নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান ভ্যারিয়েনট এ আক্রান্ত সামু

১২ ই মে, ২০২১ রাত ৯:৪৯



১১মে সন্ধ্যায় সামু করোনা আক্রান্ত হয়। করোনার সব উপসর্গ নিয়ে তাকে মুগদায় ভর্তি করা হয় । রেসালট সিকি পজিটিভ । বাকি বার আনার খোজে বাহিনী ট্রেস শুরু করল । কোন ইঞ্জেকশনের সুই চামড়া ভেদ করেনা দেখে হাতির জন্য ব্যাবহৃত সুই দেখিয়া সামু দৌড় শুরু করিল এবং অফিসে আসিয়া নিজেই কানেক্ট হইয়া গেল । ১২ আনার ভাইরাস এখনো ট্রেসিং চলিতেছে । ব্লগার সাবধান । রাতে দরজা ঠক ঠক করিলে খুলিবেন না ।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২১ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: জানালাগুলিও বন্ধ রাখা দরকার বলিয়া মালুম হয়।

১২ ই মে, ২০২১ রাত ১০:১৩

শাহ আজিজ বলেছেন: ভেনটিলেটর ????

২| ১২ ই মে, ২০২১ রাত ১০:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) =p~ =p~

১২ ই মে, ২০২১ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: মু হা হা হা হা :``>>

৩| ১২ ই মে, ২০২১ রাত ১০:৩২

শায়মা বলেছেন: যাক বাবা সামু এখন করোনা মুক্ত!!!!!!!!! আমার ঈদ সংখ্যা পোস্ট রেডি করি তাইলে !!!!!!! :)

১২ ই মে, ২০২১ রাত ১০:৪১

শাহ আজিজ বলেছেন: হ্যা তাড়াতাড়ি কর । থার্ড ওয়েভ অন দা ওয়ে ।

৪| ১২ ই মে, ২০২১ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: হায় হায় আবার থার্ড ওয়েভও!! :(

১২ ই মে, ২০২১ রাত ১০:৫৬

শাহ আজিজ বলেছেন: ২০ - ২১ তারিখ থেকে অবস্থা খারাপ হবে বলে অনুমান করছি । ইদ ফেরত লোকেদের শাস্তি হবে , সেই সাথে শাস্তি নিরীহ মানুষদের ।

৫| ১২ ই মে, ২০২১ রাত ১১:০৭

সোহানী বলেছেন: হাহাহাহা....... সামহোয়ার বিহীন আমাদের সবার জীবন পানসে :P

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৪৯

শাহ আজিজ বলেছেন: এই করোনাকালে খুব বেশি দাগা দিয়ে গেছে ।

৬| ১২ ই মে, ২০২১ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



সামুর অভাব বুঝা যায় সহজেই।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: একটা ছেদ পড়েছে ---------------------------

৭| ১২ ই মে, ২০২১ রাত ১১:৫৭

সভ্য বলেছেন: আমি ভেবেছি আমি ব্যান.বার বার ব্যান হতে হতে এমন হয়েছে ঢুকতে না পারলে মনে হয় হয়েছে আবারও ব্যান খেয়েছি.।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: নাহ এইবার ভ্যান হয়ে যাবেন ।

৮| ১৩ ই মে, ২০২১ রাত ১২:১৫

ডঃ এম এ আলী বলেছেন:
গতকাল সামুর অভাবটি বুঝতে পেরেছে অনেকেই ।
যাহোক ভাগ্য ভাল, সামু ফিরে এসে স্বরূপে ।

শুভেচ্ছা রইল

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৫১

শাহ আজিজ বলেছেন: শুভেচ্ছা আপনাকে , সবাইকে।

৯| ১৩ ই মে, ২০২১ রাত ১২:১৮

শায়মা বলেছেন: আরও কত ওয়েভ আসবে ভাইয়ামনি!! :((

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৪৫

শাহ আজিজ বলেছেন: সাড়ে তিন ওয়েভ

১০| ১৩ ই মে, ২০২১ রাত ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই সামুকে কোন দেশের টিকা দেওয়া হয়েছিলো
চীন না রাশিয়ার !! ভারতের টিকা এত দ্রুত কাজ করার
কথা না ! যা হোক করোনা মুক্ত হবার জন্য সুমুকে শুভেচ্ছা।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: সামুর অ্যান্টিবডি খুব বেশি ।

১১| ১৩ ই মে, ২০২১ রাত ২:৫১

নেওয়াজ আলি বলেছেন: দরজা ঠক ঠক করলে খোলা হবে না :D

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৫৬

শাহ আজিজ বলেছেন: না , খুইলেন , কাজের বুয়াও তো হইতে পারে ।

১২| ১৩ ই মে, ২০২১ রাত ৩:২৬

কামাল১৮ বলেছেন: বন্ধ হবার অনেক গুলো কারন খোজাখুজি করছিলাম,করোনার কথা মনেই আসে নাই।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৫৮

শাহ আজিজ বলেছেন: ভাবলাম প্রশাসন বন্ধ করছে বুঝি ----------------------

১৩| ১৩ ই মে, ২০২১ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,





করোনার দ্বিতীয় ঢেউয়ের টিকা নিয়ে তবে আজ ঢুকলুম।
সাড়ে তিন ওয়েভের ধাক্কা সামলানোর টিকা আসবে তো ? লাইনে খাড়াইলাম :P

১৩ ই মে, ২০২১ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: আরও ১৪ দিন পর সেফ তয় মাস্ক , ঘরে থাকুন চলবে ।


সাড়ে তিন ওয়েভ আইলে কওয়া যাইব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.