নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

গল্প হয়ে উঠল তারা

১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬



চট্টগ্রাম লালখান বাজার এলাকায় ভাড়াবাড়িতে থাকত এই পরিবারটি । করোনায় চাকুরি হারিয়ে অসহায় এই পরিবারটিকে বাড়িওয়ালা বের করে দিয়ে তালা মেরে দিল ঘরে। ফেসবুকাররা অনেক উপকার করে থাকেন মাঝে মধ্যেই । তারা এই ছবি আর বর্ণনায় পোস্ট দিল । ভাইরাল হল সেই পোস্ট । গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডের দুবাই কলোনিতে এ ঘটনা ঘটে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ দল পাঠালেন আজ সকালে । গেলরাত তারা রাস্তায় বসে কাটিয়েছেন । পুলিশ বাড়িওয়ালাকে আশ্বাস দিল বাকি ভাড়ার বন্দবস্ত করবে তারা । অতপর পরিবারটি ঘরে ঢুকতে পারল । চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক বলেন, ‘বাড়িভাড়া না দেওয়ার কারণে পরিবারটিকে বের করে দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। আমি ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠাই এবং ওই পরিবারকে তাদের বাড়িতে ঢুকতে সহায়তা করি।’‘আমি বাড়িওয়ালাকে বলেছি যে, তারা বাড়িভাড়া না দিতে পারলে পুলিশ তাদের দায়িত্ব নেবে। মহামারিতে আমাদের অবশ্যই একে অপরের পাশে দাঁড়াতে হবে’, যোগ করেন তিনি।

এলাকার কাউন্সিলর বাড়িওয়ালার কিছু মামলার সন্ধান দিয়েছে কিন্তু তাদের খাবার দেবার জন্য হাত বাড়াননি ।

মুভমেন্ট পাসের মন্দ কাহিনী কিছুটা হলেও কেটে গেল পুলিশের মানবিক আচরনে ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুলিশকে এই মানবিক কাজের জন্য প্রশংসা দিতে হবে। কিন্তু এই বাড়িওয়ালার বিচার হওয়া জরুরি। মানুষ কীভাবে এত নিষ্ঠুর ও অমানবিক হতে পারে?

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: ভাল মন্দ সবখানেই আছে । কাউন্সিলরের উচিত ছিল তাদের খাবার পৌঁছে দেয়া।

২| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মানবতা শব্দটি আজকাল কেউ আর মানতে চায় না।
দানবতা শব্দটি আগামীতে মার্কেট পাবে বলে মনে হয়।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: ইতিমধ্যেই দানবতা স্থান নিয়ে নিয়েছে ।

৩| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


পিএম করোনার যে প্যাকেজ নাকি ম্যাকেজ দিয়েছেন, উহতে থাকার দরকার ছিলো যে, করোনাকালীন সময়ে যাদের চাকুরী গেছে, তাদের পরিবারকে উচ্ছেদ করা যাবে না।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: এরাতো লীগের কেউ না !!!!

৪| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রধানমন্ত্রী লীগের প্রধানমন্ত্রী না,তিনি জাতির প্রধানমন্ত্রী।সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে।প্রধান দায়িত্ব ছিল কমিশনারের,তিনি জনগনের ভোটে নির্বাচিত।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৩

শাহ আজিজ বলেছেন: এটাই বুঝতে চায়না কেউ ।

৫| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫২

নেওয়াজ আলি বলেছেন: কী করা সবাই বিপদে পড়েছে । তবে পুলিশ উপকার করেছে ।

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: হুম , তাই

৬| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৯

লাতিনো বলেছেন: সবাই বাড়িওয়ালার দোষ দেখেন। বাড়িওয়ালা কি ৩ মাসের ভাড়া না পেয়েও থাকতে দেয়নি? আপনি বাড়িওয়ালা হলে কি এত মহত্ব দেখাতেন? নতুন ভাড়াটিয়া যদি পাওয়া যায়, তাহলে বারিওয়ালা শুধু শুধু নিজের ক্ষতি করে মানবতা দেখাতে যাবে কেন?

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৫

শাহ আজিজ বলেছেন: আমার বাড়িতে বড় অঙ্কের টাকা বাকি । চাপ দেইনি । আমি জানি দিয়ে দেবে । কিন্তু সবার ক্ষেত্রে এরকম ঘটে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.