নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর গাইতে হবে না হে শিশু তোমার তরে ভালবাসার সেই গান । তুমি ঘুমিয়ে গেছ মরু প্রান্তে , চাঁদটাও হারিয়ে যাক প্রিয় শিশু আমার । কদিনই বা পেলাম তোমায় বুকের মাঝে , নিষ্ঠুর ঈশ্বর বুকে দয়া নেই তোমার । ছিনিয়ে নিয়ে গেলে এত তাড়াতাড়ি , মায়ের কোলে সন্তানের মরদেহ বড্ড ভারী রে খুব ভারী । রাত গভীরে জাগিয়ে দিও আমায় ক্ষুধা পেলে । মা তোমার অপেক্ষায় ------------------
যাদু শিশু যাদু তুমি পালিয়ে এলে কেমন করে ইজরায়েলের ফাদ থেকে । জানোনি এখনো বাবা মা দিদা ভাইয়া পাড়ি দিয়েছে জীবন মৃত্যুর খেয়া । কাটিয়ে সকল দুর্দশা বেড়ে ওঠো বীর যুবক যুদ্ধে হবে যেতে । কি একা যাদুর শিশু , এইসব অনাত্মীয়জন হবে স্বজন ভাই বোন মা বাবা । টিকে যেও যাদু ধরিত্রীর বিশাল আচলে।
১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
শাহ আজিজ বলেছেন: হারানোর ব্যাথা সেই বোঝে যে হারিয়েছে ।
২| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
গাজাবাসী হামাসকে রকেট বন্ধ করতে বলতে পারবে?
১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
শাহ আজিজ বলেছেন: তা পারবে না । গত দেড় দশকের সব মৃত্যু হামাসের কারনে।
৩| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
মনিরা সুলতানা বলেছেন: কী ভীষণ কষ্টের ছবি।
১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
শাহ আজিজ বলেছেন: কষ্ট এবং কষ্ট
৪| ১৭ ই মে, ২০২১ রাত ৮:০৬
কামাল১৮ বলেছেন: চুড়ান্ত বিশ্লেষনে ধর্মই এর জন্য দায়ি।
১৭ ই মে, ২০২১ রাত ৮:২৮
শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০২১ বিকাল ৫:৫৭
শায়মা বলেছেন: আহারে বাচ্চাটা!
সবাইকে হারিয়েছে।