নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি বি ডি ২৪ লাইভ
আমরা বেশ চমকিত এবং শংকিত ছিলাম যেই না শুনলাম ফেরি দিয়ে সেতুতে আঘাত করা হয়েছে । তদন্ত কমিটি একদিনেই বের করে ফেললেন তেল চুরির উদ্দেশ্যে ১৭ নং পিলার দিয়ে বড় রো রো ফেরি ক্রস করার সময় ধাক্কা দেয় । সাধারনত ফেরি ১২ ও ১৩ নং পিলার দিয়ে ক্রস করে । স্টিয়ারিং খারাপ বলে পার পাওয়ার চেষ্টা ভেস্তে গেছে । নতুন স্টিয়ারিং লাগানো হয়েছে এই সেদিন । তেল চুরি একটি নিয়মিত ঘটনা । মাঝ রাতে স্বচক্ষে আরিচা পার হওয়ার সময় গায়ে বোট লাগিয়ে পাম্প করে তেল নিচ্ছিল কম বয়েসি ছেলেপিলে । ৭৫ সালে প্রথম জানি মংলায় জাহাজ থেকে পাইপ লাগিয়ে তেল চুরির কাহিনী । সারা দেশে ড্রেজার মেশিনের তেল সবচে বেশি চুরি হয় । আমার কাছে হিসাব নেই কত হাজার কোটি টাকার তেল এভাবে চুরি হয় বছরে । মনে হয় এবার প্রথম তেল চুরির কাহিনী সরকারী ভাষ্যে এল । মাস্টার আর সুকানির কি শাস্তি হয় তা দেখার বিষয় । ফেরির বেশ ক্ষতি হয়েছে তবে সরকার বলছে দেখেছেন সেতু কত শক্ত এতো বড় ধাক্কায় কিসস্যু হল না ।
২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:০০
শাহ আজিজ বলেছেন: হ , একখান কথা কইছেন
২| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৩০
চাঁদগাজী বলেছেন:
ব্রীজ আছে তো? নাকি সুইংগামের আটা দিয়ে জোড়া দিতে হবে?
২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৮
শাহ আজিজ বলেছেন: ব্রিজ আছে তবে পিলারের গোঁড়ায় সিমেন্ট পলেস্তারা খসে পড়েছে ।
৩| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: পদ্মা সেতু চালু হলে সব ফেরি বন্ধ হয়ে যাবে। ওদের আর শূন্যের কোঠায় চলে আসবে বিধায় ওরা চায় না পদ্মা সেতু চালু হোক। এছাড়াও রয়েছে দেশী ও বিদেশি ষড়যন্ত্র। হে আল্লাহ তুমি আমাদের বাঙালির মন মানুসিকতা ও স্বভাব ভালো করে দাও।
২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৭
শাহ আজিজ বলেছেন: এদের শুট করা উচিত । কামারখালি ব্রিজের সময় স্থানীয়রা আবদার করেছিল ব্রিজ যেন না হয় ।
৪| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: পদ্মা সেতু চালু হলে সব ফেরি বন্ধ হয়ে যাবে। ওদের আয়র শূন্যের কোঠায় চলে আসবে বিধায় ওরা চায় না পদ্মা সেতু চালু হোক। এছাড়াও রয়েছে দেশী ও বিদেশি ষড়যন্ত্র। হে আল্লাহ তুমি আমাদের বাঙালির মন মানুসিকতা ও স্বভাব ভালো করে দাও।
৫| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: তিনবার ভুলে ধাক্কা লাগতে পারে এ কথা পাগলেও বিশ্বাস করে না। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
২৭ শে জুলাই, ২০২১ রাত ১২:০১
শাহ আজিজ বলেছেন: কঠিন শাস্তি দিতে হবে এদের ।
২৭ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩০
শাহ আজিজ বলেছেন: গেও কি ধাক্কা লেগেছে ? নাকি এইবারে একাধারে তিনবার লেগেছে ।
৬| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: পিলার মজবুত একটা ভীষণ পজেটিভ একটা দিক। তবে এভাবে ক্রমাগত ধাক্কা লাগলে কতদিন টিকবে? তেল চুরির সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার। এছাড়াও পিলারে ধাক্কা দেয়ার করা দরকার আছে। এতে পিলার এবং রো রো জাহাজ দুটোরই ক্ষতি হয়েছে মনে হয় ।
২৭ শে জুলাই, ২০২১ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: সম্ভবত এইক্ষনে ধাক্কা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে । দৃষ্টান্তমুলক শাস্তি হলে তেল চুরি বন্ধ হবে । ফেরি জাহাজের সামনে ফুটো হয়েছে - ছবি দেখুন ।
৭| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৯
আমারে স্যার ডাকবা বলেছেন: শুধু ফেরি না, সরকারী বাস, সরকারী গাড়ি গুলোতেও ড্রাইভারগুলো তেলচুরি করে।
আমার মনে হয় বড় বড় অফিসারদের সবসময় তেল দিতে হয় তো, তাই তেল চুরি করে।
সেতুর পিলার শক্ত হবেই। এত বড় সেতুর পিলার শক্ত হওয়াই স্বাভাবিক। তাছাড়া কাজ করছে বিদেশী প্রতিষ্ঠান। এটা পজিটিভলি নিচ্ছি।
২৭ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: এটা সর্বজনবিদিত যে সরকারী গাড়ি পুলে কি রকম তেলচুরি হয় ।
তেলচুরি হয় ফিলিং ষ্টেশনের সিস্টেমে , তারাও এর ভাগা নেওয়ার জন্য তেল কম দেয় রিডিং ঠিক রাখে ।
ব্রিজে ৭২৫ গ্রেড হাই আলুমিনা সিমেন্ট দেওয়া কাজেই তা যথেষ্ট মজবুত ।
৮| ২৭ শে জুলাই, ২০২১ রাত ৩:১২
সোহানী বলেছেন: বেশ কিছুদিন সরকারী চাকরী করার কারনে জানি তেল চুরি কাহিনী
২৭ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: লিখে ফেল তেল চুরির গল্প ।
৯| ২৭ শে জুলাই, ২০২১ ভোর ৬:০১
স্প্যানকড বলেছেন: ঠেলা দিতে এরা উস্তাদ ! নতুন করে বলার কিছু নাই ! বিরক্ত লাগে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২৭ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪০
শাহ আজিজ বলেছেন: এবার এমন শিক্ষা দিক যাতে বাকি সবাই সাইজ হয় ।
১০| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৩
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে কিছু লোক থেকেই যায় যারা নিজের লাভের জন্য নিজের ক্ষতি করতে সামান্যতম দ্বিধা করে না। শিক্ষিত অশিক্ষিত সচেতন অসচেতন কেউই এর বাহিরে না।
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: খুবই সত্যি বচন । আজকাল খুব বেশি বেড়ে গেছে কারন ধর্মের উপর নির্ভর আমাদের চরিত্র নৈতিকতায় সবচে নিচুতে থাকে ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৫
শূন্য সারমর্ম বলেছেন: ফেরীর জীবন থাকলে ফেরী বলতো আমি ক্ষোভেই এ কাজ করেছি; আমার চলার পথে পিলার কেন থাকবে।