নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

পাপন ক্ষেপেছে ----------------

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৬




অগ্রিম অর্থ পরিশোধের পরে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করার কোনো অধিকার সেরাম ইনস্টিটিউটের নেই , বলছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তারা দেড় কোটি ডোজ ভ্যাকসিনের (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা) জন্য অগ্রিম অর্থ নিয়েছে, তবে এখন পর্যন্ত আমরা ৭০ লাখ ডোজ পেয়েছি। আরও ৮০ লাখ ডোজ সেরাম এখনো আমাদের দেয়নি। পাপন আরও বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে সরকার অগ্রিম অর্থ প্রদানের পরেও সেরাম আমাদের ভ্যাকসিন দেবে না। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম অর্থ যেহেতু নিয়েছে, ভ্যাকসিন দিতে হবে। দেড় কোটি ডোজ ভ্যাকসিনের জন্য টাকা দিয়েছি। এটা বন্ধ রাখার অধিকার সেরামের নেই।’

তিনি বলেন, ভারতের এখন সময় এসেছে বাংলাদেশের বন্ধু হিসেবে প্রমাণ দেওয়ার।

আজ দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের কাছে বক্তব্য দিচ্ছিলেন পাপন ।

ছবি খবর দি স্টার

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

আমি সাজিদ বলেছেন: চুক্তিটি কি ভারত সরকারের সাথে বেক্সিমকোর? নাকি ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের? নাকি বেক্সিমকোর সাথে সেরাম ইন্সটিটিউটের?

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৪

শাহ আজিজ বলেছেন: আমি যতদুর জানি সেরাম- বেক্সিমকো । আরেকটি রাষ্ট্রীয় চুক্তি ভারত - বাংলাদেশ হয়েছে ।

২| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:০১

জগতারন বলেছেন:
লেখক বলেছেন: আমি যতদুর জানি সেরাম- বেক্সিমকো। আরেকটি রাষ্ট্রীয় চুক্তি ভারত - বাংলাদেশ হয়েছে।
লেখকের এই উত্তরটি ও পরিষ্কার না।
এই চুক্তিটী কি ঐ একই চুক্তির সাথে সংশ্লিষ্ট ?
নাকি নতুন আরেকটি টীকা চুক্তি ?
পরিষ্কার করে লিখুন দয়া করে।

২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৫

শাহ আজিজ বলেছেন: ভারত বাংলাদেশ যৌথ সহযোগিতা চুক্তি সাইন হয়েছে । বেক্সি- সেরাম বেচাকেনা চুক্তি । অগ্রিম বেক্সি পে করেছে ।

৩| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৮

সোহানী বলেছেন: এ আর নতুন কি। ভারত এরকম কিছু করবে তা সবারই জানা। কিন্তু জানেনা সামান্য কিছু মানুষ।

২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৫

শাহ আজিজ বলেছেন: আমেরিকা ভারতকে ভ্যাক্সিনের কাচামাল দিচ্ছে না , কাল রাতে ওয়াশিংটন পোস্টে দেখলাম । খেলা চারিদিক দিয়া শুরু হইছে ।

৪| ২৫ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১১

সিগনেচার নসিব বলেছেন: প্রাথমিক দায় অবশ্যই বেক্সিমকোর, যেহেতু তারাই টেন্ডার নিয়েছে। সরকার বেক্সিমকোকে টাকা দিয়েছে, সুতরাং সরকার নিয়ম অনুযায়ী বেক্সিমকোকেই ধরার কথা। এজন্যই হয়তো পাপোন্দা’র এমন হুংকার।

২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৭

শাহ আজিজ বলেছেন: আর একটু অপেক্ষা করি বিড়ালটা আর একটু বের হোক ।

৫| ২৫ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এইসব বলে কি পার পাওয়া যাবে ?এই সব ফালতু প্যাচাল বন্ধ করে পাপনের উচিত ভেক্সিনের বিকল্প উৎস নিয়ে তার দলের সহকর্মীদের সাথে আলোচনা করা।

২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২১

শাহ আজিজ বলেছেন: আমেরিকা ভারতকে ভ্যাক্সিনের কাচামাল দিচ্ছে না , কাল রাতে ওয়াশিংটন পোস্টে দেখলাম । খেলা চারিদিক দিয়া শুরু হইছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.