নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিল্পী শাহাবুদ্দিন এর অ্যালবাম থেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গুরুতর একটি বিষয়ের সুচনা করেছেন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হবার পরে বাকশালের নেতারা কি করেছিলেন । ওইদিন সকালবেলা আমি হতভম্ব হয়ে উঠে বাজতে থাকা রেডিও শুনে অবাক হয়ে গেলাম। রাস্তায় লোকজন কম । সামনের দোকানে একটা ছোট রেডিওতে দুতিন জন মানুষ শুনছে ঠিক আমার মতই । বেরিয়ে পড়লাম , গেলাম বন্ধুর বাড়ির সামনে । ওখানে দাড়িয়ে আমরা একধরনের নিরব আড্ডায় মেতে উঠলাম । বন্ধুর ছোট ভাই আর গোষ্ঠীর আত্মীয়স্বজন মিষ্টি বিলাচ্ছে । হতবাক আমি , দ্রুত বাসায় চলে এলাম । সেই ভাইটি গত বছর করোনায় মারা গেছে । মারা যাবার আগে সে ওই জেলা যুব লীগের সভাপতি ছিল । আমি দীর্ঘ সময়ে এরকম অদলবদলের খেলা অনেক দেখেছি । পেপারে ওর মৃত্যু সংবাদ পড়ে প্রশ্ন জাগল কেউ কি ওর মৃত্যুতে মিষ্টি বিলিয়েছিল ?
বাকশালের নেতারা বঙ্গবন্ধুর লাশ ডিঙ্গিয়ে বঙ্গভবনে হালুয়া রুটির ভাগা নিতে গিয়েছিল । তারা ওভাবেই ওই স্বভাবে গড়ে ওঠা মানুষ তাদের কাছে কি কাদের সিদ্দিকি মার্কা বিদ্রোহ আশা করেন । কাদের সিদ্দিকি তার বঙ্গবন্ধুর প্রতি অতিপ্রেমের পুরস্কার পেয়েছিলেন ।
কাকতালীয়ভাবে একই দিনে জিয়ার কবরে জিয়া নেই তর্ক আর গুম হয়ে যাওয়া মানুষদের স্ত্রী , সন্তানদের আহাজারি বেশ ভাবুক করে তুলল আমায় ।
প্রধানমন্ত্রী কি ভেবে চিন্তে এমন বিষয় এমন সময়ে হাতে তুলে নিলেন ?? আমি দ্বিধাগ্রস্ত !!
এই আলোচনাটি সবার জন্য উন্মুক্ত।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন: জিয়াও দৌড়ের উপর বাট কম স্পীডে -----------------------------
২| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫২
স্প্যানকড বলেছেন: এদেশ অসভ্য রাজনীতিবিদ দের হাতে জিম্মি ! এতদিন ঠেলাঠেলি চলছে স্বাধীনতার ঘোষক নিয়া আর এখন লাশ নিয়া। খবরে দেখলাম, প্রধানমন্ত্রী বলেছিলেন জিয়ার বদলে অন্য কারো লাশ ছিল। যার পড়া ছিল কম্বেট ড্রেস! এরশাদ বলে গেছে নাকি। আল্লাহ ভালো জানে। তবে পরিষ্কার হওয়া দরকার। যে সব লোক তখন হালুয়া রুটি খেয়েছিলেন তারা এখন মোরগ পোলাও খায় এই ফারাক! ভালো থাকবেন।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১১
শাহ আজিজ বলেছেন: তবে এই যেখানে সেখানে কবর দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে ওটা উঠিয়ে বগুড়ার গাবতলিতে দেয়া যেতে পারে । এরশাদ একটা পচা জেনারেল তয় তার টাইমে ক্যু টু হয় নাই ।
৩| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ৫০ বছর পার হয়েছে, আরো ৫০ বছর পর হয়তো নিশ্চিত হওয়া যাবে। আমি অথবা আমার বয়সীরা তখন থাকবে না।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৬
শাহ আজিজ বলেছেন: ওই সময় বেচে থাকা নেতারা সবাই বঙ্গভবনে লাইনে ছিলেন । আমরা বিস্মিত এবং অবাক । এর একটা নিস্পত্তি হওয়া দরকার ।
৪| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্য বিকৃত হয়েছে। যা জানার জানাজানি হয়েছে এবং যথেষ্ট জানাযাও হয়েছে। আমার মতে এখন সবাইকে বাস্তবিক হওয়া দরকার এতে আসপে নিষ্পত্তি হবে।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: হটাত এই প্রসঙ্গ আমায় বিস্মিত করল ।
৫| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই জন্য লিখেছিলাম আরো ৫০ বছর পর হয়তো কিছু হবে। দেশের বেশিরভাগ মানুষ ভাতের চিন্তায় বিভ্রান্ত। রাজনীতির অথর্ আমি জানি না। ভাতার টাকায় বৃদ্ধরা এখনো ভাত কিনতে পারেননি। (মাঝে মাঝে খুব কষ্ট হয়। মানবতা কি মৃত্যুবরণ করেছে?)
৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৫
শাহ আজিজ বলেছেন: একটা অর্থনৈতিক শক্তি হিসাবে দাড়াতে হলে অনেক কিছুই বাদ দিতে হবে ।
৬| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ৫০ বছরেও ভাগবাঁটোয়ারা শেষ হইনি এবং আর কত লুটপাট হবে? হায়া শরম গলায় দড়ি দিয়েছে। চোরচোট্টা এবং ডাকাতরা এখন চোখ টাটিয়ে হাঁটে।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: ন্যায়বিচার গুম হয়ে গেছে ।
৭| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা সত্যি যে প্রথমে জিয়াউর রহমান এবং আরও দুই জনকে একটা কবরে দাফন করা হয়েছিল। এটা চিটাগাং বিআইটির কাছে একটা জায়গা ছিল। এই ব্যাপারটা ১৯৮১ সালেই পেপারে এসেছিলো।
কিন্তু অহেতুক এই সময় এই প্রসঙ্গ তোলার কোন যুক্তি দেখি না। জিয়ার দেহ প্রায় ১০০ মেশিন গানের গুলিতে ঝাঝরা হয়ে গিয়েছিল। তার মরদেহ এমনিতেই প্রায় ছিন্ন বিছিন্ন হয়ে গিয়েছিলো। তারপর আবার লাশ গণ কবর থেকে ঢাকায় আনা হয়। মৃত মানুষ নিয়ে এই সব বলার কোন দরকার অন্তত আওয়ামী লীগের এখন নাই। তাদের সময় যাচ্ছে, কে তাদের ঠেকাবে। অহেতুক এই সব কথা না বলাই ভালো। এগুলির কোন রাজনৈতিক ফায়দাও নাই।
মিষ্টি বিতরণের কথা কিছু বইয়েও পাওয়া যায়। যদিও তা অনাকাঙ্ক্ষিত।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:০২
শাহ আজিজ বলেছেন: আমরা চাইনা পুরাতন প্যাচাল নিয়ে ঘাটাঘাটি করতে তবুও এসে যায় ।
মানুষকে অন্যদিকে ব্যাস্ত রাখার একটি চেষ্টা হবে হয়ত।
মিষ্টি বিতরন আমার নিজ চোখে দেখা । এরাই লীগের পাতি নেতা হয়েছে ।
৮| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
'৬৯ এ পালায়েছিলো, '৭৫'এ পালায়েছিলো, আবারো পালাবে।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৪
শাহ আজিজ বলেছেন: কে পালিয়েছিল ??
৯| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৯
কুশন বলেছেন: মাওলানা ভাসানী সাহেব নাকি বঙ্গবন্ধুর মৃত্যুর খবর শুনে খুশি হয়েছিলেন?
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৫
শাহ আজিজ বলেছেন: এরকম তথ্য পাইনি কখনো ।
১০| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাটপার ও ধান্দাবাজের অভাব নেই এই সোনার দেশে। স্বভাবতই ভোল পাল্টে নেয়াতে দক্ষ আমাদের নেতা-পাতিনেতা ভাইয়েরা। এক সময়ে এদের কেহ কেহ মিষ্টি বিতরণ করিলেও পরবর্তীতে ইহাদের শিন্নি বিতরণেরও অগ্রভাগে দেখা গিয়াছে ইহাই স্বাভাবিক।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৭
শাহ আজিজ বলেছেন: আমাদের চরিত্র আগের জন্মেই নষ্ট ছিল ।
১১| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি-জামাতেরর রাজনীতি দীর্ঘদিন থেমে আছে, ঘুমিয়ে আছে।
নুরাকে দিয়ে পরে মামুনুলদের দিয়ে চালাচ্ছিল, মামুনুল ফেঁসে যাওয়ার পর নুরারাও থেমে যায়। পর বলতে গেলে সবকিছুই থেমে গেছিল।
হাসিনা এটা সেটা বলে, জিয়ার কবর ইত্যাদি ফালতু বিষয় তুলে ওদেরকে একটু জাগিয়ে তুলতে চাচ্ছে।
সাধারন পাবলিককে অন্যদিকে ব্যাস্ত রাখা হল, একদিকে মিডিয়াকেও ব্যাস্ত রাখা, ওরা অনেকদিন নিউজ খরায় ভুগছিল।
ব্লগারদের এসব ফালতু ইশু নিয়ে ব্রেন নষ্ট করে লাভ নেই।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৮
শাহ আজিজ বলেছেন: দুঃখিত
১২| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৭
নেওয়াজ আলি বলেছেন: জিয়াকে ভালোবাসার লোকের অভাব নাই । তারা এখন দৌড়ের উপর আছে কারণ সময় তাদের দৌড়ের উপর রাখছে তবে হয়তো একদিন --------।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫০
শাহ আজিজ বলেছেন: হয়ত বা ------------------
১৩| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৩
বিটপি বলেছেন: আজকে না করুক মাননীয় প্রধানমন্ত্রীর যদি এমন পরিণতি হয়, তবে তার তার আশেপাশে ঘুরঘুর করতে থাকা মধুমক্ষিকাদের আচরণ দেখেও আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫১
শাহ আজিজ বলেছেন: এসব বলতে নেই ।
১৪| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৪
বিটপি বলেছেন: আজকে আল্লাহ না করুক মাননীয় প্রধানমন্ত্রীর যদি এমন পরিণতি হয়, তবে তার আশেপাশে ঘুরঘুর করতে থাকা মধুমক্ষিকাদের লম্ফঝম্প দেখেও আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
১৫| ৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০৯
রানার ব্লগ বলেছেন: লোভী মানুষেরা যা করে তারাও ঠিক তাই করেছিলো। রাজনীতিতে যে যতো বেশি রঙ বদলাতে পারবে সে ততবেশি সাকসেসফুল। অবশ্য রঙ বদলাতে বদলাতে এরা গিরগিটি হয়ে যায় তখন আর এদের কেউই গুরুত্ব দেয় না যেমন মওদুত আহমেদ।
৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৫
শাহ আজিজ বলেছেন: আহা মওদুদ এক পিস মাল আছিল ।
১৬| ৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:১০
ফুয়াদের বাপ বলেছেন: আমরা সেই দুর্ভগা জাতি যারা নিজেদের স্বাধীনতার নায়ককে নিজেরাই মেরেছে। সংখ্যালুঘু সুবিধাভোগীরা ক্ষমতার দন্ড পেতে লম্ফ-জম্ফ করেছিল ইতিহাস সাক্ষী।
বঙ্গবন্ধু পরবর্তী দেশ গঠনের অগ্রদুত মেজর জিয়াউর রহমান জনমানুষের কাছে জননন্দিত হয়েছিল তার কাজের মাধ্যমেই। দেশকে এগিয়ে যাচ্ছিল এমন সময় নিজেরাই নিজেদের অগ্রযাত্রা রুখে দিয়েছে বুলেটের বুক ঝাঝরা করে।
অর্ধ শতাব্দি পরেও লেবুর মতো কচলে যাচ্ছে বঙ্গবন্ধু আর জিয়া ইস্যুকে।
পৃথিবী এই মুহুর্তে কোথায় পৌছে গেছে আমাদের আমজনতার খবর নাই। মহাকাশে স্টেশনে যাবার জন্য ইলিভেটর বানানো শুরু, টেসলার অত্যাধুনিক ইলিকট্রিক গাড়ি চলছে রাস্তায়, আকাশের মেঘ নিয়ন্ত্রনের চেষ্টা করে যাচ্ছে দুবাই, একক মহাকাশ স্টেশন কারার কাজ করে যাচ্ছে চীন, মাছ আকৃতির রোবটিক সাবমেরিন দিয়ে সাগর সিকিউরিটি নিয়ন্ত্রন করছে কেউ কেউ...ইত্যাদি ইত্যাদি।
আর আমরা পরে থাকি মজিব-জিয়া আর স্বাধীনতার পক্ষ-বিপক্ষ কিংবা পরীমনি টাইপের ইস্যু নিয়ে---
৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৯
শাহ আজিজ বলেছেন: কি যে হইছে সবার বোঝা মুশকিল ।
আসলেই এইসব ইস্যুর সমাধান হওয়া উচিত ।
১৭| ৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১১
কচু+আলু+আদা বলেছেন: লাশ নিয়ে রাজনীতি বাংলাদেশে নতুন কিছু না।
৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
শাহ আজিজ বলেছেন: এটা রাজনীতি নয় বরং আরও সতর্ক হওয়া যাতে ভবিষ্যতে আর এরকম ক্ষমতার বদলে রক্তপাতের প্রয়োজন না হয় ।
১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৭
বিষক্ষয়_রিটার্নস বলেছেন: ছাপ্পর মাইরা আসবে, থাপ্পড় খাইয়া যাবে আজকে না হইলে কালকে.........এইটাই দুনিয়ার নিয়ম
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: ভাল বলেছেন ।
১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৪
এইচ তালুকদার বলেছেন: ফুটবলার কায়সার হামিদ এর বাবা লে.কর্নেল হামিদ(উনি ৭৫ এর ১৫ আগস্ট ঢাকা ক্যান্টনমেন্ট এর স্টেশন মাস্টার ছিলেন,বঙ্গবন্ধুর লাশ শনাক্ত করে দাফন এর দায়িত্ব পালন করেন) এর লেখা একটা বইতে উনি জিয়া কে সরাসরি বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী করেছেন।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫০
শাহ আজিজ বলেছেন: সেনা উচ্চ কর্মকর্তারা , সেই সময়কার , প্রায় সবাই এই কাহিনী জানেন এবং তাদের কারো না কারো পক্ষ নিতে হয়েছে । খুনিদের পুনর্বাসন ছিল মারাত্মক একটি ভুল । ৭১ এ রেডিও ঘোষণা , রাইফেল হাতে নেওয়া কোন কিছুই এই রকম একটি হত্যাকাণ্ডের বৈধতা দেয় না । বইটির নাম , প্রকাশনা প্রতিষ্ঠানের নাম দেবেন , সংগ্রহ করব ।
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১১
এইচ তালুকদার বলেছেন: বইয়ের নাম মনে পড়ছে না তবে কর্নেল অবঃ এম এ হামিদ এর বইগুলো রকমারি তে পেয়ে যাবেন।উনার লেখা পাকিস্তান থেকে পলায়ন বইটাও পড়ে দেখতে পারেন।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫১
কামাল১৮ বলেছেন: জিয়া ছাড়া বাকি সব দৌড়ের উপর ছিলো।