নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ

২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৬



করোনা ভাইরাসের কারণে আগামীকাল সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে। ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে সরকার।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে। তবে এই সময়ে পণ্যবাহী যানবাহন চলবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আরিফা রহমান রুমা নিজের ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন।ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৪৯ হাজার। একইসময়ে মারা গেছেন দুই হাজার ৭৬৭ জন। গত কয়েকদিন ধরেই ভারতে দৈনিক শনাক্ত ৩ লাখের উপরে থাকছে।
___________________________________________________________________________________

ঢাকার একটি মার্কেটে আজকের দৃশ্য । মনে হয় বাংলাদেশ করোনা নিয়ন্ত্রন করতে পারবে । গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০১ ।



মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময়োপযোগী পদক্ষেপ। সাধুবাদ এবং ধন্যবাদ জানাই।

২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৯

শাহ আজিজ বলেছেন: হুম তাই কিন্তু ঢাকার মার্কেট নিয়ে কি হবে । ছবি দুটো দেখে মনে হয় "মইরা যামু তবু শপিং না কইর‍্যা মরমু না"

২| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরা শপিং জগতের মানুষ। ভিড়ভাট্টা কোনো ব্যাপার হইল? মইরা যামু, তবু শপিং না কইরা মরুম না। মরার আগে যত সাধ আহ্লাদ আছে, পূরণ কইরা মরবো।

২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫০

শাহ আজিজ বলেছেন: :-P :(( :-P :(( :-P :(( :-P :(( :-P :(( :-P :(( :-P :((

৩| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৫

সভ্য বলেছেন: আমাদের সচেতনবোধের কতো অভাব তা ঐ শপিং মলের চিত্রই বলে দেয়, তা ছাড়া এমনিতে ঈদের আগে এটা আরও বাড়বে কনফার্ম, সরকারকে কড়াকড়ি করার অনুরোধ রইলো.আগে তো জীবন তারপর বেচে থাকলে পরের ঈদে না হয় শপিং। এতটুকুই বলবো.সুন্দর পোষ্ট।

২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪০

শাহ আজিজ বলেছেন: মানুষ কেন জানি বুঝতে চাইছে না ।

৪| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গুড জব !
সঠিক সিদ্ধান্ত !
ধন্যবাদ স্বারাষ্ট্র মন্ত্রী

২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪২

শাহ আজিজ বলেছেন: ইন্ডিয়ার চিত্র ভয়াবহ । শ্রীলঙ্কায় একটি নতুন ভ্যারিয়ানট পাওয়া গেছে ।

৫| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী সিপাহী বলেছেন: পণ্য পরিবহন চলবে তাই পণ্য পরিবহনকারীদের চেক করে প্রবেশের ব্যবস্থা করতে পারলে ভাল।
বাংলার তৌহিদী জনতা! এদের বুঝাবে কে?
দোকানদারদের অবস্থা দেয়ালে পিঠ ঠেকে গেছে। কে দেখছে?

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: পন্য পরিবহনকারী একজন ড্রাইভার , একজন হেল্পার , তারা মানুষের ভিড়ে যাবে না , ট্রাকেই ঘুমায় ।

৬| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এটা একটা ভালো সিদ্ধান্ত।
তবে মানুষ কেন যে শপিং এর জন্য পাগল হয়ে গেছে বুঝি না।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: এদের বোঝানো মুশকিল ।

৭| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১০

রানার ব্লগ বলেছেন: স্বরাষ্ট্র মন্তী কে অসংখ্যবার ধন্যবাদ জ্ঞ্যাপন করছি। খালি সীমান্ত নয় নৌ ও উরজাহাজ চলাচলও বন্ধ করার হাতজোড় করে অনুরোধ করছি।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: প্লেন আগেই বন্ধ কিছু সেক্টর ছাড়া ।

৮| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: ভালো সিদ্ধান্ত। কিন্তু প্রয়োজনীয় জিনিস মজুত আছেতো দেশে

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: অক্সিজেন উৎপাদন মেশিন দরকার , বেড , আই সি ইউ।

৯| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৮

মেহেদি_হাসান. বলেছেন: ভালো সিদ্ধান্ত

বাংলাদেশের মানুষের আগে সাদ আহ্লাদ তারপর সচেতনতা।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: আপাতত তাই মনে হচ্ছে ।

১০| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৮

নেয়ামুল নাহিদ বলেছেন: এই একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০০

শাহ আজিজ বলেছেন: বাকি রয়ে গেছে পর্যাপ্ত বেড , অক্সিজেন প্রডিউসিং মেশিন , আই সি ইউ ।

১১| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বেটার লেইট দেন নেভার - সীমান্ত বন্ধ ও বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের প্রচেষ্টার জন্য সরকারকে সাধুবাদ দিতে হবে। এর পাশাপাশি বিকল্প উৎস থেকে অক্সিজেন সংগ্রহের পরিকল্পনা এখনই করতে হবে।

২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২৮

শাহ আজিজ বলেছেন: সিঙ্গাপুরে অর্ডার করলেই দিন কয়েকের মধ্যে কার্গো বিমানে পৌঁছে দেবে । জার্মানি থেকেও পাওয়া যাবে । আমি গেল দুদিন যা দেখছি ভারতীয় মিডিয়ায় । আমাদের উপদ্রুতকালিন সময়ের টিম গড়ার সময় এখনই । যারা ভবিষ্যতে কাজ চালিয়ে নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.