নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একগাদা বিষাদ ছড়ানো ভাইরাস নিয়ে
নামিছে সন্ধ্যা আমাদের বলয়ে
এই এক্ষুনি শুরু হবে সন্ধ্যা রাগমালা
সানাইয়ে দুরন্ত বিসমিল্লা আর বড়ে মিয়ার ধুন ।
এইসব দুঃখ আর আনন্দ নিয়ে বেচে থাকি
আমরা সবাই পৌঁছে যাই মধ্য রজনীতে
ভিন্ন রকম এক এক ধামে , যেথা তারকারাজি খেলে পাশা
রবিশঙ্কর চাগিয়ে দেয় বেচে থাকার আশা ।
ছবিঃ শাহ আজিজ
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সেলিম ।
২| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৮
শায়মা বলেছেন: ভাইয়া রবিশঙ্কর সন্ধ্যার রাগ
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩২
শাহ আজিজ বলেছেন: “বিলাবল” “কল্যাণ” “খাম্বাজ” “কাফী” “ভৈরব” “ভৈরবী” “আশাবরী” “টোড়ী” “পূরবী” “মারোয়া”রাগ ইমন কল্যাণ । এগুলোর কোনটিই কি বাজান নি পণ্ডিত ??
৩| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:১১
মাসউদুর রহমান রাজন বলেছেন: বিসমিল্লাহ আর বড় মিয়ার ধুন নিয়া বেঁচে থাকা অনেক বিশাল ব্যাপার। খুব সুন্দর কবিতা।
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৩
শাহ আজিজ বলেছেন: এসব রাগের ঠাটে আমাদের জন্ম এই বঙ্গ দেশে , আর তাই আমরা গর্বিত ।
৪| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:১২
শেরজা তপন বলেছেন: ছবিটাতো চমৎকার হয়েছে ভাই
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৬
শাহ আজিজ বলেছেন: বড় করলে সুন্দর লাগে । মোবাইলে গেল দুদিন আগে বোটানিক্যালের উপরে আকাশে তোলা ।
৫| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৮
শায়মা বলেছেন: বাঁজিয়েছে তো!!!!!!!!!!
১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫১
শাহ আজিজ বলেছেন: আমি শুনেছি আর চুপি চুপি রেকর্ড করেছি পিকিং পর্ব । সাইন করেছিলেন ক্যাসেটে , রাগ করেননি , বাড়ি খুলনা জেনে খুব খুশি কারন তিনি খুলনার ফুলতলার লোক ।
৬| ১৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৭
কামাল১৮ বলেছেন: কিজানি,কখনো শুনা হয় নাই এই সব রাগ রাগিনী।গিটারে লঘু সংঙ্গিতের সুর শুনতাম,যখনই শুরু হতো খেয়াল তখনই পালাতাম।
১৭ ই জুলাই, ২০২১ রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: একবার শোনা শুরু করুন দেখবেন ভাল লাগছে ।
৭| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৪
সোহানী বলেছেন: আপনি কবিতা লিখেন!!!
১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: অনেক কবিতা জমে আছে তবে করোনাকালে তা শুন্যের কোঠায় নেমে গেছে ।
৮| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪১
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
বাহ বেশ হয়েছে কবিতা। শুরুটা-ই হয়েছে চমৎকার। বিষাদের পাশাপাশি সঙ্গীতের লালিমাও নামিয়েছেন আমাদের সকাল সন্ধ্যে জুড়ে!
১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: হটাত করেই ইউ টার্ন নিচ্ছে মস্তিস্ক , কবিতারা ফিরছে সব শোক কাটিয়ে ।
ধন্যবাদ আহমেদ ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি। সুন্দর কবিতা ।