নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় ভ্যারিয়েন্ট এবং ইদ যাত্রা

০৮ ই মে, ২০২১ বিকাল ৫:৫৬

বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় একটি ধরন পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এটি পেয়েছে। আর এ–সংক্রান্ত তথ্য জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) প্রকাশিত হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) বি.১. ৬১৭.২ পাওয়া গেছে। ইনস্টিটিউট ফর ডেভেলপিং হেলথ সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) এটি সাবমিট করেছে। আর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর নমুণা সংগ্রহকারী প্রতিষ্ঠান। দেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং হয় অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহার নেতৃত্বে। জিএসআইডিরউপাত্ত তুলে ধরে সেঁজুতি সাহা প্রথম আলোকে বলেন, ‘যে ভেরিয়েন্ট (বি.১.৬১৭.২) বাংলাদেশে পাওয়া গেছে, সেখানে ই৪৮৪কিউ মিউটেশনটি নেই। এটা থাকলে খুব ক্ষতিকর হতো। এখানে আমাদের টিকা কাজ করবে বলে মনে হয়।’

সেঁজুতি সাহা আরও বলেন, ‘ভারতে ভ্রমণ করে আসা কারও শরীরে এই ভেরিয়েন্ট পাওয়া গেছে। গতকালই পাবলিক হেলথ ইংল্যান্ড এটিকে ভেরিয়েন্ট অব কনসার্ন হিসেবে ঘোষণা করেছে। তাই ইমিডিয়েটলি এর সঠিক কোয়ারেন্টিন, কন্টাক্ট ট্রেসিং এবং সিকোয়েন্সিং করে আমাদের নজরদারি বাড়াতে হবে। সাবধানে থাকতে হবে।’

নিচে কিছু ছবি দিলাম এই দুঃসময়ে মানুষ পাগল প্রায় ইদে বাড়িতে যাবার জন্য । এদের কখনই ভয় ভীতি ছিল না এবং থাকবেও না । কিভাবে ভাইরাস ছড়ায় তার নমুনা দিলাম । সব ভাইরাস মিউটেশন ছাড়াই আসবে এটা ভাবা ভুল । আমি এক বেদনাবিধুর সময় দেখছি সামনে ।












মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮

কামাল১৮ বলেছেন: কেউ কোন কিছু মানছে না এর পরিনাম ভোগ করতে হলে সেটা হবে দুঃখ জনক,ভারত যেটা করছে।

০৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩২

শাহ আজিজ বলেছেন: এরা বেপরোয়া , দুর্ধর্ষ , মৃত্যুকে করেনা ভয় ।

২| ০৮ ই মে, ২০২১ রাত ৮:১৩

এম এ হানিফ বলেছেন: করোনার হাটবাজার। এরা করোনা বেচতে বেরিয়েছে
!!!





এদের জ্ঞান দাও প্রভু। এদের ক্ষমা কর।

০৯ ই মে, ২০২১ সকাল ১০:১৪

শাহ আজিজ বলেছেন: অবস্থা দেখে প্রভু উধাও ।

৩| ০৮ ই মে, ২০২১ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



মানুষ যার কথা শুনবেন, সেই রকম কোন লোক বাংলাদেশে নেই; কারো উপরে মানুষের আস্হা নেই।

০৮ ই মে, ২০২১ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: হতাশ আমি।

৪| ০৮ ই মে, ২০২১ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকে সন্ধ্যায় টিভিতে দেখলাম।
করোনা আমাদের দেখে লজ্জা এবং ভয় দুটই পায় মনে হয়।

অফটপিক : বাংলা একাডেমির নতুন বানান নিয়মে ইদ লিখলেতো গোরু ও লিখতে হবে!!

০৯ ই মে, ২০২১ সকাল ১০:১৫

শাহ আজিজ বলেছেন: ওই একটা লিখলেই হয় ।

৫| ০৯ ই মে, ২০২১ রাত ১:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাঙালিরা ভারতে কুম্ভ মেলার গাদাগাদি করে স্নানের পরিণতি দেখেছে আর মোদির ব্যর্থতা নিয়ে তিরস্কার করে পরিতৃপ্তির ঢেকুর তুলেছে। এবার নিজ দেশে ঈদের গাদাগাদির পরিণতি যখন সপ্তাহ খানেক পরে অনুধাবন করবে তখন কার ব্যর্থতা নিয়ে মস্করা করবে ?

আপনি বেদনা বিধুর সময় দেখছেন সামনে। আর আমি গোটা জাতির জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখছি অচিরেই |

০৯ ই মে, ২০২১ সকাল ১০:১৭

শাহ আজিজ বলেছেন: --------------- ইদ মুবারক কইব ।

একটু মোলায়েম ভাষায় কইছি বেদনা বিধুর --------------------------

৬| ০৯ ই মে, ২০২১ বিকাল ৪:৪৯

স্থিতধী বলেছেন: আমাদের দেশের এই উৎসব পাগল মানুষগুলো করোনা নিয়ে না প্রস্তুত, না ভীত, না হতাশ।

করোনা নিজেই হয়তো হতাশ!

সামনে সময়টা ভয়ংকর না হবার কোন কারন দেখিনা ...

০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৬

শাহ আজিজ বলেছেন: আমাদের টিকে থাকা মুশকিল হবে । আমাদের এলাকায় কার্ড সিস্টেমে বাড়ি বাড়ি থেকে সন্ধ্যার খাবার দেওয়া হচ্ছে । ছোট খাটো আকারে অজানা মানুষেরা এক বেলা খাবার দিচ্ছেন । মন্ত্রী এম পি দের দেখা নেই এই কর্মকাণ্ডে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.