নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাশরিক প্রান্তে লালিমার ছটা
ছড়ানোর সাথে সাথেই পৃথিবীর
কঠিনতম বিদ্রোহীর পবিত্র রক্তধারা
বয়ে গেল আদিতম সভ্যতার কালচে পথে
লালিমার ছটা মানলো হার এ রঙের কাছে
চাঁদ মুখ লুকাল , মরুপ্রান্তরের সুবহ-সাদিকের
ঠাণ্ডা শীতল হাওয়া থমকে গেল
ক্যাকটাস আর গুল্মলতার উপর পড়ে থাকা
শিশিরবিন্দু কান্না হয়ে ঝরে পড়ল ।
তার অপরাধ – তিনি পরভুম
করেছিলেন অস্বীকার
তার অপরাধ- তিনি আপনভুম
গড়ার করেছিলেন অঙ্গীকার
তার অপরাধ- হাজারো যুবা
কপালে কালেমা বেধে তার হাত ছুয়ে
করেছিলো লাভ আত্মাহুতির অধিকার
নন তিনি অস্ত্রধারী যোদ্ধা
ছিলেন পারমানবিক শক্তিসম্পন্ন
ঐশ্বরিক মনের বলীয়ান ওয়ালিদ ।
হৃতভুমে বসে আপন পরিচয় প্রতিষ্ঠার
এক দীর্ঘ সংগ্রামে কঠিন যোদ্ধাদের
আধ্যাত্মিক পিতা তিনি।
নপুংসক , জারজ ঘাতকেরা হেনেছে আঘাত
নির্জীব প্রায় অচল , পঙ্গু একজন মানুষকে ।
সারমেয়রা জানেনা শরীর আর জীবনকে
স্তব্দ করা যায়, যায়না বিচ্ছুরিত জ্ঞ্যানালোককে
সময় এসেছে বদলা নেবার, সময় হয়েছে হোলি খেলার
উন্মাদ সারমেয়দের বলি দেবার ।।
২০০৪ এ লিখিত । © শাহ আজিজ
২০ শে মে, ২০২১ সকাল ১০:৫২
শাহ আজিজ বলেছেন: হামাস প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিন । ২০০৪ সালে ভোরে ফজর শেষ করে গাড়িতে ওঠা মাত্র ইজরায়েলের রকেট এসে ধ্বংস করে তার গাড়ি । তিনি জন্মসুত্রে পঙ্গু এবং হুইল চেয়ারে চলাফেরা করতেন । ওইদিনে আবেগের বশবর্তী হয়ে লিখে ফেলি এই কবিতা।
২| ২০ শে মে, ২০২১ দুপুর ১২:৫১
রক্ত দান বলেছেন: সহমত
২০ শে মে, ২০২১ দুপুর ১:৩০
শাহ আজিজ বলেছেন: কিসে সহমত প্রকাশ করলেন । মুল বিষয়ে না মন্তব্যে ?
৩| ২০ শে মে, ২০২১ বিকাল ৩:৪৪
চাঁদগাজী বলেছেন:
হামাস ফিলিস্তিনীদের খাঁচার ভেতরে রাখতে ইসরায়েলীদের সাহায্য করছে, নিজেরা ইরান ও কাতারের ডলারে ধনী জীবন যাপন করছে, একটাসহ দুষ্ট আরব, জংগী।
২০ শে মে, ২০২১ বিকাল ৪:১৫
শাহ আজিজ বলেছেন: আমি এও জানি কখনই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ।স্বাধীন হলে তিন গ্রুপ মিলে আবারো হাউকাউ করবে শতাব্দী ব্যাপি । আমি ফিলিস্তিন ছাত্র দেড় সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম যাদের কেউ কেউ ফাইটার ছিল । হামাসের প্রধান ও তার ছেলে এখন জেদ্দায় জেল খাটছে অজানা কারনে ।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০২১ সকাল ১০:৩৭
অধীতি বলেছেন: উনি কে?
কবিতা অমায়িক শব্দের সাথে বিদ্রোহের বুনন।