নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন গল্প

১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:১৫





আজ থেকে ৮ দিনের করোনা বিরতির অনেক আগেই রাস্তা ঘাট ভরা ছিল মানুষে । মানুষের ভেতর ভীতি ভাব নেই , মাস্ক নেই , উদ্ধত চলাফেরা আর করোনা মৃত্যুর ঊর্ধ্বগতি আমাকে বেশ ভাবিয়ে তুলেছে । গেল রাত ১২ টায় বাস চালু করেছে মালিকরা । আজ গন পরিবহনে বেজায় ভিড় , বাজারে মাস্ক হীন মানুষ , টিকা নিতে গা ঘেঁষা ঘেঁষি করে দাঁড়ানো দেখে মনে হচ্ছে না আজো ২২৬ টি প্রান ঝরে গেছে । ছাগলের চামড়া ১২-১৪ টাকা প্রতি পিস ধার্য করেছে সরকার । অন লাইনে পশু বিক্রির তোড়জোড় হলেও ঢাকার হাটে গরুর হাট বসে গেছে । আমাদের বাসার সাম্নেই ৬ টা গরু বাঁধা । কসাইদের পাওয়া যাচ্ছে না , সব বুকড । বকেয়া পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হবে । একটা টিকা ৫০০ টাকা খরচ করে এনে আপনার শরীরে পুশ করতে আরও ৩০০০ হাজার খরচ হচ্ছে , যাবতীয় খরচের বিস্তারিত নেই । আড়াই হাজার টাকা প্রতি গরীব মানুষকে দেওয়া হবে এর মধ্যে ক্ষুদ্র ব্যাবসায়িরা পাবে , মোট বাজেট ৩২০০ কোটি টাকা । বাস ভাড়া বেশি নিচ্ছে বলে অভিযোগ করল যাত্রীরা । গেল বছর ভারতে কুম্ভ মেলার পরেই করোনা ছড়িয়েছে ব্যাপক ভাবে । মিডিয়ায় এই ভীতি এসে গেছে কুরবানির ছুটিতে মানুষেরা একই রকম পরিস্থিতির শিকার হবে কিনা অভিমত খোদ সরকারী দলের লোকদের । ভিডিও দেখাচ্ছিল একজন মৃত্যু পথযাত্রির যার শেষ নিঃশ্বাসটুকু টেনে টেনে নিচ্ছিল হাসপাতালের বারান্দায় ট্রলিতে শুয়ে । কি বেদনাদায়ক মৃত্যু , দুঃখিত ।

ছবি ইত্তেফাক থেকে






মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৬

আমি সাজিদ বলেছেন: বাঙ্গালির স্বভাব খারাপ। দেশেও যেমন দেশের বাইরেও তেমন।

ছবি দুটো দেখে মন খারাপ হয়ে গেল, দেশের এই অবস্থায় কিভাবে মানুষ প্রোগাম করে বিয়ে করে? অপ্রয়োজনীয় কেনা কাটা কেমনে করে?

১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৬

শাহ আজিজ বলেছেন: এইজন্য সরকারকে এই যাত্রায় দোষ দেইনি । আমাদের বিপ্লবী চরিত্রের বহিপ্রকাশ এইসব চিত্র ।

২| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: প্যাথেটিক। কোন নিয়ম এ জাতীর উপর সহজে এক্সিকিউট করা যায় না।

১৬ ই জুলাই, ২০২১ ভোর ৫:৩৬

শাহ আজিজ বলেছেন: একটা মেয়ে শিশু বাবার লাশ পাহারা দিচ্ছিল হাতে হাত পাখা । জিজ্ঞাসা করলেই ঝরঝর করে কেঁদে বলছিল মা অ্যাম্বুলেন্স ডাকতে গেছে , চাচা হাসপাতালের কাগজ ----------------- এত কষ্ট বুকে ধারন করতে পারছি না । লোকটি চিকিৎসা পায়নি , জায়গা পায়নি , বারান্দাতেই মারা গেছে । এরা সরকারী খাতায় উঠবে না । কোন কিছুই এক্সিকিউট করা যায় না ।

৩| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভারত ডুবে ছিলো কুম্ভ মেলায়, বাংলাদেশ ভাসবে ঈদ যাত্রায়!!
আল্লাহ সহায় হোন।

১৬ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪০

শাহ আজিজ বলেছেন: মানুষের মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে । স্কুলে , পরিবারে শৃঙ্খলা শিক্ষা নেই । সবাই অমানুষ হবার প্রতিযোগিতায় নেমেছে ।

৪| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১২:০৭

কামাল১৮ বলেছেন: ভীতির ভয় নাই এটা ভালো কিন্তু সাবধান থাকতে হবে।যত দিন যায়,লোকজন এলোমেলো হয়ে যায়।দিন দিন আরো অবনতি,এ কেমন জাতি।পৃথীবি যায় সামনে আমাদের যাত্রা পেছনে।

১৬ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪০

শাহ আজিজ বলেছেন: পেছন যাত্রার শেষ পর্বে আমরা ।

৫| ১৬ ই জুলাই, ২০২১ ভোর ৪:২৭

সোহানী বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: ভারত ডুবে ছিলো কুম্ভ মেলায়, বাংলাদেশ ভাসবে ঈদ যাত্রায়!!

ঠিক একই কথা আমারো। কি ভয়াবহ দিন আসছে তা কি আমরা জানি, বুঝি!!!.......... মনে হয় না।

১৬ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪২

শাহ আজিজ বলেছেন: দোয়া করি কমের উপর দিয়ে যায় যেন , কিন্তু শিক্ষা দিয়ে যাক , পথভ্রষ্ট জাতির শিক্ষা চাই ।

৬| ১৬ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: মাইরের উপরে ভাইটামিন নাই - বদি।

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৩

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

চরম দুঃখের মধ্যেও পরম হাসি

৭| ১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পোস্টের কমেন্টগুলো দেখছিলাম। প্রতিটিই চরম সত্য !

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৪

শাহ আজিজ বলেছেন: সবাই বিপদটা বুঝতে পারেন ।

৮| ১৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪০

কবিতা ক্থ্য বলেছেন: সরকারের সাফল্য কামনা করি।

১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪০

শাহ আজিজ বলেছেন: হুম , আপাতত্ এই ছাড়া আর কোন দোয়া নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.