নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১০ আগস্টের পর থেকে বাইরে বের হতে পারবেন না’ বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছিলেন, তা তিনি প্রত্যাহার করেছেন। আজ বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর মানে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা ছাড়া বাইরে চলাচলে কোনো বাধা থাকবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে এক সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, ১০ আগস্টের পর থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা ছাড়া চলাচল শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রথম আলো পত্রিকা থেকে ।
এবং অতঃপর এই গল্পের শেষ ।
০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:০২
শাহ আজিজ বলেছেন: জাতীয় সমস্যা মহামারী নিয়ে এই অদ্ভুত আবেগ থাকবে কেন ।
২| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
উহা মুক্তিযোদ্ধাদের ভাবমুর্তি নষ্ট করছে। মন্ত্রী হয়ে আবোল তাবোল বকছে।
০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩
শাহ আজিজ বলেছেন: বয়স হয়ে গেছে তো তাই ভেবেছিলেন স্বাস্থ্য তো আমার মন্ত্রনালয়ের আন্ডারে , হে হে হে
৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
উনার এই ফ্লিপফ্লপ নিয়ে একটা পোষ্ট দেয়ার কথা ভেবেছিলাম; পোষ্টটা মুক্তিযোদ্ধাদের পক্ষে যাবে না, তাই দিচ্ছি না। উনি বুদ্ধিমান মুক্তিযোদ্ধা নন।
০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:২৫
শাহ আজিজ বলেছেন: আমরা কোনভাবেই মন্ত্রীকে নিয়ে মজা করব না তবে এই বালখিল্য ঘোষণা এবং প্রত্যাহার নিয়ে বলতে পারি , এ আমাদের নাগরিক অধিকার ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কষ্ট করে প্রত্যাহার না করে, একটু বুঝে শুনে বললে এই ঝামেলায় পড়তেন না। তারপরও প্রত্যাহার করার জন্য ওনাকে ধন্যবাদ।
০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:২৬
শাহ আজিজ বলেছেন: সম্ভবত উপর থেকে চাপ এসেছে লিখিত প্রত্যাহার , তাই দিয়েছেন ।
৫| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে অতিরঞ্জিত কথা
বলার খেসারত দিতে হয় !!
০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:২৭
শাহ আজিজ বলেছেন: খেসারত আর কিইবা দিলেন ----------------
৬| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২
জুন বলেছেন: এই মহামারীতে সব দেশের মন্ত্রী মিনিষ্টারদের মাথা খারাপ হয়ে গেছে । থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী সকালে এক কথা কইলো তো দুপুরে সোয়াদিখাপ বইলা মাফ চাইয়া কথা উল্টাইলো তারপর সন্ধ্যা ঘনাইতেই পুরা ১৮০ ডিগ্রি ঘুইরা গেল। এই ভাবেই দুনিয়া চলতেছে। শুধু আমার ছেলেটারে নিয়া চিন্তা, ও আটকে আছে
০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৯
শাহ আজিজ বলেছেন: চিন্তাইয়েন না হেথে বালা আছে ।
টি ভি কোনটাই খবর প্রচার করতেছে না , পরিমনি লাইভ চলতেছে ।
৭| ০৪ ঠা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৬
জুন বলেছেন: টিভিতে ক্রিকেট খেলা চলছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া সেটা দেখছি। কালকে বাংলাদেশের কাছে প্রথম টি২০ তে হেরেছে তাঁর উপর অলিম্পিকে রাগবীতে ফিজির মত ছোট্ট একটা দ্বীপ রাস্ট্রের কাছে ১৯-০ তে হেরে হোটেলে ভাংচুড় করেছে । আজ হারলে ওজিদের কি যে হবে
০৪ ঠা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
শাহ আজিজ বলেছেন: খেলা প্রথম দেখেছি । আজ এখন থাকলে আবারো দেখব ।
৮| ০৪ ঠা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিনা শর্তে একজন মন্ত্রী তার কথা প্রত্যাহার করেছেন!
এটা কি তার সুনামের খেসারত নয় !!
তিনিতো আমাদের মতো যদু মধু না এবং
ডিগবাজী খাওয়া হুমো এরশাদও না যে
সকালে এককথা আর বিকালে আর এক কথা
বলবেন !! তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মাননীয় মন্ত্রী !
০৪ ঠা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
শাহ আজিজ বলেছেন: যোগ্যতা হারিয়েছেন -----------------------------
৯| ০৪ ঠা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৬
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
আমি তো আগের ঘোষনা শুইন্নাই সব কাগজপত্র ভাজ কৈররা পকেডে রাখছি। হারাইয়া গেলে কি করমু হেইর লৈগ্যা মোবাইলেও ছবি তুইল্লা রাখছি ।
এহোন আমার কি হৈবে ?
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৮:১৫
শাহ আজিজ বলেছেন: মন্ত্রী ওই লাইনটা বাদ দিতে কইছে , সরি কয় নাই ---------------------
এক্ষন ডরের কিছু নাই
১০| ০৪ ঠা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
জুন বলেছেন: ১২১ রানে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ, এখন বাংলাদেশ ব্যটিং করবে দেখেন।
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৮:১২
শাহ আজিজ বলেছেন: হ্যা দেখছি ---------------------------
১১| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: Man is Mortal.মানুষ মাত্রই ভুল করে।
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৯:৩৮
শাহ আজিজ বলেছেন:
১২| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৯:০১
কামাল১৮ বলেছেন: এই মাত্র আমি যা করলাম।
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৯:৩৮
শাহ আজিজ বলেছেন:
১৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৯:৩৮
বারবোসা বলেছেন:
মন্ত্রণালয়গুলোর এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের আত্নহত্যার প্রবণতা কমবে আশা করি।হতাশায় ভোগা মানুষগুলোর জন্য সুস্থ্য বিনোদনের ব্যবস্থা করতে এই প্রচেষ্টা সফল হোক।
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: দারুন আইডিয়া , মিডিয়ায় জানান --------
১৪| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
কথা ঠিকই আছে।
বিভিন্ন দেশে অনেকেই টিকা নিতে চায় না, ৩ টিকার দেশ আমেরিকায় পর্যন্ত ৫৬% এর বেশি লোককে টিকা নিতে বাধ্য করতে পারে নাই, উবার ফ্রী ভাড়া + ১০০ ডলার নগদ অফার করার পরও। মানুষকে আনতে পারছেনা।
বেশিরভাগ মানুষ মনে করে করোনা ভুয়া একটা জিনিস এত সিরিয়াস হওয়ার কিছু নেই, আর টিকাও ফালতু জিনিস ক্ষতিকর জিনিস।
উনি যা বলতেছিলেন -
বাংলাদেশ ১৮+ সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর। কেউ যাতে অন্যান্য দেশের মত অনিচ্ছুক না হয়, তাই আগাম হুশিয়ারি দেয়া। তবে তারিখটা ভুলে বলে ফেলেছেন। বুড়া মানুষ।
০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৫
শাহ আজিজ বলেছেন: স্বাস্থ্য বিভাগ যে ওনার না তা তিনি ভুলে গিয়েছিলেন । এসব গুরুত্বপূর্ণ জায়গায় এসব বড় দাগের ভুল করতে নেই ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৬
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অতি আবেগের বশে বলে ফেলেছিলেন মনে হয়।