নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের ইচ্ছা -------------------

২৩ শে মে, ২০২১ রাত ১০:৩৯


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো "এই পাসপোর্টটি ইসরায়েল ছাড়া পৃথিবীর সব দেশের জন্য বৈধ”। তবে নতুন পাসপোর্টে “ইসরায়েল ছাড়া” শব্দ দু’টি বাদ দেওয়া হয়েছে। এর স্থলে লেখা হয়েছে, “এই পাসপোর্টটি পৃথিবীর সব দেশের জন্য বৈধ।” এটাকেই ইঙ্গিত পূর্ণ ভেবে নিয়ে বিষয়টি সামনে এনেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর জেনারেল গিলাড কোহেন । তিনি টুইট করলেন দুই দেশের মানুষের “উন্নতি ও সমৃদ্ধির” জন্য এ সম্পর্ক প্রয়োজন।তিনি বলেন, “বড় খবর! বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি স্বাগত জানানোর মতো পদক্ষেপ এবং আমাদের দু'দেশের মানুষের উন্নতি ও সমৃদ্ধির জন্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে বলবো।” ইসরায়েলকে নিয়ে বাংলাদেশের যে বিদেশ নীতি তা পাসপোর্টে পরিবর্তনের কারণে বদলাবে না বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তারপরেও ব্যাবসায়িক সম্পর্ক আছে এবং থাকবে । ৯১ সালের দিকে একজন বাংলাদেশী ব্যাবসায়ি পিকিঙ্গে আমায় অবাক করে দিয়ে বললেন আমি গেছি তো ! ব্রিটেনে পাসপোর্ট দিলাম ওদের কনসাল সেকশন । তারা আমায় ডেট দিল । কোন জিজ্ঞাসাবাদ ছাড়াই আলাদা সাদা কাগজে ভিসা লাগানো যা দেখিয়ে তেল আবিব ঢুকলাম । আমার ব্যাবসার ইসরায়েলি পার্টকে পেয়ে নতুন বিষয় আলাপ আলোচনা করলাম । তিনি বললেন মসজিদুল আকসাতে নামাজ পড়তেই গিয়েছিলাম । গাজা রইলাম দুচারদিন । সব সেরে কায়রো চলে এলাম । আমি হা করে শুনছিলাম তার কাহিনী। তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক করা যাবেনা এমন মুচলেকা চীনকে দিয়ে আমাদের ব্যাবসায়িরা তাইওয়ান যান মালামাল কেনা বেচা করতে । আসল ব্যাপার আপনার ইচ্ছা । আপনি ইচ্ছা করলে গাজা , পশ্চিম তীর এবং ইসরায়েলের সাথে ব্যবসা করতে পারেন , তা মোটেও অবৈধ কিছু হবে না ।

পাঠক ব্লগার গালাগাল ছাড়া আলাপ শুরু করতে পারেন , আলাপ পজিটিভ হতে হবে যদিও তা না হয় ।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২১ রাত ১২:২৭

কামাল১৮ বলেছেন: সরকার একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।এটা সবার জন্যই মঙ্গল।এখন বিছিন্ন থাকার সময় না,ঐক্যবদ্ধ থাকার সময়।

২৪ শে মে, ২০২১ রাত ১২:৩৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ কামাল । আমি জানি অনেকেই বিব্রত বোধ করছেন । পাকাপোক্ত সম্পর্ক ছাড়াই ব্যাবসায়িক সম্পর্ক হতে পারে । আমরা তাদের হাই টেকের সুবিধা নিতে পারি । আগ্রহটা তাদের পক্ষ থেকেই এসেছে , এটা পজিটিভ ।

২| ২৪ শে মে, ২০২১ রাত ১:০০

মা.হাসান বলেছেন: মন্ত্রীর কথার সাথে আমলার কথা মেলে না।

পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সংবিধানে আছে—কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। এটাই আমাদের ফরেন পলিসির মূল নীতি।’

তিনি বলেন, ‘পৃথিবীতে ১৮০টির মতো দেশ, এর মধ্যে একটি দেশের নাম লিখে বৈষম্য সৃষ্টি করা, এটা কি ঠিক? এটা লিখে হোস্টাইল (বিরোধ বা শত্রুতা) করার দরকার নেই তো। আমাদের কূটনৈতিক সম্পর্কের তো কোনো পরিবর্তন নেই। কেন আমি অযথা একটা কথা লিখে রাখতে যাব।

অর্থাৎ এতদিন যা লেখা হতো তা অযথা লেখা হতো। এতদিন যা করেছি বৈষম্য করেছি, খারাপ করেছি।
সোর্স: https://www.ittefaq.com.bd/national/245969/পাসপোর্টে-পরিবর্তন-আসলেও-ভ্রমণ-নিষেধাজ্ঞায়-থাকছে-ইসরায়েলে

ফ্যাসিস্ট দের সাথে ফ্যাসিস্টদের সম্পর্ক হতেই পারে। তবে এটা পজিটিভ ভাবে দেখি না।

২৪ শে মে, ২০২১ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ মা হাসান ।

কূটনৈতিক সম্পর্ক ছাড়াই উভয় দেশের জনগন ব্যাবসা বানিজ্য বা অনুমোদিত কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে ।

৩| ২৪ শে মে, ২০২১ রাত ১:২৫

জিকোব্লগ বলেছেন:



স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ইসরায়েল
বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল যেহেতু বাংলাদেশকে
স্বীকৃতি দিয়েছে সেহেতু বাংলাদেশিরা ইসরায়েলের ভিসা পাবে।
এইজন্যেই আপনার পোষ্টে উল্লেখিত ব্যাবসায়ী ভিসা পেয়েছিলেন।
এখনো যেকোনো বাংলাদেশী ইসরায়েলের ভিসা পাবে।

"বাংলাদেশ সরকারের দেওয়া সব পাসপোর্টে এতদিন লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। কিন্তু নতুন ইস্যু করা ই পাসপোর্টে এখন লেখা থাকছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। অর্থাৎ, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।"

এটা ইসরায়েল কে অফিসিয়াল স্বীকৃতি দেওয়ার আগে একটা
ছোট পরীক্ষা। দেশের মানুষ মেনে নিলে ভবিষ্যতে ইসরায়েল
কে বাংলাদেশ স্বীকৃতি দিতে পারে। বাংলাদেশ যদি হারামি
পাকিস্তানকে স্বীকৃতি দিতে পারে, ইসরায়েল কে দিলে কী
বা সমস্যা ! আরব বিশ্বের কাছে বাংলাদেশ মাথা নিচু আরো
কতদিন করবে !

যদি লেখতেই হয় লেখো:
'দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড
এক্সসেপ্ট ইসরায়েল এন্ড পাকিস্তান'

অথবা নতুন ইস্যু করা ই পাসপোর্টে লেখা ‘দিস পাসপোর্ট ইজ
ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’ -ই রাখো।

২৪ শে মে, ২০২১ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ যদি হারামি
পাকিস্তানকে স্বীকৃতি দিতে পারে, ইসরায়েল কে দিলে কী
বা সমস্যা !
।। অসাধারন উক্তি , আমি আশ্চর্য হচ্ছি কেন এই লাইনটি আমার মনে আসেনি ।

৪| ২৪ শে মে, ২০২১ রাত ১:৩৯

জগতারন বলেছেন:
আমি বাংলাদেশের সরকারের এই নিতী ইতিবাচকভাবে নিতে পারিলাম না।
তার বহুবিধ কারন এখানে লিখিয়া আর সময় নষ্ট করিতে চাই না।
অভিশপ্ত ও জন্মগত বক্র স্বভাবের ইহূদীরা জাহান্নামে গিয়া বিলীন হোক।

২৪ শে মে, ২০২১ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জগতারন , আপনি খুব সোজাসুজি মতামত দিয়েছেন ।

এখানে বাংলাদেশ চাইছে না চাইছে ইজরায়েল ।

৫| ২৪ শে মে, ২০২১ রাত ১:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশ 'এই পাসপোর্ট ভাসুরের দেশ ছাড়া আর সব দেশের জন্য বৈধ' এই কথাটি ব্যবহার করে ? তথ্যটি জানা থাকলে দয়া করে শেয়ার করবেন।

আরেকটি প্রশ্ন মাথায় আসছে - প্রতিবেশী তথাকথিত বিচ্ছিন্ন দেশ মিয়ানমার লক্ষ লক্ষ রোহিঙ্গাকে নিষ্ঠুরভাবে দেশছাড়া করার পর কোনো দেশ কি তার পাসপোর্টে 'এই পাসপোর্ট মিয়ানমার ছাড়া অন্য সব দেশের জন্য বৈধ' এই কথাটি ব্যবহার করার সম্ভাবনা আছে বলে মনে করেন ?

২৪ শে মে, ২০২১ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: চমৎকার বলেছেন । আমি পৃথিবীর অনেক রাষ্ট্রের পাসপোর্ট দেখেছি , পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া কেউই এই বিদ্বেষপূর্ণ ভাষা ব্যাবহার করেনি ।

৬| ২৪ শে মে, ২০২১ রাত ৩:১৭

ডাব্বা বলেছেন: বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইজরেইল যাওয়া যায়, ওরা পাসপোর্ট দেখে কিন্তু সিল দেয় না। আপনি নিজেও অনুরোধ করতে পারেন না দেয়ার জন্য। তবে বাংলাদেশ সরকারের এই স্টান্টটা আমার পছন্দ হলো না।

২৪ শে মে, ২০২১ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: নিয়ম নেই কূটনৈতিক সম্পর্ক ছাড়া সিল দেওয়া তাই সাদা কাগজে সিল দেয় ।

আমারও ভাল লাগেনি ।

৭| ২৪ শে মে, ২০২১ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



মুসলমানদের নিকটতম ধর্ম হলো জুডাইজম, যা থেকে ইসলাম এসেছে।

২৪ শে মে, ২০২১ সকাল ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: নবী মুহাম্মদ তার ৪০ বছর ইহুদি গোত্রে ছিলেন তবে জেনেছি তিনি ১৫ বছর বয়স থেকে পৌত্তলিকতা বিরোধী একটা প্লাটফর্ম গড়ে তোলেন যেখানে আলী ও তার বন্ধুরা সহায়ক শক্তি ছিলেন । ইসলাম শব্দটি আত্মসমর্পণ বা অনুগত এবং এতে সেমেটিক চারি ধর্মই পড়ে শুধু মুসলিম নয় । আমরা আল্লাহর কাছে সমর্পিত এবং তার আনুগত্য স্বীকার করি ।

৮| ২৪ শে মে, ২০২১ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



ইসারায়েলের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হলে, বাংলাদেশে উপকৃত হবে; ইসরায়েলের ব্যবসায়ীরা সঠিক ব্যবসায়ী।

২৪ শে মে, ২০২১ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: অবশ্যই হবে এবং ট্রেড সংগঠন গুলো এগিয়ে আসতে পারে উভয়ের স্বার্থে ।

৯| ২৪ শে মে, ২০২১ সকাল ৭:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এটা মালয়েশিয়ার পাসপোর্ট। বাংলাদেশের নতুন পাসপোর্ট এর সাথে একটা তফাৎ আছে।

১০| ২৪ শে মে, ২০২১ সকাল ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এটা মালয়েশিয়ার পাসপোর্ট। বাংলাদেশের নতুন পাসপোর্ট এর সাথে একটা তফাৎ আছে।


বাংলাদেশের পাসপোর্টে এক সময় লেখা থাকতোঃ

This passport is valid for all the countries of the word except Israel, South Africa and Taiwan.

সরকারের নতুন সিদ্ধান্ত খুবই আশাব্যাঞ্জক।

২৪ শে মে, ২০২১ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি সরকারি এই সিদ্ধান্তকে বাহবা দিচ্ছি ।

১১| ২৪ শে মে, ২০২১ সকাল ১১:৩৪

হেলাল নোাখালী বলেছেন: কূটনৈতিক সম্পর্ক ভিন্ন বিষয়, সেটা রাষ্ট্রের হিসাব নিকাশ।

২৪ শে মে, ২০২১ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: হ্যা তাই । রাষ্ট্রীয় আচারে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে । আমরা আম জনতা খুজব পন্য লেনাদেনার রাস্তা ।

১২| ২৪ শে মে, ২০২১ দুপুর ১২:০৫

পদ্মপুকুর বলেছেন: টাইমিংটা জটিল হইছে...

২৪ শে মে, ২০২১ দুপুর ১২:১৫

শাহ আজিজ বলেছেন: তাই না ? ইজরায়েলের এখন বন্ধু দরকার , পার্টনার দরকার ।

১৩| ২৪ শে মে, ২০২১ দুপুর ১২:৫৯

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন: চমৎকার বলেছেন । আমি পৃথিবীর অনেক রাষ্ট্রের পাসপোর্ট দেখেছি ,
পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া কেউই এই বিদ্বেষপূর্ণ ভাষা ব্যাবহার করেনি ।


বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও ইরান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
পাসপোর্টে লেখা দেখেছিলাম ।


- ইরানের পাসপোর্টে লেখা : "The holder of this passport is not
entitled to travel to occupied Palestine", referring to Israel
.
- মালয়েশিয়ার পাসপোর্টে লেখা "This passport is valid for all
countries except Israel"

- ইন্দোনেশিয়ায়র ব্লু পাসপোর্টে লেখা "This passport is valid for
all parts of the world except Israel & Taiwan"


এর বাহিরে দুই একটা দেশের পাসপোর্টে লেখা থাকলেও থাকতে পারে।

প্রকৃতপক্ষে, বাংলাদেশ, মালয়েশিয়া ও পাকিস্তানের পাসপোর্টে এই
ভাবে all countries except Israel লেখে অসাবধানতাবশত
ইসরায়েল কে কান্ট্রি /দেশ হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে।

২৪ শে মে, ২০২১ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: ইনফোর জন্য ধন্যবাদ ।

১৪| ২৪ শে মে, ২০২১ দুপুর ১:০৬

অপু তানভীর বলেছেন: একটা দেশ ভ্রমনের ক্ষেত্রে আমার মনে হয় না কোন বাঁধা নিষেধ থাকা উচিৎ । রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কী সম্পর্ক হবে সেটা অন্য বিষয়, কিন্তু এক দেশের মানুষ এক দেশে যাবে, সেখানে ঘুরবে, ব্যবসা করবে এটা আরেকটা বিষয় । যেমন আমার যদি পর্যাপ্ত পরিমান টাকা হয় আমি পৃথিবীর প্রতিটা বিখ্যাত স্থান ঘুরে দেখতে চাই, প্রতিটা বিখ্যাত প্রাসাদ, বিখ্যাত গুহা, বিখ্যাত মসজিদ দেখতে চাই এবং যেখানেই হোক না কেন কোন সমস্যা নেই ।
এই পৃথিবীর সব স্থানে ঘুরে দেখার, সব স্থানে যাওয়ার অধিকার সব দেশের মানুষের আছে । মানুষই সেই অধিকার গুলো বন্ধ করে অন্যায় করছে।

২৪ শে মে, ২০২১ দুপুর ১:২৬

শাহ আজিজ বলেছেন: আমিও জেরুজালেম যেতে চাই ।

১৫| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:০৬

রানার ব্লগ বলেছেন: এর ফলে সামরিক ও বেসামরিক অনেক প্রযুক্তি আমাদের হাতে আসতে পারে বা ভালো বানিজ্যিক চুক্তিও হতে পারে যা আমাদের জন্য উপকারী।

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:২৩

শাহ আজিজ বলেছেন: হ্যা একটা উন্নত্ মানের ইজরায়েলী টেলিকপিং মেশিন হাঙ্গেরি থেকে এসেছে তেমনি আরও অনেক কিছু আসতে পারে । সবচে বড় টেকনোলজি ট্রান্সফার ।

১৬| ২৪ শে মে, ২০২১ বিকাল ৫:৪৬

রিফাত হোসেন বলেছেন: কয়েক বছর আগে একজন সামু ব্লগার ইসরাইল ভ্রমণ করেছিল। তিনি বিষয়ে পোস্ট করলে জানতে পেরেছিলাম। ভদ্রলোক ভিসাটা কাগজে মুদ্রিত পেয়েছে, আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনই। তবে তিনি বাহিরে পড়াশুনা করেন তাই সহজেই আবেদন করে পেয়েছেন, যেহেতু বাংলাদেশে ইসরাইলের দূতাবাসা নেই।
মজার ব্যাপার হল সেখানের মসজিদের আশে পাশের টহলরত ইসরাইলী সৈন্যদের থেকে জানতে পারল তারা(সৈন্য)মুসলিম! ব্যাপারটা অদ্ভুত ঠেকল। আপনি চাইলে খুজেঁ পড়ে নিতে পারেন। ভ্রমণ পোস্ট ভালই লাগে।

একমত যে, বাংলাদেশের উচিত পররাষ্ট্রনীতি শক্তিশালী করা। এটা দিয়ে অনেক ছোট দেশ সম্ভাব্য সমস্যা সমাধান করে এগিয়ে যাচ্ছে।

২৪ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪

শাহ আজিজ বলেছেন: যেসব সাধারন ফিলিস্তিনি জনগন তাদের কাজ কাম নেই । নেতারা বলে জিহাদ কর । পেটে ভাত না থাকলে জিহাদ আসে না । প্রচুর ফিলিস্তিনি মুসলিম গাজা থেকে ইজরায়েলে ঢোকে চাকুরি করতে , পুলিশ এবং মিলিটারি সার্ভিস সহ।

১৭| ২৪ শে মে, ২০২১ রাত ১০:০৮

তথ্যের ভান্ডর বলেছেন: কবে থেকে ইজরায়েল প্রেমিক হলেন ?
‘আমাদের সংবিধানে আছে—কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। এটাই আমাদের ফরেন পলিসির মূল নীতি।’ পররাষ্ট্রমন্ত্রী কি মুসলমান ?
যদি তাই হয় তবে গোড়া থেকেই বঙ্গবন্ধু পরিবর্তন করলেননা কেন ? ধামাচাপা নয় প্রশ্নের সঠিক উত্তর দিবেন ।

২৪ শে মে, ২০২১ রাত ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: ইজরায়েল প্রেমিক ??

যা ঘটছে তাই বয়ান করা হল ।

পররাষ্ট্রমন্ত্রী মুসলমান কিনা জিজ্ঞাসা করে দেখুন ।

বঙ্গবন্ধু কেন করেননি তা আমায় নয় লীগের শীর্ষ নেতাদের জিজ্ঞাসা করুন ।

১৮| ২৪ শে মে, ২০২১ রাত ১০:২৩

তথ্যের ভান্ডর বলেছেন: প্রকৃতপক্ষে, বাংলাদেশ, মালয়েশিয়া ও পাকিস্তানের পাসপোর্টে এই
ভাবে all countries except Israel লেখে অসাবধানতাবশত
ইসরায়েল কে কান্ট্রি /দেশ হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে
সহমত তবে এই "লেখক" নিজের সম্পর্কে কতটা জানেন । আপনার প্রতেকটি মন্তব্য, উত্তরের উত্তর আমার জানা আছে ।

২৪ শে মে, ২০২১ রাত ১০:৫৬

শাহ আজিজ বলেছেন: আপনার প্রতেকটি মন্তব্য, উত্তরের উত্তর আমার জানা আছে ।

তাহলে কষ্ট করে ব্লগে কেন ওয়াজ শুরু করুন মানে আলাদা পোস্ট দিন ।

২৪ শে মে, ২০২১ রাত ১১:০০

শাহ আজিজ বলেছেন: এইমাত্র আই ডি খুলেই প্রথম ঝাপ আমার উপর দিলেন । খোজ নিচ্ছি কার ফেক আই ডি এ এ মা র না?

১৯| ২৫ শে মে, ২০২১ ভোর ৬:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অভিনন্দন শাহ আজিজ ভাই, আপনিও এখন সুপার সেলেব্রিটির খাতায় নাম লেখালেন ! আপনাকেও সাইজ করার জন্য একটি নতুন ডেডিকেটেড নিকের জন্ম হয়েছে বলে মনে হচ্ছে। :P

২৫ শে মে, ২০২১ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: যাদের নিজস্ব নির্মাণবোধ নেই তারা অবিরত নিজেরাই সাইজ হতে হতে বিলীন হয় । এ নিয়ে কোন চিন্তা নেই । বরং এগুলোই আমার কুৎসিত অলংকরন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.