নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সংগৃহীত ছোট গল্প

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩১



প্রখ্যাত গায়ক মান্না দের একবার বুকে ব্যাথা হয়, তখন তিনি ব্যাঙালোরে, মেয়ের বাড়িতে। তিনি দেবী শেঠির নারায়ণা হৃদয়ালয়ে ফোন করে জানালেন তার সমস্যার কথা, হাসপাতাল থেকে বলা হলো দ্রুত হাসপাতালে চলে যেতে। মান্না দে হাসপাতালে রওয়ানা করলেন তাদের পাঠানো এম্বুলেন্সে। তিনি এম্বুলেন্স থেকে নামলেন এবং দেখলেন তাঁকে বরণ করার জন্য হাসপাতালের সব শ্রেণির স্বাস্থ্যকর্মীরা লাইন করে দাঁড়িয়ে আছেন, হাতে ফুল নিয়ে। মান্না দে এই দৃশ্য দেখে এতো অভিভূত হয়ে পড়লেন যে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লেন। স্বয়ং দেবী শেঠি তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন। এক সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠলেন, দেবী শেঠি তাঁকে দেখতে এসেছেন, মান্না দে বললেন 'আমি তো সুস্থ হয়ে গেছি, এবার ছুটি দাও'। শেঠি বললেন 'ঠিক আছে, আজকেই ছুটি দিয়ে দিচ্ছি'' তাহলে বিলটা পাঠিয়ে দাও'' ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি'একটু পর বিল এলো, মান্না দে দেখলেন প্রতিটি সার্ভিসের বিপরীতে শূন্য। এবং সর্বমোট বিল শূন্য। এই দেখে তিনি এতো বিস্মিত হলেন যে আনন্দে আবেগে তাঁর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দেবী শেঠি এলেন তাঁকে বিদায় জানাতে, মান্না দে বিল নিয়ে প্রশ্ন করলে দেবী শেঠি বললেন 'আমরা আমাদের শৈশব থেকে আপনার গান শুনে বড় হয়েছি, সাংস্কৃতিকভাবে নিজেদের উন্নত করেছি, আপনি আমাদের মহান অভিভাবক, আপনাকে সামান্য সেবা করতে পেরে আমরা ধন্য'।
মান্না দে তাঁর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি যখন হাসপাতাল ত্যাগ করছেন তখন দেখতে পেলেন প্রথম দিনের মত হাসপাতালের সকল স্বাস্থ্য কর্মীরা লাইন ধরে দু'ধারে দাঁড়িয়ে আছে, হাতে ফুল! একজন প্রকৃত গুনীজনই আরেকজন প্রকৃত গুনীজনের কদর বুঝতে পারে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের দেশের শিল্পীর জন্য এই ধরনের কোনো সম্মাননা কেউ দিয়েছে বলে মনে হয় না।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: বরং বিল বাড়িয়ে করেছে পকেট ভরার জন্য ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: অভিভূত হ'লাম!
ভারতে সবখানে সিনিয়র সিটিজেনদের প্রতি নাগরিক এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে শ্রদ্ধাশীল থাকতে এবং সৌজন্যমূলক আচরণ করতে দেখেছি।
সাংস্কৃতিক পরিচর্যার দ্বারা মানুষের মানবিক গুণাবলীকে উন্নত করা যায়।
পোস্টে প্লাস। + +

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: আমাদের ভাল চিকিৎসক আছে কিন্তু ভাল মানুষ নেই ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সত্যিই অভিভূত করার মতো একটি ঘটনা।

সম্মান দিলে সম্মান আসে। একজন দোকানদার আমাকে এই কথা বলেছিলেন।

গুণীদের যে সম্মান করে, তিনিও গুণী মানুষ।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৫

শাহ আজিজ বলেছেন: মনুষ্যত্ব চর্চা করা উচিত ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৮

শেরজা তপন বলেছেন: খুব ভাল লাগল!
মান্না দের শেষ সময়ে তাঁর ছেলেরা নাকি সহায় সম্পদ নিয়ে বেশ ক্যাচাল করেছে। সেজন্য তিনি চরম মর্মাহত হয়েছিলেন!

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮

শাহ আজিজ বলেছেন: শেষ পর্যায়ে মান্না দা বেঙ্গালুরুতে মেয়ের কাছেই ছিলেন এবং ওখানেই তার শেষকৃত্ত সম্পন্ন হয় । স্ত্রী আগেই ছেড়ে গিয়েছিলেন । ছেলেদের ব্যাপারটা জানিনা ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১

কামাল১৮ বলেছেন: এমনি কি আর হিন্দু মুসলমান সবাই তাকে ভালো বাসে।আমি যখন চিকিৎসার জন্য তার হসপিটালে যাই ২০০১ সালে।তখন বিশেষ কারনে একমাস আমি রুগীদের জন্য নির্ধারিত হোষ্টেলে অবস্থান করি ।আমি ও আমার মেয়ে হসপিটালের কেন্টিনে খেতাম আর প্রায় বিকালে চার দিকটা ঘুরে ঘুরে দেখতাম।একমাস পর যখতার সাথে দেখা হলো তখন তার প্রথম প্রশ্ন ছিলো, গত এক মাস আমি কি দেখছিলাম।আমি তো অবাক!

২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪২

শাহ আজিজ বলেছেন: একজন উত্তম ডাক্তার হওয়া কঠিন ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫২

গফুর ভাই বলেছেন: করোনা আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনা ইউনিটে চিকিৎসাধীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মা। সচিবের অসুস্থ মায়ের সেবায় নিয়োজিত করা হয়েছে এক উপসচিবসহ ২৪ কর্মকর্তা-কর্মচারী- এমন খবর সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আমাদের দেশের সরকারি দাসের এই অবস্থা তাহলে দেশের যারা উচু তলায় থাকে তাদের থেকে কি আশা করা যায়।জন্ম ই যেখানে আজন্ম পাপ।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: কি সাংঘাতিক বাবারে । উচু তলার থেকে ব্যাঙ্ক লোপাট আশা করা যায় ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৭

জুল ভার্ন বলেছেন: ভারতে সিনিয়র সিটিজেনদের অনেক সম্মান দেওয়া হয়।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: এটাই সবজায়গার নিয়ম ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার গুণীজন সম্মাননা।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪০

শাহ আজিজ বলেছেন: এভাবেই সন্মান দিতে শিখুক সবাই ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১১

হাবিব বলেছেন: আপনার পেস্টে লাইক দেবার জন্য লগইন করলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২১

শাহ আজিজ বলেছেন: থ্যাঙ্কইউ

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৪

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে মনে হয় সব ছেড়েছুড়ে পালিয়ে যাই ঠিক তখনি এমন কিছু ঘটনা এসে আমাকে বলে যেও না এখনো সময় আছে।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২২

শাহ আজিজ বলেছেন: আরও একটু বিশদ বললে বুঝতে পারতাম -----------------------------

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

রানার ব্লগ বলেছেন: মানুষের প্রতি মানুষের সন্মানবোধ ভালোবাসা এখনো আছে এটাই বুঝিয়েছি।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

শাহ আজিজ বলেছেন: ও আচ্ছা , ধন্যবাদ

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৬

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ভারতে ডাঃ দেবী শেটি তুমুল জনপ্রিয় একমাত্র তার মানবিক মূল্যবোধ ও জনসেবার কারনে। এমন ব্যক্তি মান্না দে'র প্রতি মানবিক আচরণ করবেন, সম্মাননা জানাবেন -এটা স্বাভাবিক।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৬

শাহ আজিজ বলেছেন: ডঃ দেবী শেঠী একদিকে বিদেশ থেকে আসা রোগীদের মুল্যবান চিকিৎসা দেন এবং অপরদিকে ভারতের গরীব রোগীদের বিনামুল্যে হার্ট অপারেশন করেন । তিনি ভারতে গরীবের ভগবান ।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩২

নীল আকাশ বলেছেন: দারুন লাগল পড়তে।
কিন্তু আমাদের দেশে কেয়ামত হয়ে গেলেও এই ঘটনা কোন দিনও ঘটবে না।
মরা লাশের গলায় ফুটা কইরা এরা লাইফ সার্পোটের টাকা নেয়, এরা আবার দিবে ফ্রী????

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭

শাহ আজিজ বলেছেন: টাকা না পরিশোধ করলে লাশ আটকায়া রাখব । :P

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৯

গফুর মিয়া১৯১ বলেছেন: মা-বাবা রা আমাদের বলেন, একটু ভালোমতো না পড়লে একটা চাকরি পাবা? ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না? এখন সমস্যা হচ্ছে আমরা শিক্ষার অর্থ ভুলে গিয়ে এটাকে দক্ষতার সাথে গুলিয়ে ফেলেছি। একজন একটা ডিগ্রি নিয়ে হলো সিএসই ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন ডিজাইনার। ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি সব একেকটা দক্ষতা, স্কিল। এর সাথে শিক্ষার সম্পর্ক কোথায়? দক্ষতাই যদি শিক্ষা হতো তাহলে আমি গাড়ি চালানো শিখে বলতাম যে আমি ড্রাইভার, তো আমি শিক্ষিত। হাস্যকর না? এই দক্ষতা দিয়ে কি হবে যেটা চুরি, বাটপারি, দুর্নীতি না করতে শেখায় না?....

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৪

শাহ আজিজ বলেছেন: বি সি এস সিস্টেম কে প্রচলন করেছিল কে জানে । এটা পেশা ধ্বংস করার পদ্ধতি । আমার এক সহপাঠী ডাক্তারি পাশ করে সর্বশেষ শিক্ষা ক্যাডারে ঢুকেছিল । আসলেই এইট পাশের কারিশ্মা আমরা দেখছি এবং আরও দেখব ।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৪

ফাহমিদা বারী বলেছেন: খুব ভালো লাগল পড়ে। আমার ছেলে মান্নাদের বিশাল ভক্ত। তাকে লেখাটা পড়ালাম :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩১

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো জেনে আপনার পুত্রের পছন্দের গায়কের কথা ।

১৬| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বিস্মিত হলাম!

আমাদের দেশেও ডাক্তাররা যদি এরকম করত.......

০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৪

শাহ আজিজ বলেছেন: এরকম করলে কসাইরা লজ্জা পাবে ।

১৭| ০৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার চোখে পানি চলে এসেছে। আমরাও মান্না দে, সতীনাথ, জগন্ময়, মানবেন্দ্র'র গান শুনতে শুনতে বড়ো হয়েছি।


আমার সংগ্রহে মানা দের যত গান, তা এই লিংকে ক্লিক করলেই বেরিয়ে আসবে

যে-গান এখনো নস্টালজিক করে, কাঁদায়।


০৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

শাহ আজিজ বলেছেন: ঐ সময়টা বাংলা গানের রেনেসাঁ সময় ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.