নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ তালা ভবনে মুলত কিছু দাহ্য বস্তু মজুদ ছিল বলে ধারনা ফায়ার সার্ভিসের । প্রচুর প্লাস্টিক থাকাতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের । ২৪ ঘণ্টায় আগুন নেভানো গেছে । তদন্তে আরও কিছু বেরিয়ে আসবে ।
রেহমান সোবহান ১৯৭৩ সালে একটা কথা বলেছিলেন যা আমার পছন্দ হয়নি । তিনি বলেছিলেন পান বিড়ি ওয়ালারা হবে ইন্ডাস্ট্রিয়ালিসট !!! কিন্তু তিনি এই দেশের মানুষকে অনেকদিন ধরে দেখছেন আর তাই তিনি তা বলতেই পারেন ।
প্রতিটি অগ্নিকাণ্ডের পর কিছু হইচই হয় তারপর আবার যা তাই । পুরাতন ঢাকায় আগুন লাগা সেই জায়গায় আবারো কেমিক্যাল ব্যাবসা চালু হয়েছে । ভুলতার আগুনে পোড়া ৫২ টি শরীর কয়লা হয়ে গেছে । ডি এন এ টেস্ট করে পরিচয় নিশ্চিত হবে । শ্রমিকদের অধিকাংশ শিশু কিশোর ছিল , বয়স কিন্তু ১৮ই দেখানো আছে । সিঁড়ি আছে , তালা বন্ধ । পুড়ে মরো হে নরপশুর দল । যে কজন দড়ি বেয়ে নামতে পেরেছে তারা বেচে গেছে । তারা সুস্থ হয়ে আবারো সেই মৃত্যুকুপে কাজ নেবে এবং আবারো আগুনে পুড়বে । মালিকরা বরাবর বেচে যায় একটা অদ্ভুত কৌশলে । এলাকার সুধিজন দিয়ে ইস্নপেকশন কমিটি করলে তারা গোটা বাংলাদেশে কারখানা ম্যানেজমেন্টের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি নজরদারি করতে পারত । সরকারের শ্রবনশক্তি , দর্শন শক্তি পুরোপুরিই গেছে । আমি ভুলতা সহ বহু কারখানায় কাজ করেছি চীনাদের দোভাষ হিসাবে । পরীক্ষকরা এসেছে , অগ্নিনির্বাপক পাউডার মেয়াদউত্তীর্ণ , কিছু টাকার লেনদেন হল ব্যাস তারা চলে গেল । মালিক ২০হাজার বাচালেন কিন্তু কোটি টাকার সম্পদ আর জীবন বিপদের মুখে ঠেলে দিলেন । কোরবানি ইদের আগে এটি বোনাস বেতন বাঁচানোর ফন্দি নয়ত ? নয়ত আবর্জনার ইন্সুরেন্স করা আছে ।
পোড়া মৃতদেহ দেখে আমি অসুস্থ ।
ধন্যবাদ আমি সাজিদকে ।
ছবিঃতানভির আহমেদ । গেটি ইমেজ
০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৮
শাহ আজিজ বলেছেন: রাজনিতিক দলগুলো , আমলা আর দেশ পরিচালনায় সক্ষম নয় । ভাই ক্ষ্যামা দিয়ে দেন । জাতীয় সরকার গঠন করুন ।
২| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: হঠাৎ চারিদিকে এত আগুনের খবর কেনো?
কি যে শুরু হলো। এমনিতেই করোনায় জীবন যায় এর মাঝে আবার একের পর এক এই অগ্নিকান্ড!
০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: বীমার টাকা তুলতে মনে হয় ।
৩| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:৫১
অনেক কথা বলতে চাই বলেছেন: কয়েক জায়গায় ঘটলো। আমার কাছে মনে হয় না এগুলো accident।
০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: আপনি সঠিক ধরেছেন ।
৪| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:৫২
রানার ব্লগ বলেছেন: আবার কোথায় আগুন লাগলো। কি হচ্ছে দেশে??!!
০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:০১
শাহ আজিজ বলেছেন: রুপগঞ্জের ভুলতায় হাসেম ফুড , সেজান জুস বানায় ।
৫| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৪
আমি সাজিদ বলেছেন: হয়তোবা এদের মধ্যে অনেক কিশোর বাবা মা ভাই বোনের পাশে দাঁড়াবে বলে, সংসারের হাল ধরবে বলে, গ্রাম থেকে কারখানায় এসেছিল। অনেকের স্বপ্ন ছিল হয়তোবা একটু সচ্ছল হয়ে পড়াশুনাটা শুরু করবে। কতোজনের ঘরের দুয়ারে বসে বাবা মা যে কাঁদছে, আমি ভেবে ভেবে হয়বান হয়ে যাই।
০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৩
শাহ আজিজ বলেছেন: আমাদের শ্রমিকদের ঈশ্বর কারখানা মালিকরা । এরা নিজেদের স্বপ্ন বানায় অপরের স্বপ্ন ছিন্ন করে।
৬| ১০ ই জুলাই, ২০২১ রাত ১২:১১
কামাল১৮ বলেছেন: তালা দেয়া নিয়ে এতো কিছু হবার পর আবার সেই তালা দেয়া।এদের গুলিস্তানে কামানের সাথে বেঁধে সকাল বিকাল বেত মারা দরকার।অতি দ্রুত বিচার করে মোটা অংকের জরিমানা করে নিহতদের পরিবারকে দেয়া উচিত।
১০ ই জুলাই, ২০২১ রাত ১২:৩০
শাহ আজিজ বলেছেন: কে করবে এই কাজ ?????
৭| ১০ ই জুলাই, ২০২১ রাত ১:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কারখানায় কেন দুর্ঘটনা ঘটে বা এর প্রতিকার কি ?
.......................................................................
এ ধরনের সামাজিক আন্দোলন দেখি নাই ।
কর্তাব্যক্তিদের টনক নাড়তে হলে , ঝাঁকি দিতে পারলেই
যদি এর প্রতিকার হয় ।
১০ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: আর কত আন্দোলন ? ৭১ সাল ছিল আন্দোলন আর সশস্ত্র সংগ্রামের শেষ সময় । কিন্তু তার পরেও অসংখ্যবার আমরা রাস্তায় নেমেছি , কেন ? দুর্বল শাসকদের জন্য । সু শাসন থাকলে এমনটি বারবার হয়না ।
৮| ১০ ই জুলাই, ২০২১ ভোর ৪:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
সেজানের মূল মালিক পাকিস্তানি। ক্ষতিপুরন বাংলাদেশকেই দিতে হবে।
গুদামে দাহ্য পদার্থ ছিল?
এই কারখানায় পানি বাদে সবই দাহ্য পদার্থ। আর নুডলস সেমাই ইত্যাদি তৈরির মূল উপাদান সয়াবিন তেল, বাটার অয়েল, পাম অয়েল। পরিমান টনকে টন। এসব ভয়াবহ দাহ্য।
১০ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৭
শাহ আজিজ বলেছেন: আমি সেরকমটাই জেনেছি । পাকিস্তানে বাঙ্গালরা লেবার খাটে , বাংলায় সেই তারাই নওয়াবি করে । শাসকদের পাকি রক্ত এখনো নিউটরাল হয়নি । আগুন বীমা পাবে ।
৯| ১০ ই জুলাই, ২০২১ সকাল ৭:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
খুবই মর্মান্তিক । দায়ী ব্যক্তিদের
দায় দায়ীত্ব নিরোপন করে কঠোর
শাস্তি বিধান করা প্রয়োজন ।
১০ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: এই একটি বিষয় স্বরাজ করতে রাজী না ।
১০| ১০ ই জুলাই, ২০২১ সকাল ৯:৪৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই তালা দেয়ার চর্চা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন। প্রয়োজনে শিল্পমালিকদের ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে যদি তাদের কল-কারখানায় তালা দিয়ে শ্রমিকদের দাসদাসীর মতো কাজ করানো হয়।
বাংলাদেশ সব কিছুতেই এক্সট্রিমিজমের দিকে ধাবিত হচ্ছে যা খুবই ভাবনার বিষয়। এদেশে পুঁজিবাদের বিকাশ স্বাভাবিক গতিতে হওয়ার কথা ছিল - কিন্তু তা না হয়ে বিকাশ ঘটছে চরম বা এক্সট্রিম গলাকাটা ক্যাপিটালিজমের। মালিকরা শ্রমিকদের মানুষ হিসাবেই মনে করে না ! একইভাবে ধর্ম মডারেটপন্থীদের হাত থেকে বেরিয়ে গিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে কিছু এক্সট্রিমিস্টদের দ্বারা, তারাও অনুসারীদের ব্যবহার করছে ভেড়ার পালের মতো । তাদের অনুসারীরা নিজের বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে ধর্ম ব্যবসায়ীদের দ্বারা অপব্যবহৃত হচ্ছে। আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ যে আমলাতন্ত্রের হাতে সেই আমলাতন্ত্র দুর্নীতির চরমে পৌঁছেছে। এক্সট্রিমিজম সর্বক্ষেত্রেই !
১০ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৩
শাহ আজিজ বলেছেন: সুভাবনা ।
আগুন ধরলেই তালা খুলে যাবে । কিন্তু সমস্যা হচ্ছে বাইরের মানুষরা তালা খোলা পেলেই লুট তরাজ শুরু করে , দ্বৈত চরিত্র ।
একটা আমুল ঝাকা দেওয়া দরকার ।
১১| ১০ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৯
জুন বলেছেন: এতই মর্মান্তিক যে এ নিয়ে কিছু বলতেও কষ্ট হয় । এক মা যে কেদে কেদে বলছিল স্যার আমার মায়ের হাড্ডিটা খুইজা আইন্যা দ্যান মহিলার ১৬ বছরের মেয়ে ছিল সেই কারখানার শ্রমিক । তাজরিনের ঘটনার পর বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানী বন্ধ করেছিল এমন কঠিন পদক্ষেপ নেয়া উচিত এই সব অমানবিক ঘটনা আর শিশু শ্রমিক নিয়োগের বিরুদ্ধে । সরকারের উচিত সংশ্লিষ্ট কতৃপক্ষের সবাইকে ঘরে ঢুকিয়ে তালা মেরে আগুন ধরিয়ে দেয়া সেই হামুরাবির আইনের মত দ্যা আই ফর এন আই
১০ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৫
শাহ আজিজ বলেছেন: একদম উপায়হীন হলে দ্যা আই ফর এন আই উপযুক্ত হবে ।
ওই মায়ের আকুতি আমি শুনেছি ।
১২| ১০ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪০
হাবিব বলেছেন: মর্মান্তিক। তবে দোষীদের কিছুই হবে না। শ্রমিকেরা মরবে চিরকাল।
১০ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৭
শাহ আজিজ বলেছেন: এদেশে দোষীদের আসলেও কিছু হয় না । সাম্প্রতিক কালে সরকার ডাই হার্ড পজিশনে চলে গেছে ।
১৩| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৮
কুশন বলেছেন: কিছু দিন পর পর এরকম ঘটনা ঘটবে। আমরা কিছু দিন হই চই করবো। তারপর ভুলে যাবো। যুগ যুগ ধরে তো এরকমটাই দেখছি।
১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই হবে । হাসেম গ্রেফতার ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: এসব অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্ত হয় কি না আমার সন্দেহ আছে। মানুষ মরে যায় পুড়ে ভস্ম হয়ে। বিবেকহীন সমাজের কাছে মানুষের কতটুকু দাম আছে। খুব কষ্ট লাগে । এগুলো থেকে কি পরিত্রান নেই । দরকার সুষ্ঠু তদন্ত আর দোষি ব্যক্তিদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি।