নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আর্তনাদ

১৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৯

গেটি ইমেজ



"ভারাক্রান্ত মনে অনেক আশা নিয়ে আপনাদের চিঠি লিখছি। কয়েক শত শিশুকে ওরা অপহরণ করেছে। বিয়ের বাজারে ছোট ছোট মেয়েদের বিক্রি করে দেওয়া হচ্ছে। আমাদের সুন্দর দেশটাকে,দেশের মানুষকে এবং শিল্প সচেতন মানুষকে তালিবানের হাত থেকে বাঁচান। আফগানিস্তানে মানবাধিকার সঙ্কট দেখা দিয়েছে কিন্তু নীরব গোটা দুনিয়া। আমরা এই নীরবতায় অভ্যস্থ হয়ে গিয়েছি। কিন্তু এভাবে আমাদের একা ফেলে রেখে চলে যাওয়াটা অন্যায়। গত ২০ বছরে আমরা যা কিছু অর্জন করেছি,সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি এবং আমার মতো শিল্প সচেতন মানুষ এখন ওদের হিটলিস্টে ।
তালিবান শাসনের সময় স্কুলে ছাত্রীদের সংখ্যা ছিল শূন্য। গত কয়েক বছরে সব স্কুলে মেয়ে পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষে। দেশের তৃতীয় বৃহত্তম শহর হেরাটের স্কুলগুলিতে মোট পড়ুয়ার ৫০ শতাংশই মেয়ে। কত পরিশ্রমের পর এই কৃতিত্ব অর্জন করেছি আমরা, তা কিন্তু জানে না বিশ্ব। ইতিমধ্যেই ২০ লক্ষ মেয়েকে স্কুল ছাড়তে বাধ্য করেছে তালিবান। আমি এই পৃথিবীর নিয়মনীতি বুঝি না। এই নীরবতাও বুঝি না আমি। নিজের দেশের জন্য লড়তে প্রস্তুত আমি। কিন্তু আমার একার পক্ষে তা সম্ভব নয়। আমাদের সঙ্গে যা ঘটছে, সে দিকে নজর দিতেই হবে। কিছু দিনের মধ্যেই হয়তো আর ইন্টারনেট ব্যবহার করতে পারব না আমরা। অন্য ভাবে যোগাযোগের রাস্তাও হয়তো থাকবে না। হয়তো আর কয়েকটা দিনই আছে আমাদের হাতে। তার আগে বিশ্বের কাছে আমাদের আর্তি পৌঁছনো দরকার।"
# আফগানিস্তানের প্রখ্যাত মহিলা চিত্র পরিচালক সাহারা করিমি

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৪

সাসুম বলেছেন: সিনেমা কোন মুসলিম কান্ট্রির জিনিষ হতে পারেনা। এসব হারাম ! একেতো এই মহিলা নারী আবার সিনেমা কমিশান এর হেড??

এসব নাস্তেক নাসারা দের কাজ।

আল্লাহর জমিনে এই সব নাস্তেক সিনেমা বানানি বা প্রদর্শন চলতে দেয়া যাবেনা।

এই সব নারী শিক্ষা, নারী অধিকার ভুয়া কথা। তালেবান হল সহীহ ইসলামের পথে চলা দল। তারা যেভাবে বলবে তাই হবে।

যাদের দেশ তারা তাদের মত করে চালাবে, আমাদের কি? তারা শরিয়া মতে চললে আমাদের সমস্যা কই?

নারায়ে তাকবির , আল্লাহ আকবর।

একদিন, বাংলাস্তান এ আমরা এমন তালেবান শাসন জারি করব। আমাদের ৯৫% ভাগ মোসলমান ভাই এই শরীয়া আইন চায়।

আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।

১৯ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪০

শাহ আজিজ বলেছেন: আপ্নে মাথার ডাক্তার দেখান , দ্বৈত চরিত্র ভাল না । শেঞ্জেনে তো মানুষ সুস্থ থাকে , আপনার কি হইল ?

২| ১৯ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: আমার মতো খুদ্র মানুষ কিছুই করতে পারবে না শুধু লেখিকার কথার সাথে সম্মতি প্রকাশ করা ছাড়া।

১৯ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪১

শাহ আজিজ বলেছেন: সম্মতিই যথেষ্ট ।

৩| ১৯ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৬

সাসুম বলেছেন: না, আপনার লেখায় আর মন্তব্য করা যাবেনা।

আপনি সারকাজম ধরতে পারেন না। ক্ষমা করবেন।

১৯ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫২

শাহ আজিজ বলেছেন: বুড়া বয়েসে সারকাজম ভাল না ।

৪| ১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫

বিটপি বলেছেন: গ্যাঞ্জা খোর এবার জায়গামত ধরা খেয়েছে। আসলে তালেবানদের বিনা যুদ্ধে জিততে দেখে মাথা খারাপ হয়ে গেছে। তাই এখন ইসলামী শরীয়ার গুষ্টি উদ্ধার করতে গিয়ে মাথায় সমস্যা দেখা দিয়েছে।

আফগানরা যদি তালেবান শাসন পছন্দ না করে থেকে, এতদিন সুযোগ পেয়েও নিজেদেরকে শক্তিশালী করতে পারল না কেন? কেন সেনা পুলিশ জনতা একাট্টা হয়ে রুখে দিতে পারলনা এই বর্বর পশুশক্তিকে? স্বাধীনতা বিরোধীরা সংখ্যায় যতই কম হোক, শক্তিতে যত দুর্বলই হোক, আওয়ামী লীগ তাদের মোকাবেলায় কোথাওই কোনরকম ছাড় দেয়নি। তাহলে আফগানরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সাহায্য পেয়েও কেন নিজেদেরকে গড়ে তুলতে পারল না? এখন তাদের ম্যাও প্যাওতে কেউই সাড়া দেবেনা।

১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৬

শাহ আজিজ বলেছেন: বিশ্ব অবগত কিন্তু তারা আবারো ছ্যাকা খেতে রাজী না । জাস্টিন ট্রুডো বলেই দিলেন তালেবান সরকার গঠন করলে তারা কোন সমর্থন বা সাহায্য দেবেনা ।

আমাদের অপেক্ষা করতে হবে কদিন পরিস্থিতি দেখতে ।

৫| ১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০০

আমি নই বলেছেন: বিটপি কিন্তু কঠিন কথা বলেছেন, আসলেইতো এত এত যুদ্ধাস্ত্র, ট্রেনিং, বিমান, তালেবানের চাইতে ৬ গুন বেশি সংখার বাহিনী, এগুলোই যখন দেশ রক্ষা করতে পারলনা তাইলে বহিবিশ্ব কি করবে? আফগানীরা অনেক সময়, সহযোগীতা পেয়েছিল নিজেদের শক্তিশালী করার কিন্তু সম্ভবত দুর্নিতীর কারনে পারেনি। এখন সবাইকে ভুগতে হবে।

৬| ১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৬

শোভন শামস বলেছেন: বাহিরের কোন শক্তি কখনো কোন জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে না, তাঁদের উপর নির্ভরশীল বানিয়ে দেয়। একটা জাতিকে তাঁর ভেতরের শক্তিকে জাগিয়ে এগিয়ে যেতে হবে। আফগানিস্থানের মানুষ ভাল থাক এটাই চাই। তাঁদের ভু - কৌশল গত অবস্থান তাঁদের এই দুর্দশার কারন।

৭| ১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

অধীতি বলেছেন: আপাতত কিছুই বলতে পারছিনা, তালিবান দেখতেছি সরকার গঠনই করতে পারেনি আবার তারা নারীদের বিষয়ে এখন পর্যন্ত উদার ভাব দেখিয়ে যাচ্ছে। এর মধ্যে ২০ লক্ষ্য মেয়েকে ইশকুল ছাড়তে বাধ্য করছে কথাটা ঘোল পাকিয়ে দিচ্ছে আমাকে। দেখা যাক সামনে কি হয়। এখন পর্যন্ত বর্তমান তালিবান প্রশাসনকে ব্যতিক্রম মনে হচ্ছে।

১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৭

শাহ আজিজ বলেছেন: একটু আগে খোলস ছেড়ে বেরিয়েছে শয়তানরা , বলছে শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র চলবে , গনতন্ত্র নয় ।

আই এম এফ তালিবানের ৪৫০ মিলিয়ন ডলার আটকে দিয়েছে ।

৮| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,





এই আর্তনাদ শুধু সাহারা কারিমিরই থাক। সামনের দিনগুলোতে আর এসন আর্তনাদ যেন আমাদের কানে না আসে সে আশায় রইলুম। কিন্তু আশা তো কুহকীনি .............

১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৫

শাহ আজিজ বলেছেন: আমি বেশ মনোযোগী এসব বিষয়ে । শুধু ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র চলবে বা সামাজিক অনুষঙ্গ নির্দেশিত হবে আমি তেমনটি ভাবী না । এশিয়া এবং ইউরোপের কয়েকটি রাষ্ট্র যেমন চীন , সুইস , নরওয়ে , সুইডেন এর দিকে তাকালে মনে হয় ওখানে গিয়ে থাকি । আমি এদের সন্মন্ধে ভাল জানি ।

তালিবান গেড়ে বসলে আমাদেরও দুশ্চিন্তার কারন ।

৯| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




দুঃখিত , টাইপো হয়েছে -- এসন < এমন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.