নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাসরুম একটা অজানা কারনে ঘুম পাড়িয়ে দেয় । চাঁদ মামারে ডাকা লাগে না । দুপুরের পর ক্লাসে স্যার যদি ব্লাক বোর্ডে জটিল কিছু বোঝাইতে থাকে তো ঘুম ঘুম ছাত্ররা সত্যি বসেই ঘুম পড়ে । আমার ক্লাস থ্রি তে বুড়া স্যার সকালেই কিছু টাস্ক দিয়েই বসে হেলেদুলে ঘুমাতেন । উপরের ক্লাসে আরেক স্যার আমাদের গরুর রচনা লিখতে দিয়ে ঘুম শুরু করলেন । ৫/৬ মিনিট বাদে বান্দর পোলাটা জোরে চিক্কুর দিয়া লিখতে থাকল । স্যার ধড়মড় করে উঠে দাড়িয়ে কঠিন কিন্তু নিচু স্বরে জিজ্ঞাসা করলেন কে চিল্লাইল ? সারা ক্লাস চুপ । একজন স্মার্টলি বলল স্যার আপনি স্বপ্ন দেখছেন , আসলে কেউ চিল্লায়নি । এবার আমার দিকে মানে মনিটর এর দিকে জিজ্ঞাসার নজর । আমি মিথ্যা বলিনা তাই ছেলেটির নাম বলে দিলাম । এবার স্যার আমায় বললেন যা বেত নিয়ে আয় ।
আজকাল বড় টি ভির সামনে বিছানায় শুইয়া চা নাস্তা , রাতের ডিনার সব খাওয়া চলে । মাঝ রাতের খাওয়া নিয়া কিছুই বলব না , শরম লাগে ।
শাওয়ার নিতে গিয়া অনেকেই গলা ছেড়ে গান শুরু করে । হলের গোসল খানায় বাইরে অপেক্ষমাণ বান্দারা চিল্লা ফাল্লা কইরা আইয়ুব বাচ্চু আর জেমসের গুষ্টি কিলায় । বাসায় মুরুব্বি থাকলে গান গায় না তয় হামামখানার দরজায় নাহানোর দুয়া জোরে জোরে উচ্চারন করে । আমার পোলা যখন ছোট ছিল , শাওয়ারে গান গাইতেছি , সে দরজায় মুখ লাগিয়ে বলল আহ মেরি বাপ বিল্কুল মেহদী হাসান য্যায়সে গাতি হ্যায় ।
এইবার জটিল জায়গায় আইসা পড়ছি । যাবতীয় জটিল তত্ত্ব ভাবনা এই কমোডে বইসা আসে কিন্তু । মার্কসবাদ , লেনিনের তত্ত্ব , মাওএর বিপ্লব , কিম ইল সুং এর জুচে মানে সবই কমোডে বইসা হইছে কিন্তু । তয় এদের কোষ্ঠকাঠিন্য ছিল বইলা সাক্সেস পাইছে । পাতলা হইলে সাক্সেস নাই । বাম আঙ্গুল দিয়া টিস্যু রোলে ঘুরানি দিতে হইব তাইলে বাম ধারায় সাক্সেস । ডান আঙ্গুলে পানির কল খোলা বন্ধের খেলা করলে ডান পন্থীর সাক্সেস । আমাগো হজে যাওয়া বাম নেতারা দুইটাই একলগে ঘুরাইত ।
আমি কি মৃদু হাসাইতে পারছি ?
লেখা শাহ আজিজ
লেখা শাহ আজিজ
ছবি এতিম থেকে কালেকশন
০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
শাহ আজিজ বলেছেন: যাক চললে হইল ।
২| ০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪০
নতুন বলেছেন: খাওয়ার জায়গা, তত্ব কথা চিন্তার জায়গা সবই ঠিক আছে।
তবে এখন তত্ব কথার চেয়ে মানুষ টিকটক আর ফেসবুকে ভিডিও দেখা শুরু করছে।
০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
শাহ আজিজ বলেছেন: হ্যা সেটা আলাদা বিষয় । যারা ইন্ডিয়ার বাংলা চ্যানেল দেখে তাদের অন্য কিছু চলে না ।
৩| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:০৯
জুল ভার্ন বলেছেন: এভাবেই চলছে, চলবে জীবন।
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:৫০
শাহ আজিজ বলেছেন: খুব হতাশ মনে হচ্ছে আপনাকে !
৪| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:১৯
মিরোরডডল বলেছেন:
আমি কি মৃদু হাসাইতে পারছি ?
নাহতো !
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:৪৯
শাহ আজিজ বলেছেন: ছিঃ , এভাবে বলতে হয় না
৫| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি যথেষ্ট পরিমান হাসাইতে পারসেন। তবে যা বলসেন তা কিন্তু সত্যি।
ক্লাস টেনে থাকতে ডেস্কে মাথা রেখে গভীর ঘুমে ছিলাম। ক্লাস রুমে আমি ছাড়া কেউ নেই। কারণ সবাই ব্যবহারিক ক্লাসে গেছে। আমিও গিয়েছিলাম। কিন্তু সেখানকার শিক্ষক অনুপস্থিত ছিলেন। তাই আমি ফিরে এসে ঘুমিয়ে সময়ের সদ্ব্যবহার করছিলাম। অধ্যক্ষ স্যার রাউনড দেয়ার সময় আমাকে দেখে ক্লাসে ঢুকেছেন এবং আমাকে ঘুমন্ত অবস্থাতেই কান টেনে দাড়া করিয়েছেন। আমি কোন রকমে ভয়ে ভয়ে ঘটনা বললাম। ঐ যাত্রা সত্য ভাষণ এবং শিক্ষকের অনুপস্থিতির কারণে আমাকে উনি ছেড়ে দিলেন। বড় বাঁচা বেঁচে গেলাম।
বাংলাদেশের রাষ্ট্রপতি সায়েম বা ঐ সময়ের কোন একজন স্বল্প মেয়াদি রাষ্ট্রপতি তার ইস্তফার/বড় কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত নাকি বাথরুমে বসে নিয়েছিলেন। একটা বইয়ে পড়েছিলাম। এখন সব কিছু পরিষ্কার খেয়াল আসছে না।
আমাদের সময়ে বাথরুমের উপর দিয়ে ওঠার ব্যবস্থা ছিল। তাই খেয়াল রাখতে হত কেউ আবার উপর দিয়ে উকি দিচ্ছে কি না।
বাথরুমের আবদ্ধ জায়গার কারণে গান গেলে সেটা নিজের কানে শুনতে ভাল শোনায়। মুডেরও একটা ব্যাপার আছে।
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:৪৮
শাহ আজিজ বলেছেন: তাহলে আপনিও ধরা ?
ভাল
৬| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চার্চিল নাকি কমোডে বসেই সেরা সিদ্ধান্তগুলো নিয়ে থাকতেন। বুশও নাকি তাই।
যে ব্যক্তি কোনোদিন বাথরুমে গান গায় নাই, তাকে কি আপনি মানুষ বলতে পারেন? তিনি মানুষ নন, মহামানুষ
বাচ্চারা সারাজীবনই বেডে বসে, শুয়ে, গড়াগড়ি করতে করতে খাওয়া দাওয়া করতে পছন্দ করে। উল্লেখ্য, পুরুষ মানুষেরা কখনো বড়ো বা বুড়া হয় না, তারা সব বয়সেই বাচ্চা থাকেন।
নিম্নে কিছু সচিত্র কৌতুক দিলুম
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:১৭
শাহ আজিজ বলেছেন: ভাল হয়েছে আপনার সংগ্রহ যুক্ত করে
৭| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:২৯
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
ক্লাস সেভেন এ পড়ার সময় আমাদের এক নতুন বাংলা স্যার এলেন। নাম মেছের আলী। তার ক্লাস ছিলো টিফিন পিরিয়ডের পরে। তো তিনি ক্লাসে এসে প্রায়ই আমাদের বেঞ্চে মাথা রেখে ঘুমাতে বলতেন । কোন দিন পড়াতে শুরু করলেই আমরা সমস্বরে বলতাম - স্যার ঘুমাবো কখন ?
সোনাবীজের কৌতুকগুলো জোশ হয়েছে...
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন:
হাছানি ? এমুন টিচারের নুবেল মাস্ট ।
৮| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাবীজ ভাইয়ের কৌতুকগুলি অনেক হাসির এবং শিক্ষণীয় ছিল। আমিও একটা সংগৃহীত বুদ্ধি মোটাতাজা করার কৌতুক দিলাম -
দুজন ডাক্তার আর দুজন ইঞ্জিনিয়ার ট্রেনে চড়ে একসাথে যাচ্ছেন। প্রকৌশলীরা জিজ্ঞেস করলেন, আচ্ছা ডাক্তার ভাইয়েরা, আপনারা কটা টিকিট কেটেছেন। ডাক্তাররা বললেন, দুইটা। আপনারা?
প্রকৌশলীরা - একটা।
ডাক্তাররা - চেকার এলে কী করবেন?
প্রকৌশলীরা - দেখেন কী করি।
যখন চেকার এল, তখন দুই প্রকৌশলী গিয়ে এক বাথরুমে ঢুকল। চেকার বাথরুমের দরজায় টোকা দিলে তাঁরা একটা টিকিট বের করে দিলেন। চেকার টিকিট পরখ করে চলে গেল। ডাক্তার দুজন অবাক। ফেরার পথে দুই পক্ষের আবার দেখা হয়ে গেল। প্রকৌশলী দুজন জিজ্ঞেস করলেন ডাক্তার দুজনকে, আপনারা কটা টিকিট করেছেন?
ডাক্তাররা বলল, একটা। আপনারা?
প্রকৌশলীরা - আমরা করি নাই।
ডাক্তাররা - কী করবেন চেকার এলে?
প্রকৌশলীরা - দেখেন না কী করি।
চেকার আসছে। ডাক্তার দুজন গিয়ে বাথরুমে ঢুকল। ইঞ্জিনিয়ার সেই দরজায় গিয়ে নক করল। ডাক্তাররা টিকিট বের করে দিল। সেই টিকিট নিয়ে দুই ইঞ্জিনিয়ার আরেকটা বাথরুমে ঢুকে গেল।
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: চোরের উপর বাটপাড়ি ।
৯| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১১:০৯
কামাল১৮ বলেছেন: আমি যখন ছোট গ্রামের মসজিদে আরবি পড়তে যেতাম।হুজুর আমাদের বলতো,সবাই মাথা নিচু করে পড,এই যে রংমালা তুমি এদিকে এসো।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ১২:৪০
শাহ আজিজ বলেছেন: হুজুরদের অভ্যাস যাবে না কখনো ।
১০| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১:০৬
নিমো বলেছেন: দেশের যা অবস্থা,তাতে সরকারের উচিত প্রথম দু জায়গা বাদ দিয়ে শেষের জায়গায় যাওয়া।
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: মু হা হা হা
১১| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ২:০২
অধীতি বলেছেন: দাঁত চেপে হাসলাম। আমি হজ্বে যাওয়া বাম নেতা হইতে চাই। এদেশে দুটোই ঘুরাতে হবে।
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন:
চমেতকার সাহসী বালক ।
১২| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:২৭
জুন বলেছেন: হা হা হা অনেক মজার লেখা আর ছাই ভাইয়ের জোকসগুলোও চরম
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:২৮
শাহ আজিজ বলেছেন: ছাই ভাই , সোনা ভাই , বীজ ভাই , ধোলাই ভাই , বালু ভাই পুরোটাই মজা
১৩| ০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৫
রানার ব্লগ বলেছেন: হা হা হা মজার !!!
অন্যদের জোক্স গুলাও সেরাম !!!!
০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:২০
শাহ আজিজ বলেছেন: পোতায়া যাইতাছি তাই একটু মজা দিলাম নিলাম
১৪| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬
মিরোরডডল বলেছেন:
থ্যাংকস, প্রতিমন্তব্য মজার ছিলো
ধুলোর শেয়ার করা ফটো জোকস সবগুলো সুপার ডুপার ফানি ।
সাচুর ৮ নং মন্তব্যও জোস ।
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:০৬
শাহ আজিজ বলেছেন: ইউ আর ওয়েলকাম ।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
চলে