নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভাল লাগে ভাসতে নতুন আশায়

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৯



সুইডেন করোনার জন্য নতুন ইনহেলার ধরনের প্রতিষেধক বের করেছে । ৬ মাস আগে এরকম খবর পড়েছি বিদেশী পত্রিকায় , খুব সিরিয়াসলি নেইনি । আজ স্টার খুলে দেখি আশাপ্রদ সেই কাহিনী যার একটা স্নিফেই সব ধরনের ভ্যারিয়েনট ধ্বংস হবে , এটা উৎপাদকদের কথা , আমার নয় । সাথে ডাঃ আব্দুল্লাহর বার্তা আরও সাহসী করে তুলল । মুগদা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর স্বেচ্ছাসেবিদের এই ইনহেলার শ্বাসের সাথে টানতে হবে ।

সুইডেনে ইদুরের ওপর পরীক্ষা চালিয়ে ১০০ ভাগ কার্যকর প্রমান হয়েছে । বাংলাদেশে হিউম্যান ট্রায়াল হবে খুব শিঘ্রিই । এটার উপকার হচ্ছে এটা সংরক্ষনের জন্য ফ্রিজ লাগবে না , সিরিঞ্জ দরকার নেই , নার্স এরও প্রয়োজন নেই । রেজিস্ট্রেশন ? ওসব ডাস্টবিনে ফেলে দিন । আজকের স্টার পত্রিকা দেখুন । ছবি ডেইলি স্টার ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৩

হাবিব বলেছেন: দারুণ সংবাদ

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৭

শাহ আজিজ বলেছেন: আমারও তাই মনে হয় ।

২| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিজন কুমার শীল সাহেবও মনে হয় কয়েকদিন আগে এই ধরণের একটা ওষুধের কথা বলেছেন। বাংলাদেশে কি এটা কেউ তৈরি করার প্রক্রিয়ায় আছে? উনি আরও বলেছিলেন জিংক আর ভিটামিন সি ডেল্টার বিরুদ্ধে ভালো কাজ করে।

কিন্তু এইটা আসলে ভ্যাক্সিনের ব্যবসার কি হবে? :)

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৬

শাহ আজিজ বলেছেন: ব্যাবসা ভাগে যোগে হইব ।

৩| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৫

বিটপি বলেছেন: বাংলাদেশে এত মানুষ থাকতে ট্রায়ালটা সুইডেনের এত দামি দামি ইঁদুরের উপর কেন চালানো হল?

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৫

শাহ আজিজ বলেছেন: ট্রায়ালের কিছু নরমস আছে । তাছাড়া ভাইরাস নিয়ে নাড়াচাড়া একটু ঝুকি পূর্ণ ব্যাপার , এটা আমার ধারনা ।

৪| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৮

শেরজা তপন বলেছেন: ইনহেলারটা কারা আবিষ্কার করেছে -সুইডেন না বাংলাদেশ? কনফিউজড হলাম
খুব ভাল খবর

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪১

শাহ আজিজ বলেছেন: সুইডেন । বাংলাদেশে ট্রায়াল হবে ।


তবে ইনসেপটা আর সিনাভ্যাক ঢাকায় টিকা উৎপাদন করবে । এ মাসেই চুক্তি ।

৫| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা টিকা না ইনহেলার? আপনি উপরে বললেন টিকা।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: ইনহেলার । ওটা আলাদা বিষয় ।

৬| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৪

স্প্যানকড বলেছেন: ভালো খবর এইবার করোনা রে খাইছি ! তবে চোরাকারবারি বা দুই নম্বরি শুরু না হলে ভালো আর দাম হাতের নাগালে রাখা চাই। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৪

শাহ আজিজ বলেছেন: যে বাঙালি ব্রিজে ফেরি দিয়া ধাক্কা দেয় সে ইনহেলারও বানাইতে পারে।

৭| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে ট্রায়ালের ব্যবস্হা করেছে?

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪১

শাহ আজিজ বলেছেন: ডাঃ আবদুল্লাহ তো তাই বলল ।

৮| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: বাহ!

আসলেই আশা হারালে চলবে না!!!!!

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৫

শাহ আজিজ বলেছেন: আশাই শক্তি আশাই ভরসা ।

৯| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: আমি সত্যিই আশা রাখি খুব তাড়াতাড়ি মানুষ এই বিপদমুক্ত হবে ভাইয়া।

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২

শাহ আজিজ বলেছেন: সেরে উঠতে উঠতে আরেকটা এসে হাজির হবে । জীবাণু যুদ্ধ কার্যত শুরু হয়ে গেছে ।

১০| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




আশায় আশায় থাকি............

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪১

শাহ আজিজ বলেছেন: ওই আশাটুকুন থাক


বাকি সব যাক

১১| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: হায় হায় তাহলে কি আর মুক্তি নাই!!! :(

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৩

শাহ আজিজ বলেছেন: আপাতত ওইরকম সিগন্যাল দেখি না



মিছা কথা কইয়া কি লাভ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.