নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আমার মা কই ?

১০ ই জুলাই, ২০২১ রাত ৮:২৬

উইকিমিডিয়া



ব্যাবাকটারে একিই রকম লাগতাছে
আমার মা কই ?
তোর মায়ে বেহেশতে গ্যাছে
কয়দিন বাদে ফিরব ?
আর ফিরব নারে সোনা , আর ফিরব না।
শিশু আকাশের দিকে তাকিয়ে ক্লান্ত হয়
তার চোখে জল -মা আর ফিরব না শুনে
কাল রাইতে মামীর লগে শুইছিল
ঝাড়ি খেয়ে বালক জেগে গেল , মামি কইল
গায়ে হাত দিস ক্যান রে পোলা
মায়েরে জড়ায়া ধইরা শুইত শিশু
কাত হয়ে বাকি রাত নির্ঘুম কাঁটালো
মামীর শইলে লাগে না যেন হাত আর ।
মা কই ?
জ্বলে কয়লা হয়ে যাওয়া শরীর থেকে দুর্গন্ধ আসে
মায়ের শইলে পান গুয়ার গন্ধ - বড্ড ভাল লাগত
আজ রাতে সেই মামীর পাশে আবারো হবে শুতে ।
মায়েরা মরলে কয়দিন বাদে ফিইরা আসে
কেউ কয়না সে কথা মানুষ চারিপাশে কান্দে বুক চাপড়াইয়া
শিশু কিছু কয়না - মামার হাতে দিয়া টান
কয় চলেন বাইত যাই মা হয়ত আইসা পড়ছে ।

© শাহ আজিজ ১০/৭/২০২১

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ রাত ৮:৩২

জুন বলেছেন: কিছু বলার ভাষা খুজে পাই না শাহ আজিজ ভাই

১০ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৫

শাহ আজিজ বলেছেন: ৩ বছরের বালকের সাথে আমিও একাকী কাদলাম পি সির সামনে বসে ।

২| ১০ ই জুলাই, ২০২১ রাত ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক ।

১০ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: শিশু চারিদিকে এমনভাবে তাকাচ্ছিল যে তার মা আশেপাশেই আছে কোথাও --------

৩| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: শিশুরা এমনই হয়। তার বিশ্বাস হয়নি ওটা তার মায়ের লাশ চেহারা পুড়ে ছাই হয়ে গেছে। আমি যখন সালমানকে রেখে ঢাকায় চলে আসি ও ধারণা করে আমি আশেপাশে কোথাও আছি। খুজতে থাকে অবিরাম। আর মৃত্যু বুঝার মত বয়স হয়তো হয়নি এই শিশুটির। আর মা ছাড়া যে তার চলেনা। সে বাড়ি যাবে তার মায়ের সন্ধানে। অথচ মায়ের লাশ পড়ে আছে তার সামনেই। :(

১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৩১

শাহ আজিজ বলেছেন: ১৩ বছর বয়েসে বাবাকে হারাই । কবর দিতে দিতে মনে হল এখান থেকে ফেরা যায় না , সেকি কান্না আমার ------

৪| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:২২

ফেরদাউস আল আমিন বলেছেন: এই সব ফ্যক্টরীতে আগুন কেন লাগে, সেটার কোন অনুসন্ধান হয় না। উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠিত হয়, অধিকাংশ ক্ষেত্রে ঐ তদন্ত কমিশনের প্রতিবেদন জনগন আর দেখতে পায় না।
ক্ষতি কারক এই আগুন প্রথমেই যেন না হয় তার কি কি ব্যবস্থা নিতে হবে তা ও সাধারনত প্রকাশ পায় না।

আমি ব্যক্তিগত ভাবে যেটা পেয়েছি; বাজারে অধিকাংশ তার নিম্নমানের, যা সহজেই Overload হয়ে তারের গায়ে আগুন লাগে। এ ক্ষেত্রে সঠিক মাপের Circuit Breaker লাগিয়েও কাজ হবে না।
উদাহরন স্বরুপ একটি গায়ে লেখা এটি 5Amps Load নিতে পারবে; কিন্তু নিম্নমানের হওয়ায় 4Amps ই সেই তার নিতে পারে না সুতরাং 5Amp Circuit Breaker কাজ করার আগেই তারে আগুন লেগে যাবে এবং তা থেকে ভয়াবহ পরিনতি।

তারওপর আছে Circuit Breaker (নিম্ন মানের হওয়ায়) তার রেটিং অনুযায়ী কাজ করে না, তাতেও আগুন লাগবে।

এটি দেখার জন্য Electrical Licensing Board সরকারের আছে, কিন্তু যতদুর জানা যায় তার মাঠ পর্যায়ের লোকবল অনেক কম বা তাদের কাজ ও তদারকি করার সঠিক লোকবল নেই।

অনেকটা City Corporation এর Food Inspector এর ন্যয়; তার ডিউটি হওয়া উচিত মাসে দুবার রেস্টুরেন্ট পরিদর্শন / কার্যদর্শন করে
Pass না
Fail না
পর্যবেক্ষনে
পর্যবেক্ষনে মানে রেস্টুরেন্টটি কার্যদর্শনে যে নিয়মে কাজ করে পরিচ্ছন্ন খাবার দিবে তাতে Inspector কিছু অনিয়ম পেয়েছেন, তা শোধরানোর জন্য Temporary permission দিয়েছেন রেস্টুরেন্টটি পরিচালনার জন্য

যতদিন এদেশে অলিখিত অর্থ লেনদেন হবে; উপরের প্রনালীর, আমার মতে, বাস্তবায়ন আশা করা যায়না

১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।



যতদিন আদর্শিক পরিবর্তন না হবে ততদিন তসবি গুনেও কাজ দেবেনা ।

৫| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:০৬

কামাল১৮ বলেছেন: বহুদিন খুঁজবে তার মাকে।তয়তো সারা জীবন।এটা কি ঈশ্বর প্রদত্ত নিয়তি,নাকি মানুষের তৈরি নিয়তি।

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: এই যে শক সে সারা জীবন বইবে ।

৬| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৪১

স্প্যানকড বলেছেন: ভালো লাগে না কিচ্ছু!? এত এত তিতা সত্য চারপাশ জুড়ে। ভাবলে খারাপ লাগে। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৫

শাহ আজিজ বলেছেন: এত এত ধনিক বনিক শয়তানের ভিড়ে ভাল থাকা মুশকিল ।

৭| ১১ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৫

হাবিব বলেছেন: গাঁ শিউরে উঠে ........... আল্লাহ মাফ করো।

১১ ই জুলাই, ২০২১ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: আমিন ।

৮| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

আমি সাজিদ বলেছেন: মন খারাপ করা লেখা।

১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

শাহ আজিজ বলেছেন: বালক যখন মর্গের সামনে ভেজা চোখে আকাশে তাকিয়ে মাকে খুজছিল তখন আমিও কেঁদে ফেলে কলম নিয়ে লিখে ফেলি--------

৯| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০১

তারেক ফাহিম বলেছেন: হৃদয়স্পর্শী লেখা।

১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১০| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

রানার ব্লগ বলেছেন: আমার চোখে পানি সাহজে আসে না, কিন্তু মাত্র আমি কাদছি অঝর ধারায়।

১১ ই জুলাই, ২০২১ রাত ৮:৪২

শাহ আজিজ বলেছেন: কাদলে বুকের বোঝা কমে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.