন দেশটা আমাদের । ধন্যবাদ অগ্রজ । ডি বি সি টেলিভিশন সন্ধ্যার খবর ।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



দেশে উনার একটা বড় ভাগ আছে, এটা সত্যি; নিজের অনেক বড় ভাগটা ঠিক রেখে উনি মুক্তিযোদ্ধা; উনি গ্রামের কৃষযকের ছেলে মুক্তিযোদ্ধাকে সাথেরাখার কথা ভাবেননি; এখন উনাকে হয়তো একা লড়তে হবে।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৯

শাহ আজিজ বলেছেন: এলো লন্ডন থেকে কলকাতা । সেখান থেকে মেলাঘর । গ্রামের ছেলেদের আহবান করার সময় ছিল কি ? গণস্বাস্থ্য নিয়ে তিনি আরেকটি যুদ্ধে আছেন । একাই একশ জাফরুল্লাহ ।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জাফরুল্লাহ সাহেব মাঝে মাঝে ভাল কথা বলেন।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: এইরকম ভাল কথা না বললে জেগে উঠবে না যুবকেরা ।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৯

নতুন বলেছেন: বীর মুক্তি যোদ্ধাদের এমন সুরেই কথা বলা উচিত।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৯

শাহ আজিজ বলেছেন: তারা যুদ্ধ করেছে , বসে বসে তত্ত্ব চটকায়নি । ধন্যবাদ ।

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

রানার ব্লগ বলেছেন: ডাঃ জাফরুল্লাহ মাঝে মাঝে ধুতরা বিজ খেয়ে ফেলেন। বাকি সব ঠিকঠাক।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২১

শাহ আজিজ বলেছেন: ধুতরা খেলে মানুষ মারা যায় ।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩০

নেওয়াজ আলি বলেছেন: কিন্তু এই দেশ উনার লোকদের যোগ্যতার মূল্য দেয়নি

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: অস্ত্র উদ্ধারের নামে যারা এদেশ স্বাধীন করেছিল তাদের অত্যাচার নির্যাতন হত্যার শিকার হতে হয়েছিল । এটাই উত্তম প্রতিদান ।

৬| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " এলো লন্ডন থেকে কলকাতা । সেখান থেকে মেলাঘর । গ্রামের ছেলেদের আহবান করার সময় ছিল কি ? গণস্বাস্থ্য নিয়ে তিনি আরেকটি যুদ্ধে আছেন । একাই একশ জাফরুল্লাহ । "

-যুদ্ধ যাওয়ার জন্য গ্রামের ছেলেদের আহবান করার দরকার পড়েনি, এবং সেটা উনার দায়িত্ব ছিলো না। আমি বলছি, উনি, কাদের সিদ্দিকী, তোফায়েল আহমেদ, শাহজাহান সিরাজ, নুরে আলম সিদ্দিকীরা "বেশী বেশী" নিয়ে নিয়েছেন; অন্য মুক্তিযো্দ্ধারা কিছু পেলেন কিনা সেটার দিকে খেয়াল নেই।

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: এক গণস্বাস্থ্য কেন্দ্র করেই অনেক যুবককে করমসংস্থান করেছেন । কম পয়সায় বেশি সেবা দিচ্ছেন । সেক্ষেত্রে বাকি চারজন শুধুই নিয়েছেন দেননি কিছুই ।

৭| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



দেশটা যেমন মামুনুলের বাপের না ।। তেমনি দেশটা ডঃ জাফরুল্লাহ বা
তার বাপের না !! দেশটা আমাদের সবার, সব বাংলাদেশীদের ।

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: রনাঙ্গনের মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন আপনি !! লোকটি কখনো বলেনি দেশটা আমার বাপের । ব্রাহ্মণবাড়িয়ায় আগুন দেয়নি , রায়ট বাধায়নি , হিন্দুদের ভুমিচ্যুত করেনি । মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান । তাদের সন্মান দিতে শিখুন ।

৮| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:২০

লাতিনো বলেছেন: উনি ভুল বলেছেন। দেশটা মুক্তিযোদ্ধাদেরও নয়। দেশটা আওয়ামী লীগের। তারা জোর দেখিয়ে ক্ষমতায় আসতে পেরেছে, পাকাপোক্ত করতে পেরেছে, তাই তাদের।

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: :-P । এইযাহ ফাস করে দিলেন :P

৯| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: সব মুক্তিযোদ্ধারাই নিজেকে বিকিয়ে দেয়নায়-তার প্রমাণ ড, জাফর উল্ল্যাহ।

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: আমি হাজারো মুক্তিযোদ্ধাকে দেখেছি যাদের জন্য সরকার কিছুই করেনি ।

১০| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমার মনেহয় দেশটা আমাদের সবারই শুধু তাদের নয় যারা দেশটাকে,তার সংবিধানকে আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বীকার করেনা।

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: কারেক্ট ম্যান । কংগ্রাচুলেশন ।

১১| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

স্প্যানকড বলেছেন: দেশটা একটা গোষ্ঠীর ! আমরা সব গোলাম! তাদের দয়ায় টিকে আছি বেঁচে আছি এই আর কি! ভালো থাকবেন।

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

শাহ আজিজ বলেছেন: তাহলে কি বলতে হবে ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ।

১২| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৩

স্প্যানকড বলেছেন: হাতিয়ারে মরিচা পড়ে আছে ! ;) চেষ্টা করে দেখুন। শুভ কামনা রইল।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:০৬

শাহ আজিজ বলেছেন: ঘইসা নিমুনে শিরিষ দিয়া হে হে হে

১৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৫৮

সোহানী বলেছেন: মাঝে মাঝে খুব অবাক হয়ে ভাবি আমাদের শিক্ষিতরা কিভাবে মামুনুলের মতো লোকজনকে সাপোর্ট করে। এ ব্লগেইতো দেখলাম ডজনের উপর সাপোর্টার।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: আমরা ক্রমেই রাজাকার হয়ে যাচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.