নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ব্লাক ফাঙ্গাস

১৩ ই মে, ২০২১ দুপুর ১২:৫৪



ভারতে করোনাভাইরাস থেকে সেরে ওঠা বা সুস্থ হওয়ার পথে থাকা রোগীদের মিউকরমাইকোসিসের সংক্রমণ ঘটছে। আগ্রাসী এই ছত্রাক নাক, চোখ এবং কখনো কখনো মস্তিষ্কেও ছড়িয়ে পড়ে। ছত্রাকটি ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামেও পরিচিত।
সাধারণত ডায়াবেটিস এবং ক্যানসার ও এইডসের মতো রোগে আক্রান্ত রোগীদের মধ্যে যাঁদের করোনাভাইরাস হচ্ছে, তাঁরাই এই ছত্রাক সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকছেন। করোনায় তাঁদের দেহের রোগ প্রতিরোধক্ষমতা আরও দুর্বল হওয়ার ফলে এটা ঘটছে বলে চিকিৎসকদের ধারণা। আক্রান্ত অনেকের জীবন বাঁচাতে অস্ত্রোপচারের মাধ্যমে চোখ ফেলে দিতে হয়েছে। মিউকরমাইকোসিসের চিকিৎসায় অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ‘এম্ফোটেরসিন বি’ ব্যবহার করা হয়। ব্যয়বহুল এই ওষুধটি বেশ কয়েক সপ্তাহ ধরে রোগীকে দিতে হয়। অনেকে এত খরচ দেখে এই রোগের চিকিৎসা করান না।মহারাষ্ট্রে এই রোগীর সংখ্যা বেশি। এই সময় ডায়াবেটিস রোগীদের আরও বেশি করে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ দুপুর ১:৪৯

নির্জন অঙ্কন বলেছেন: দারুণ বলেছেন

১৩ ই মে, ২০২১ বিকাল ৩:২৭

শাহ আজিজ বলেছেন: এখানে দারুন কি পেলেন ?

২| ১৩ ই মে, ২০২১ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



করোনার সাইডএপেক্ট ক্রমেই বেরিয়ে আসবে।

১৩ ই মে, ২০২১ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: ওটাই বিপদ । ভয়াবহ ব্রেন খাটিয়ে এই ভাইরাস তৈরি করা হয়েছে । এক বা একাধিক উন্মাদের সৃষ্টি এটা।

৩| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

নেওয়াজ আলি বলেছেন: গত মার্চ মাস হতে গ্রামে এসে বাড়িতেই আছি কারণ আমারও ডায়াবেটিস । আর কত সাবধানে থাকবো

১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: ওরা বলেনি এর প্রতিকার কি ? পরিস্কার পরিচ্ছন্নতা উত্তম । দিনে একদফা পাতলা করে ( এক লিটারে এক চা চামচ) ব্লিচিং স্প্রে করলে উপকার হবে । গ্রাম নিরাপদ ।

৪| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

কামাল১৮ বলেছেন: মর্মান্তিক।দোষারোপের রাজনীতি বন্ধ করে বিশ্বকে ঐক্যবদ্ধ ভাবে এই সমস্যার সমাধান করা সময়ের দাবি।

১৩ ই মে, ২০২১ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: এখন একটির পর একটি অসুখ এই ভাইরাসের অবদান ।

৫| ১৪ ই মে, ২০২১ রাত ৯:১৬

পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: দাদো, রক্তের সম্পর্কে আবদ্ধ ভ্যারতের সাথে বাংলাদেশে এই ফাঙ্গাস আসলে সেটা প্রতিরধের উপায় বলেন

১৪ ই মে, ২০২১ রাত ১০:১২

শাহ আজিজ বলেছেন: পোস্টের নিচের লাইনগুলো পড়ুন । সম্ভবত আপনি পড়েননি । খুব জ্বালালে ব্লক করে দেব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.