নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল কি দেখেছিলেন দিয়াবাড়ি থেকে পল্লবি মেট্রো রেলের ট্রায়াল ? মেট্রোরেল চলাচলের জন্য নগরীতে নির্মিত হয়েছে উড়াল রেলপথ। এই উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে রবিবার(২৯ আগস্ট)। ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে।
এরই পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে। মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি। ঢাকার বুকে মেট্রোরেল দেখল নগরবাসী মুগ্ধ নয়নে। আশেপাশের বাড়ির জানালা, বারান্দা থেকে উৎসুক মানুষ থমকে দাঁড়ায়। শুক্রবারের রাস্তায় লোকজন কম তারপরেও মেট্রোরেল প্রথমবারের মতো এক নজর দেখা এটা তো কম কথা নয়। রাস্তা থেকে দেখা যাচ্ছিল না তাই আশেপাশের ভবন থেকে নাগরিক শহরের মানুষ দেখল মেট্রোরেল।
আমি ওয়েবে দেখেছি । খুব আনন্দ এবং গর্ব হচ্ছিল যে আমরাও------------------------।।
একদিন চড়তে হবে আমাদের মেট্রো রেলে । সাথে চিপস আর ডায়েট কোক নেব । বারবার ঘুরব , কতইবা যাবে পকেট থেকে । প্রথম আন্ডারগ্রাউনড রেলে পিকিঙ্গে চড়ি । তারপরে হংকং , পরে গুয়াংচউতে । আমরা যারা আবেগে খুশিতে ট্রেন চড়ব তাদের ঠ্যালায় অফিসগামিদের যাত্রা বাধাগ্রস্থ হবে । গ্রাম থেকে মানুষ আসবে আকাশ ট্রেনে চড়তে । দারুন হবে তাইনা?
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২১
শাহ আজিজ বলেছেন: খুব অল্প , কারন পল্লবীর পর রেলপথ বসানো হয়নি ।
২| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও চড়বো একদিন
যদি ততদিন বেঁচে থাকি !!
দুই ডোজ টিকা নেবার পরেও
করানায় আক্রান্ত হচ্ছে মানুষ !
খবর রাখ্নে কি!
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৫
শাহ আজিজ বলেছেন: হ , রাখি বইলাই সাবধানে চলাফেরা করতাছি ।
৩| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: যানজট কিছু কমবে কি না এটা নিয়ে আমি চিন্তা করছি। যানজট কমানো খুব দরকার। ঢাকা শহরে গাড়ির গড় গতিবেগ মাত্র ৭ কিলোমিটার।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫০
শাহ আজিজ বলেছেন: পল্লবি থেকে গুলিস্তান রেল লাইন না লাগলে ট্রেন পুরো পথ চলতে পারবে না । কাল বিস্তারিত জানা যাবে ।
৪| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৬
স্প্যানকড বলেছেন: ভালো কিছু আশা করছি । ভয় হয় কবে কোন আন্দোলনে মেট্রোরেল এ হামলা শ খানেক নাই! আগেই কইয়া থুইলাম এর নাম বাংলাদেশ ! ভালো থাকবেন।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৬
শাহ আজিজ বলেছেন: যদি যাত্রীরা ওদের ধাক্কা দিয়ে ফেলে দেয় ? মাঝ রাস্তায় নিয়া আটকে রাখলে নামার উপায় নাই ।
৫| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: গতকাল দেখরাম ফেসবুক আর ইউটিউবে
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৪
শাহ আজিজ বলেছেন: আমিও তাই দেখেছি তবে এবার চড়ে দেখতে হবে ।
৬| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৭
শেরজা তপন বলেছেন: বড় ইচ্ছে ছিল ছাদ থেকে একটা ছবি তোলার। আমি মেট্রোরেলের শুরু থেকে ছবি রেখেছি( নিজের তোলা)
এইটা মিস হয়ে গেল
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৫
শাহ আজিজ বলেছেন: কাল তোলা যাবে , কাল উদ্বোধন যে ।
৭| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৭
কামাল১৮ বলেছেন: টিভিতে দেখলাম।ভালই লাগলো।প্রশ্নহলো চোরের কতদিন ভালো রাখে দেখার বিষয়।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫২
শাহ আজিজ বলেছেন: এইটা উচুতে তো খুব বেশি সুবিধা করতে পারবে না । পইড়া গেলে হাত পা ভাইঙ্গা যাইব ।
৮| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
ছবি দেখে ও পাঠে ভাল লাগল ।
টিভিতে চলন্ত ট্রেনটির দৃশ্য অবলোকন করেছি ।
মেট্রো রেল ভ্রমনে আপনার অভিজ্ঞতা
শেয়ার করলে আরো ভাল লাগবে ।
শুভেচ্ছা রইল
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , আগে চড়ি তারপর লিখব ।
৯| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৫
জগতারন বলেছেন:
সততা থাকলে সব ভালো কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব।
আসুন আমরা সবাই দেশকে ভালবাসি,
এবং যে যার অবস্থান থেকে দুণীতি মুক্ত সন্ত্রাস মুক্ত
বাংলাদেশ গড়ার অংগীকার করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । আমাদের ছা পোষাদের হাত বাড়ানোই থাকে ।
১০| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুসংবাদ
২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৪
শাহ আজিজ বলেছেন: সুসংবাদই বটে ।
১১| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৫
পাঠক০০৭ বলেছেন: চিপস আর ডায়েট কোক খেয়ে মাশাল্লাহ বাঙালি সব ট্রেনেই ফেলে আসবে।
২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৫
শাহ আজিজ বলেছেন: সাথে ডাস্টবিন রাখতে হবে , বি কেয়ারফুল
১২| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫৪
অক্পটে বলেছেন: খুব ভাল লাগল। শুভকামনা দেশের প্রথম মেট্টো রেলকে।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৩
শাহ আজিজ বলেছেন: আমার খুব আনন্দ হচ্ছে । এই ট্রেনে চড়তে গ্রাম থেকে লোক আসবে ঢাকাতে ।
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:৫৪
সোহানী বলেছেন: আপনার অভিজ্ঞতার অপেক্ষায় থাকলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৬
শাহ আজিজ বলেছেন: হুম , একদিন চড়ব ঠিক দেখে নিও ।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
শুরুতে কত কিলোমিটার পথ চালু হবে?