নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মুভমেন্ট পাস বিড়ম্বনা

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৩





গতকাল একজন ডাক্তারকে ফাইন করেছে পুলিশ পাস না থাকার কারনে । তিনি ডিউটি থেকে ফিরছিলেন , তার ডাক্তার পরিচয়পত্র কাজে লাগেনি । ৩০০০ টাকা ফাইন করেছে । আরেক ডাক্তার অ্যাম্বুলেন্স করে বাড়ি ফেরার পথে পুলিশ আটকে দিল । ডাক্তারকে গাড়ি থেকে নামিয়ে দিলে বেচারা হেটে ৭ কিলো দূরে বাসায় ফিরেছে পায়ে হেটে । কয়েকজন নার্স সকালে কাজে আসছিলেন , তারাও কট । তারাও পায়ে হেটে হাসপাতালে গেছেন । কোভিড ডেডিকেটেড হাসপাতাল এর যোদ্ধারা এভাবেই নিগৃহীত হয়েছেন অথচ তাদের কাজটি সরবচ্চ নিবেদিত । ডাক্তার বনাম পুলিশ তোলপাড় শুরু হলে পুলিশ প্রতিশ্রুতি দিলেন এরকম আর হবেনা । ডাক্তারের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । মুভমেন্ট পাসের কোন প্রস্তুতি ছাড়াই তা ঘোষণা করে অহেতুক ঝামেলা পাকানো হয়েছে । চলতি পাস আগামি বেশ কিছুকাল চলুক কারন আমরা নিশ্চিত নই করোনার ভয়াবহতা কবে নাগাদ কাটবে । সঙ্গত কারনে ডাক্তার , নার্স , হাসপাতালের নাম দেওয়া হল না।
এইসব সেবাদানকারিদের আরও সঠিক পেশাদারিত্ব জ্ঞান থাকা উচিত ।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৪

অধীতি বলেছেন: সরকারি পেশার লোকজনের থেকে জবাবদিহিতার ভীতি শেষ হয়ে গেছে। এখন কেবলই অনাচার।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৩

শাহ আজিজ বলেছেন: এভাবে অপদস্থ হওয়া ঠিক নয় ।

২| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পেশাগত আইডিন্টিটি কার্ডের যদি কোন ভ্যালু না থাকে
তা হলে পুলিশকেও নিতে হবে মুভমেন্ট পাশ। পুলিশেতো
আইননের উর্ধ্বে নন।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৫

শাহ আজিজ বলেছেন: জলদি পালান , আইতাছে কইলাম

৩| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: জলদি পালান , আইতাছে কইলাম

আজিজ ভাই পালিয়েইতো আছি মাস্কের আড়ালে করোনার
ছোঁবল থেকে বাঁচার জন্য। এর পরেও যদি অন্য উপসর্গের
ভয় দেখান তা হলে যামু কই!!

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৮

শাহ আজিজ বলেছেন: আমিও তাই ভাবতাছি ---------

৪| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৫

চাঁদগাজী বলেছেন:



এসব তুঘলকি কান্ড চলতেই থাকবে; বিন তুঘলকের কবর কি ঢাকায়?

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭

শাহ আজিজ বলেছেন: শিফট করে আঞ্ছে কিনা কে জানে

৫| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৩

মাকার মাহিতা বলেছেন: সে এক তুঘলকি কান্ড!

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৬

শাহ আজিজ বলেছেন: হা হা হা

৬| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৩

শায়মা বলেছেন: এখন আবার এই পাসও যোগাড় করতে হবে?

হঠাৎ কেউ অসুস্থ্য হয়ে গেলে আর এই পাস না থাকলে কি হসপিটালেও যাওয়া যাবে না!!!!!!!

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৮

শাহ আজিজ বলেছেন: কে জবাব দেবে ? আমরা রাত ১২ টায় মুরগি চাই গ্রিল বানাইতে ।

৭| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৫

জুন বলেছেন: প্রথম আলোতেই মনে হয় পড়লাম এক ভদ্রলোক উত্তরা থেকে মালিবাগ বাজার যাইতেছিল শিং মাছ কিনতে। তার নাকি লক ডাউনে ঘরে বসে ভীষণ শিং মাছ খাইতে ইচ্ছে করছিল। কিন্ত বেরসিক পুলিশ তার এই ইচ্ছেকে মর্যাদা দেয়নি বা একটুও জরুরি প্রয়োজন মনে করেনি। তাকে তিন হাজার টাকা জরিমানা করে। শিং মাছ কেনার টাকা জরিমানা বাবদ দিয়ে বাসায় ফিরে।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৬

শাহ আজিজ বলেছেন: শিং মাছ খাওয়ার উত্তম প্রতিদান ।

৮| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১২

শায়মা বলেছেন: খুব ভালো হয়েছে সেই লোকের জুন আপু। তার মাথায় শিং উঠেছিলো আর কি বাইরে বের হবার। :)

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৪

শাহ আজিজ বলেছেন: :((

৯| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩০

জুল ভার্ন বলেছেন: রাস্ট্রীয় অনাচারের আংশিক চিত্র।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০২

শাহ আজিজ বলেছেন: প্রথমবার তো লাঠি দিয়া পিটাইছিল ।

১০| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩১

সাইফুল১৩৪০৫ বলেছেন: শুনলাম ১৬ কোটি মুভমেন্ট পাশ নিয়েছে!

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩

শাহ আজিজ বলেছেন: গতরাতের খবর দুই লাখ পঞ্চাশ হাজার ।

১১| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনভিপ্রেত

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৫

শাহ আজিজ বলেছেন: আরও কত কিছু হচ্ছে , সবই জানা যাবে ।

১২| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৭

নতুন বলেছেন: পুলিশে কাজ করে তাদের মাঝে অল্প কয়েকজনের ঘিলু কাজ করে বাকিরা পুলিশ হয়ে গেছে।

এটা আমাদের সমাজেরই সমস্যা পুলিশকে আমরা মানবিক ভাবে গড়ে তুলিনি।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫২

শাহ আজিজ বলেছেন: কিছু পুলিশ হয়রানির মধ্যে মজা খুজে পায় । আমার মনে হয় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকলে এই দুষ্কর্ম ঘটবে না ।

১৩| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৯

সভ্য বলেছেন: আমাদের সরকার লকডাউনের বিকল্প কিছু ভাবছেন, সে পর্যন্ত না হয় চুপ থাকি।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: ঠিক আছে চুপ থাকলাম । কিন্তু যাদের দুর্ভোগ হচ্ছে বিশেষ করে করোনা রোগীর আত্মীয় তাদের জন্যও তো দুকথা বলতে পারব ।

১৪| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবাই বলাবলি করছিল সরকার কড়াকড়ির করছে না।সামান্য একটু কড়াকড়ি করেছে তাতেই এই অবস্থা।তবে বাড়াবাড়ি করা ঠিক না।পাশ নেয়া কি খুব জটিল বিষয়।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: আপাতত জটিল করে ফেলেছে । যা চলছে তাকে আপনি আপ্প্রেশিয়েট করবেন না নিশ্চয়ই । এয়ারপোর্ট রোডে চার লাইনে মাইলখানেক জ্যাম , হাউ ফানি ।

১৫| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: করোনার লকডাউন মানে পুলিশের কিছু এক্সট্রা আয়ের ব্যবস্থা! সেটার সুযোগ তারা ছাড়বে কেন?


সব পুলিশ সমান না। কিন্তু সব পাব্লিকই তাদের কাছে সমান, তবে রাজনৈতিক নেতাগণ কিন্তু তাদের ভাষায় পাব্লিক না তারা বরং তাদের মতই রাষ্ট্রিয় ভক্ষক। এই যে পাব্লিকদের কথা বলা হচ্ছে এরা কখনো ফেঁসে গিয়ে পুলিশের দারস্থ হওয়া মানে আরো গভীরভাবে ফেঁসে যাওয়া। পুলিশ এইসকল পাব্লিকদের বাস্তবে পেরেশানি মুক্ত করার বিপরীতে পেরেশানীর অথৈ গভীরে ফাঁসিয়ে দেওয়ার মাধ্যমেই জনগণের উপকারের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।


আমাদের পুলিশদের অবস্থা এতোই নরকের কীটের মত হয়ে গেছে যে, তাদেরকে সমাজের চোখে নিরাপত্তা প্রদানকারী বন্ধু হিসেবে প্রকাশ করার জন্য নাটক ও এডের উপর আস্থাশীল হতে হচ্ছে! আপনারা বলবেন, সরকার নিজ দুর্নীতির সহযোগী বন্ধুকে সমাজের চোখে ভালো করার জন্য এসবের আশ্রয় নিচ্ছে। যেন দুর্নীতি করতে সর্বশেষ বাধাটুকুও না আসে।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৭

শাহ আজিজ বলেছেন: আমাদের পুলিশদের অবস্থা এতোই নরকের কীটের মত হয়ে গেছে যে, তাদেরকে সমাজের চোখে নিরাপত্তা প্রদানকারী বন্ধু হিসেবে প্রকাশ করার জন্য নাটক ও এডের উপর আস্থাশীল হতে হচ্ছে! আপনারা বলবেন, সরকার নিজ দুর্নীতির সহযোগী বন্ধুকে সমাজের চোখে ভালো করার জন্য এসবের আশ্রয় নিচ্ছে। যেন দুর্নীতি করতে সর্বশেষ বাধাটুকুও না আসে। সহমত ব্রো ।

১৬| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২১

আমি নই বলেছেন: শুধুমাত্র প্রিন্টেড পাসই নাকি কার্যকরি, পাস না হয় ডাউনলোড করলাম কিন্তু সেটাকে প্রিন্ট করতে দোকানে যাওয়ার পাস পাবো কোথায়!!! টেনশন..

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৫

শাহ আজিজ বলেছেন: B-) B-) এইটাই প্যাচ লাগাইছে । কেন মোবাইল স্ক্রিন দেখাইলে হবে না ??

১৭| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৯

নেওয়াজ আলি বলেছেন: পুলিশ এখন দেশের রাজা

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৬

শাহ আজিজ বলেছেন: হুম , কোন কালে তারা ছিলনা ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.