![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিটি প্রথম আলো ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে । এই সাহসী যুবক সংক্রমণকে তোয়াক্কা না করেই নিজের সহধর্মিণীকে ওড়না দিয়ে পেচিয়ে নিজের সাথে বেধে পি জি হাসপাতালে গেছেন ভর্তি করতে । আমরা নিশ্চিত তারা সিট পাননি কারন চারিদিকে করোনা রোগীদের আর্তনাদ , সিট বা আই সি ইউর জন্য গগন বিদারী আওয়াজ । হাসপাতালে ভর্তি ৭০% রোগীই ঢাকার বাইরে থেকে এসেছে , এটা ডাক্তারের দেওয়া মিডিয়ার খবর , নিজে শুনেছি । আমাদের করোনা প্রস্তুতি এতটাই নাজুক যে যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও ফিল্ড হাসপাতাল বানাইনি । আমাদের প্রজেকশন এবং পারস্পেকটিভ এতটাই শর্ট বা একদম নেই যা দিয়ে একটি হাসপাতাল চালানো মুশকিল । লোকেরা অসচেতন বা বেপরোয়া এটা বলে কুল পাওয়া যাবেনা , আপনার প্রস্তুতি কি ছিল ? পুলিশ মিডিয়াকে বলছে রাস্তায় অকারনে বের হওয়ার শাস্তি বসিয়ে রেখে ছেড়ে দেওয়া । এমন চমৎকার মেধার পুলিশ অফিসার আমি দেখিনি । তিনি বলছেন হাজতে জায়গা নেই , সংক্রমনের ভয় সব মিলিয়েই তার এই চমৎকার সিদ্ধান্ত । অনেকের কাছে ফাইন দেওয়ার টাকা নেই , সে বেরিয়েছে কাজের খোজে । ঢাকায় বেশ কয়েকটি স্টেডিয়াম আছে যাতে সব মিলিয়ে ৫০০০ রোগীর হিল্লে হতো । অক্সিজেন , আহা ! আরেক সমস্যা , ওটারও প্রস্তুতি নেই । টিকার গল্প জমজমাট কিন্তু আদতে কি হবে কেউ জানেনা ।
প্রিয় ব্লগার আপনাকে রক্ষার জন্য কেউ নেই । নিজেই নিজেকে রক্ষা করতে হবে । হাত স্যানিটাইজ করুন বা ধুয়ে ফেলুন, মাস্ক পরুন। বীর যুবক , ভালবাসার ইতিহাস আব্দুর জাহিদের মত আর কাউকে পাওয়া যাবেনা ।
সাবধানে থাকুন , আসন্ন দিনগুলো অন্ধকারাছন্ন ।
-------------------------------------------------------- আপডেট---------------------------------------------------
অবশেষে গতকাল সন্ধ্যায় আব্দুর জাহিদ তার স্ত্রী কে মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে ভর্তি করতে সমর্থ হয়েছেন , আলহামদুলিল্লাহ ।
২৮ শে জুলাই, ২০২১ রাত ৮:৩১
শাহ আজিজ বলেছেন: তাতে বিপদ বাড়বে বই কমবে না ।
২| ২৮ শে জুলাই, ২০২১ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
বিপদ কিভাবে বাড়বে? মওলানাও নেই, বাংগালীরা মরে গেছে!
২৮ শে জুলাই, ২০২১ রাত ৯:১৩
শাহ আজিজ বলেছেন: মাওলানা দ্বৈত চরিত্রের মানুষ ছিলেন । পিকিংও যাইতেন পানি পড়াও দিতেন ।
৩| ২৮ শে জুলাই, ২০২১ রাত ৮:৫০
গফুর ভাই বলেছেন: বাংলায় যারা ভ্যাক্সিন নিয়া ্সিধান্ত নেয়ার চিন্তা করার কথা তা না করার মুল কারন হল ওয়ায মনে হয় অই মন্ত্রী আমলারা বেশি শুনত আর বিশ্বাস করেছিল বাংলা হল ওয়ায মাহফিলের দেশ করোনা হবে নাহ।
২৮ শে জুলাই, ২০২১ রাত ৯:১৫
শাহ আজিজ বলেছেন: এরা অপদার্থ । এদের চেহারা দেখলে গা জ্বলে ।
৪| ২৮ শে জুলাই, ২০২১ রাত ৮:৫২
স্প্যানকড বলেছেন: ফারাও রা সরি বা দুঃখিত বলেন না। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২৮ শে জুলাই, ২০২১ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: ফারাওরা পুরস্কার আর ক্রেডিট এর ঘোরে থাকে ।
ভাল আছি ।
৫| ২৮ শে জুলাই, ২০২১ রাত ৯:১৬
কামাল১৮ বলেছেন: এটা কোন ভালো দৃষ্টান্ত না।অন্ধকারের পরেই আসবে আলো।
২৮ শে জুলাই, ২০২১ রাত ৯:১৮
শাহ আজিজ বলেছেন: তাহলে কি ঘরেই শুয়ে মরতে বলছেন ?
৬| ২৮ শে জুলাই, ২০২১ রাত ৯:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাসরিনের জন্য রাজু আছে
রাজুর জন্য কে ?
২৮ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: আল্লাহ আছেন ।
৭| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৩:৫১
কামাল১৮ বলেছেন: অসুস্থ মানুষ,কখন কোনদিকে গেলে পড়েযায় তার কোন ঠিক নাই।তখন দুই জনই রোগী হবে।
২৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: বেশ কায়দা করেই বেধেছে তাতে পড়ে যাবার সম্ভাবনা কম । দোয়া ।
৮| ২৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪০
সাজিদ! বলেছেন:
এখানে বিদেশিনীর বডি ল্যাংগুয়েজ " আন্ডার ডমিনেটেড?"
কোন চুক্তি হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে!
২৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: এই ব্যাপারগুলা শুধুই মওলা জানে ।
৯| ২৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৫
নেওয়াজ আলি বলেছেন: বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা
২৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৪
শাহ আজিজ বলেছেন: সবাই চায় বেচে থাকতে ।
আপনি এদ্দিন কোথায় ছিলেন ?
১০| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষ বুঝে গেছে রাষ্ট্র চালকদের দিকে তাকিয়ে থেকে লাভ নাই। ভদ্রলোক সিট পেয়েছেন জেনে ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫০
শাহ আজিজ বলেছেন: আমারও ভাল লাগলো যে তারা জায়গা পেয়েছেন । সরকার ব্যাস্ত ভ্যাক্সিন উৎপাদন ব্যাবসাটা হাজি সাহেবকে দেওয়া যায় কিনা আর হাজি সাহেব এখন আমেরিকাতে এক শিশি তেল নিয়ে ।
১১| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০১
নতুন-আলো বলেছেন: আমরা নিজেদের পেট ভরতে ব্যস্ত। হাসপাতালে সিট দিয়ে কি হবে। মরুক জনগন।
২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
শাহ আজিজ বলেছেন: এরকমই হবে তাদের বক্তব্য ।
১২| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:২০
আমারে স্যার ডাকবা বলেছেন:
২০২০ সালের জুনের ছবি। এক বছরে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি কতটা বেড়েছে? স্বাস্থ্যমন্ত্রীর সফলতা কোথায়?
২৯ শে জুলাই, ২০২১ রাত ৯:০২
শাহ আজিজ বলেছেন: সফলতা ?? বিফলের গননা শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রী ।
আশ্চর্য হচ্ছে এই লোকটা পদত্যাগ করেনি , করলে তার ঘাড়ে দোষ পড়ত না ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২১ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
সীট করার দরকার, লাঠি নিয়ে বের হোন।