নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ডায়ালগ

১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৭



ছাগল বাস থেকে টেনে নামাচ্ছে বা উঠাচ্ছে , একটা কিছু হচ্ছে । ৬৪টি ছাগল দিনাজপুর থেকে সিলেট আনা হয়েছে । পাঠকদের আহবান করছি দিনাজপুরের ভাষায় ছাগলদের বাস যাত্রার কথা বার্তা লিখে এই পেজ ভরে ফেলুন । ছাগল্গুলা সিলেটের ছাগলদের সাথে খি বাবে খতা বার্তা খইল তাও বয়ান খরিবেন ।

জেগে উঠুন সামুবাসী , তাজা হইয়া যান ।

ছবিঃপ্র আলো

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৬

হাবিব বলেছেন: প্রানীগুলোর খুব কষ্ট হয়েছে

১৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:২০

শাহ আজিজ বলেছেন: ইঞ্জিনের গরমে ।

২| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৬

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। মজা করে হলেও একটি জরুরী বিষয়ের উল্লেখ করেছেন। ঈদ-উল আযহা তে কুরবানীর পশুদের যেভাবে স্থানান্তর করা হয় তা সত্যিই মর্মান্তিক। পশু হলেও তো জীব। তাদেরও কষ্ট হয়। আমরা শুধু নামেই শ্রেষ্ঠ জীব। বাস্তবে পশুর থেকেও হীন কাজ করতে আমাদের সামান্যতমও বিবেকের দংশন হয় না। হায়! আমরা আবার নিজেদেরকে জ্ঞানী, শিক্ষিত জনগোষ্ঠীর পরিচয় দেই। আমাদের লজ্জাবোধও লোপ পেয়েছে। আর এ জন্যই করোনার মতো ভয়াবহ মহামারী আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করতে চলেছে।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১২

শাহ আজিজ বলেছেন: ভাল বলেছেন , আমি বাসে বসে জ্যামে পাশের ট্রাকে গরুগুলো দেখতাম । একটা গরু অজ্ঞান হয়ে পড়ে গেল কিন্তু কারো কোনরকম বিকার নেই । বাকিগুলো ফেনা বেরুচ্ছে , কাপছে । বাসের স্টোরে ভয়ানক গরম ।

৩| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৮

আমি সাজিদ বলেছেন: ছোট বেলা থেকে যা দেখে এসেছি, তাতে আমাদের দেশের অনেকের কোরবানি কবুল হওয়ার কথা না।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৩

শাহ আজিজ বলেছেন: এখন অত্যাচার বেশি বেড়েছে ।

৪| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: খিতা খৈতাম?! :P

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৪

শাহ আজিজ বলেছেন: কাজী ছবিরে জিগাইলে হয় । :-B

৫| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: খুব খ্রাপ। বোবা প্রাণরে এত কষ্ট দেয়া ঠিক না ।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৫

শাহ আজিজ বলেছেন: আমরা নির্মম হয়ে গেছি রে ভাই ।

৬| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৩

সাফকাত আজিজ বলেছেন: লাগেজ বক্সে বেশির ভাগই মারা যায়। গরম, অক্সিজেনের অভাব, দুর্বল প্রাণী সব মিলিয়ে বর্ণনাতীত; আর বড় প্রাণীর ক্ষেত্রে বোঝাই ট্রলার ডুবি, ট্রাকের সংঘর্ষে যে মারাত্মক পরিস্থিতি হয় তা চোখে দেখার সহনীয় নয়...

১৬ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: তিনটি লাগেজ বক্সে ৬৪ টি ছাগল এনেছে । কয়টা মারা গেছে তা বলা হয়নি ।


ট্রাকের গরু মারা গেল জ্যামে বসে , বাসে বসে আমরা কিছুই করতে পারিনি ।

৭| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৭

স্প্যানকড বলেছেন: একবার দেখছি আমার এলয়াকার এক নেতা হাঁট পাইল পরে তার পোলাপান অস্ত্র হাতে নদী দিয়ে যত ট্রলার যেত সব ঠেক দিয়ে তার হাঁটে নিয়ে আসতো। একদিন এমন করতে যেয়ে গরু ব্যবসায়ী ট্রলার এর লোক তাদের সাথে লেগে যায় শেষমেশ ট্রলার ডুবি বোবা প্রাণী গুলি মারা যায়। তখন দেখছি গরীব গরুর ব্যবসায়ী দের কান্না! এখন ও মন খারাপ হয়ে যায়। দেশের বেশির ভাগের কুরবানী শো অফ লোক দেখানো হয়ে থাকে এদের কতদূর কুরবানী কবুল হয় আল্লাহ ভালো জানে। আর খিতা কইতাম ! বোবা প্রণীগুলির হইছে জ্বালা! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৭ ই জুলাই, ২০২১ সকাল ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: পশুর প্রতি নির্দয়তা এসব দেশেই বেশি হয় । ট্রলারের সাথে বাঁধা থাকে বলেই প্রাণী ডুবে মারা যায় । দড়ি খোলা থাকলে সাঁতরে পাড়ে উঠত । অবিক্রিত পশু কিছুদিন বাদে হরমোন আর অ্যানটিবায়টিকের কারনে এমনিই মারা যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.