নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শতাব্দীর স্মরণীয় বিচ্ছেদ

০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:৩১



আজ সকালের কপালে চোখ তোলা খবর ছিল মাইক্রোসফট এর ধারক , প্রতিষ্ঠাতা বিল গেটস তার সহধর্মিণীর সাথে সম্পর্কের ছেদ টানতে যাচ্ছেন । তাদের বিয়ের সাতাশ বছর পর এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, "জুটি হিসেবে এগিয়ে যেতে পারি এটা আমরা আর বিশ্বাস করি না।"
আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।

বিল ও মেলিন্ডা গেটস তাদের বিবাহ বিচ্ছেদ সম্পর্কে টুইটারে বিবৃতি দিয়েছেন।

"গত ২৭ বছর ধরে আমরা তিনটি অসাধারণ সন্তানকে বড় করেছি এবং একটি ফাউন্ডেশন তৈরি করেছি যা বিশ্ব জুড়ে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে"। বিবৃতিতে তারা বলেন, "ফাউন্ডেশনে আমরা এক সাথে কাজ করে যাবো। কিন্তু জীবনের পরবর্তী ধাপে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো বলে আমরা আর বিশ্বাস করি না।আমরা একে অন্যের যথেষ্ট যত্ন করেছি এবং সেখানে দুটি সম্ভাবনা ছিলো- হয় বিচ্ছেদ নয়তো বিয়ে।
১৯৯৪ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ২৭ বছর ধরে তারা এক অসাধারন সৃষ্টিতে মগ্ন ছিলেন ।

উভয়ের চেষ্টায় মাইক্রোসফট পৃথিবীর অন্যতম সেরা সফটওয়ার প্রতিষ্ঠান হিসাবে দাড়িয়ে যায় ।

গুড বাই বিল অ্যান্ড মেলিনডা ।।

# বি বি সি



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টিভি স্ক্রলে তাহলে এদের খবর দেখাচ্ছিল? মনোযোগ দিই নাই সেই খবরে।

মাইক্রোসফটের কোনো ক্ষতি হবে না আশা করি। কারণ, তারা একই প্রতিষ্ঠানে থেকেই কাজ চালিয়ে যাবেন। দেখা সাক্ষাৎ হবে, কুশলাদি বিনিময় হবে, শুধু নিজেরা জামাই-বউ পরিচয় দিবে না, এটাই পার্থক্য। তাদের সুখী বিচ্ছেদিত জীবন কামনা করছি।

০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:৩২

শাহ আজিজ বলেছেন: প্রতিষ্ঠিত একটি সংস্থা ইচ্ছা করলেও ভাঙ্গা যাবে না । এর নিয়ামক শক্তি এখন ব্যাবহারকারিরা ।

২| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:১৩

শেহজাদী১৯ বলেছেন: অনেক ভেবেই নিশ্চয় এ সিদ্ধান্ত। কাজেই শুভ হোক।

০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:২৯

শাহ আজিজ বলেছেন: আমি অপেক্ষা করছি নটি নিউজ এর যা আরও কনফারম করবে করোনা ১৯ এ মেলিন্দার হাত আছে ।

৩| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:৪৪

রানার ব্লগ বলেছেন: তাদের কে তাদের মতো করেই থাকতে দিন !!!!

০৪ ঠা মে, ২০২১ দুপুর ১:২৯

শাহ আজিজ বলেছেন: ছোট লোক হলে মার মার কাট কাট করে সম্পত্তির ভাগ হইত ।

৪| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১:০২

ইনদোজ বলেছেন: জেফ বেজোসের পর বিল গেটস। এরপর কে? মুকেশ না মার্ক?

০৪ ঠা মে, ২০২১ দুপুর ১:৩২

শাহ আজিজ বলেছেন: মুকেশ , মার্ক দুটোই ঘরানা পরিবার থেকে আসা । একটা হিন্দু আরেকটা ইহুদি । সাধারনত এদের পারিবারিক বন্ধন দৃঢ় হয়।

৫| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



কোন কারণ?

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩৪

শাহ আজিজ বলেছেন: না স্পেসিফিক কোন কারন নেই । তবে মিডিয়া নিশ্চয়ই অনুসন্ধান শুরু করেছে । আমার মনে হয় ভ্যাক্সিন ইস্যুতে বিল থাকতে চাইছে না । অর আইদার ।

৬| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৫৯

কামাল১৮ বলেছেন: কারন অবশ্যই আছে,হয়তো আমর জানবো না।

০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

শাহ আজিজ বলেছেন: এবং সেই কারন বিব্রতকর হবে , আমার ধারনা। মেয়ের বক্তব্য পড়লাম , সে ভেঙ্গে পড়েছে এই ঘটনায় ।

৭| ০৪ ঠা মে, ২০২১ রাত ৯:৪৩

সোহানী বলেছেন: পশ্চিমার মতো কালচারে একসাথে ২৭ বছর কাটানো বিশাল ব্যাপার। তার উপরে বিলিয়নিয়ার। তবে দু'জনেই অসম্ভব বিনয়ী। যা করেছেন তা মানব কল্যাণে বিশাল কিছু। তবে মজার ব্যাপার দেখছি আমাদের বাংলাদেশীদের ঘুম হারাম হয়েগেছে এতে ...... হাহাহাহা। আম্রিকা কানাডার কিছু ম্যাগাজিন ছাড়া এ নিয়ে কেউই মাথা ঘামায় না ;)

০৪ ঠা মে, ২০২১ রাত ১০:০৯

শাহ আজিজ বলেছেন: হা হা হা আসলেও তাই । বিচ্ছেদ হলেও ট্রাস্টি হিসাবে থাকছে । ওই অফিসে সে বসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.