নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উল্টো দিকের প্রতিবেশিদের ১৮ টি গরু একসাথে রাখা হয়েছে ফুটপাত ঘেঁষে । পাশেই তাদের খাবার দাবার আর মাংস কাটার জন্য কাঠের গুড়ি রাখা হয়েছে । এবার গরু সহজ লভ্য কিন্তু দাম বেশি । বাচ্চারা খুব খুশি ছাগল পেয়ে , তাদের খেলার সাথী । আমিও একনজর বুলিয়ে নিলাম ওদের সাথে ।
সব ছবি আমার শিয়াও মি দিয়ে তোলা
১৯ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৮
শাহ আজিজ বলেছেন: ময়লা টাকা ধুয়ে ফেলার মহা সুযোগ ।
২| ২০ শে জুলাই, ২০২১ রাত ১:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আজকে মনেহয় গরুর বাজার একটু সস্তায় গেলো!!
২০ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৬
শাহ আজিজ বলেছেন: না তেমন সস্তা কই । আমাদের ভাগের গরু ১৩৬০০০ টাকা পড়েছে । আজ সন্ধ্যায় কমবে গরুর দাম ।
৩| ২০ শে জুলাই, ২০২১ রাত ২:২৪
কামাল১৮ বলেছেন: একবার ঈদের ৭/৮ দিন আগে কলকাতা থেকে আসছি বেনাপোল হয়ে।বড় দেখে একটা ছাগল কিনে ঢাকায় নিয়ে আসি দুই সিটের ভাড়া দিয়ে।সারাদিন বাচ্চারা এটা খাওয়ায় সেটা খাওয়ার।বাচ্চাদের সাথে খুব ভাব হয়ে গেছে।ঈদের দিন যখন জবাই করা হলো ওদের কান্না থামানোই যায় না।ওরা ছাগলের মাংস খেলোই না।ঐ আমার প্রথম কুরবানী এবং শেষ কোরবানী।এর পর বাচ্চাদের মা তার ভাই বোন দের সাথে তার টাকায় কোরবানী দেয়।আমি এর মধ্যেও নাই বাইরেও নাই বরং বিরোধী।
২০ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩০
শাহ আজিজ বলেছেন: কোরবানি এখন ভাগে দেই । আমার মেয়েটা ছোটবেলায় ছাগলের গলা জড়িয়ে রেখেছিল যাতে জবাই না হয় । এখনো সে কোরবানি করে কিন্তু সামনে থাকে না ।
৪| ২০ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪১
শাহ আজিজ বলেছেন:
আমাদের গরু ।
৫| ২০ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ১,৩৬,০০০ এ গরু সুন্দর হয়েছে বস।
আমি আরো ৪দিন আগে ১,২৫,০০০ দিয়ে কিনেছি।
২০ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩২
শাহ আজিজ বলেছেন: ভাগিদারদের দুজন আর আমার জামাই গিয়েছিল ইস্টার্ন এর হাটে । ৩ ঘণ্টায় কাজ শেষ । আমি হাটে যাইনা বহুকাল । রাস্তার থেকে ছাগল কিনতাম কন্যার সাথে ।
৬| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
শেষ মহুর্তে গরুর দাম পড়ে যাওয়ায়
বেপারীদের মাথায় হাত দেখা গেছে
টিভি নিউজ গুলিতে । এর প্রভাব
আগামীতে কি রকম হয় সেটা
নিয়ে এখনই ভাবার অবকাশ আছে ।
২২ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৫
শাহ আজিজ বলেছেন: ব্যাপারিদের উপর ব্যাপারি থাকে , লস তাদের । সবখানেই মধ্যস্বত্ব ভোগীদের শীৎকার । এবার দেশি ছোট গরুর বাজার বেশ জমেছে । এটা অতি লোভী ব্যাপারিদের টেনশনে ফেলে দিয়েছে । আগামিতে আরও গরু খামার আসছে , এটা সুখবর দেশি মানুষদের জন্য ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১০:৩২
রানার ব্লগ বলেছেন: আঠারো টা আমি দেখলাম আজ একজন ১৫০ গরু কিনলো সবই ৩০ লাখের উপরে দাম। সারি দিয়ে বেধে রেখেছে গ্যারেজে।