নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ির পাশেই পুজো মণ্ডপে যেসব গান হতো আমার অজান্তেই নাম না জানা গায়িকাকে অন্তরে ধারন করেছিলাম , তিনি সন্ধ্যা মুখোপাধ্যায় । নামটা জানলাম ১৯৭১ সালে । ৭০ এর এই ৭ অক্টোবরে বাবা আমাদের কাছ থেকে বিদায় নিলেন দিয়ে আমাদের অবাধ স্বাধীনতা , গনতন্ত্র । সন্ধ্যাদির গান শুনে একটা ছবি একে ফেলতাম । কিন্তু দিদিকে কখনই দেখা হয়নি চর্মচক্ষে । সবশেষ মান্না দের সাথে লাইভ দেখেছিলাম টি ভি তে ।
৭১ এর অলস জীবনে রেডিওটা সারাদিন আমার দখলে থাকত । পৌনে দুটোয় আকাশবাণী গানের ধারা বইয়ে দিত । আমার বিশ্বাস ৭১ সালে যতনা বাংলা গান বেরিয়েছে অন্য সময় তা হয়নি , এ কেবল আমারই ধারনা । সময়টাকে আমি বাংলা গানের রেনেসাঁ বলি । আজ তোমার গান শুনছি বিশেষভাবে ।
শতায়ু হও দিদি ।
০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৩
শাহ আজিজ বলেছেন: শরীর ভাল থাকলে নিশ্চয়ই তিনি লাইভে আসবেন ।
২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:২২
কামাল১৮ বলেছেন: অনেক দিন তার গান শুনা হয় না।আসলে গানই শুনা হয় না।মনে হয় তালেবান হয়ে যাচ্ছি।
০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:৩০
শাহ আজিজ বলেছেন: এখনই চালু করেন
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:২৪
ইসিয়াক বলেছেন: সুচিত্রা সেনের লীপে ওনার গানগুলো এখনো চির সবুজ।
প্রিয় শিল্পীর জন্মদিনের শুভেচ্ছা রইলো।
০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:৩১
শাহ আজিজ বলেছেন: এই একজন শিল্পী যার কণ্ঠ চির অমলিন ।
৪| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্যতিক্রমী গলা। এই টাইপের গলা আর আসে নাই।
০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৯
শাহ আজিজ বলেছেন: সেটাই আমি ভাবি যে গলার স্বরটা কিভাবে ধরে রাখলেন , যাদুকরি এবং মোহনীয় ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৬
জুল ভার্ন বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা।