নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝুড়িতে ধরছে পানি
চারদিকে তার ফাকা
পানিগুলো সব গড়িয়ে পড়ছে
খেয়াল কর বোকা ।
কতক্ষন আছ বসে
তা দুঘণ্টা হবে
কপাল পোড়া ওয়াসা
এমন দুটো নেই এই ভবে
এমন যদি চলতে থাকে
নাওয়া খাওয়া হবে কবে ।
পাত্রটা বদলে ফেল
এসো বালতি নিয়ে
জীবনটাকে বদলে দাও
ভাবনা চিন্তা দিয়ে।
তাইতো এ আমি করছি কি
কল তলায় ঝুড়ি
মাথায় আমার চেপেছে ভুত
দুই দশে কুড়ি ।
ভুতেরা সব পানি খেল
দোষ হবে আমার
এখন কি হবে কাকা
পথ করে দাও বাচার ।
ছড়াঃ শাহ আজিজ
ছবিঃঅজানা উৎস
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
শাহ আজিজ বলেছেন: আমরা যেন ফুটো কলস বা ঝুড়িতে পানি না ধরি ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি তো আফ্রিকা মহাদেশের পুরো ইতিহাস তুলে ধরেছেন ছবিতে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
শাহ আজিজ বলেছেন: তাই নাকি ? হা হা হা
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
জুন বলেছেন: মজার সেই সাথে অর্থবোধক একটি ছড়া
+
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
শাহ আজিজ বলেছেন: ছবি দেখে মজা পেলে ছড়াও এসে যায় অজান্তে । আগে আলসেমি করতাম , এখন সাথে সাথে লিখে ফেলি ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৫
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
মাথায় যখন ভুত চাপে তখন " দুই দশে কুড়ি" হবার কথা নয় হবে - "পাঁচ দশে কুড়ি"!!!!
অর্থবোধক ছড়া।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আহমেদ ।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৯
ইন্দ্রনীলা বলেছেন: হা হা ফুটা ঝুড়িতে পানি ভরে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৯
শাহ আজিজ বলেছেন: তাইতো দেখা যাচ্ছে।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০
ইন্দ্রনীলা বলেছেন: এর পরেরটা মনে হয় চালুনি নিয়ে বসবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৩
শাহ আজিজ বলেছেন: বসতেও পারে , হুম
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩২
কলাবাগান১ বলেছেন: একটু 'সিরিয়াস' কমেন্ট....হা হা হা...
এই ঝুড়িটা কলতলায় রাখা হয়েছে পানি যাতে চারদিকে ছিটকায়ে না পড়তে পারে....ছবির সাদা-সিধা লোকটাকে 'হয়ত' ফটোশপ করে বসানো হয়েছে....ছবিতে ও 'রেসিজম' ....কখনও দেখবেন না যে এরকম ছবিতে সাদা চামড়া বা ইউরিপিয়ান কোন লোক কে বসানো হয়েছে। কিন্তু ইউরোপেও অনেক বেকুব লোকজন আছে
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: আমারর মনে হয় স্রেফ মজার ফটোগাফি করার জন্য ওকে বসিয়ে ছবি তোলা হয়েছে ।
নাহ , রেসিজম ? এতো ডিপলি ভাবি নাই । শুধুই মজা ।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫১
জুল ভার্ন বলেছেন: ছড়া কবিতায় সুন্দর একটা মেসেজ আছে। ভালো লাগলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩
তারেক ফাহিম বলেছেন: রম্যের ছলে শিক্ষনিয় ছড়া।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৫
শাহ আজিজ বলেছেন: অতো ভেবে লিখিনি কিন্তু ।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩
জ্যাকেল বলেছেন: এই ছবিটা দেখার পরে আমার খারাপই লাগল।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
শাহ আজিজ বলেছেন: কেন , এতো খারাপের কিছু তো নেই এখানে !!
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫২
কলাবাগান১ বলেছেন: আপনার কমেন্ট আশা করছি স্টিকি পোস্টে
২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৭
শাহ আজিজ বলেছেন: হায় যাব ওখানে
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬
কামাল১৮ বলেছেন: জীবন বদলের সুন্দর কবিতা।
‘জীবটাকে বদলে দাও
ভাবনা চিন্তা দিয়ে।’