নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না।
হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল।
চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার ভেতর একটা
বাঘের পোষাক পরে বাঘের মত তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে ৮হাজার টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন- গর্জন ও আরো নানা
কায়দা-কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন....... হঠাৎ একদিন হলো বিপত্তি...!!! বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেঁড়া। একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে নেচে- কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেঁড়া ভেঙ্গে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কী হবে...? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল...!
ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে বসে থেকেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট এটাক হবার যোগাড়। এদিকে সিংহটা এক্কেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো.... ঠিক তখন সিংহটা বলে উঠলো . . . . ভাই, এতো ভয় পাবেন না, আমিও অনার্স পাশ বেকার ।
১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯
শাহ আজিজ বলেছেন: কি জানি , সামনের সপ্তাহে আমাদের ফ্যামিলি পিকনিক , তখন জিগামুনে ।
২| ১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২০
কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা হা হা হা ভাইয়া মরেই গেলাম হাসতে হাসতে।
মানুষ চিড়িয়া বেকার চিড়িয়া সবখানেই আছে।
১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৭
শাহ আজিজ বলেছেন: খুব মজার দেখে ছেপে দিলাম ।
৩| ১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৬
জ্যাকেল বলেছেন: জানা ছিলই। যাক, তবু মজা পাইতেছি।
১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
শাহ আজিজ বলেছেন: এসবই কমন জোকস , সবাই অবশ্য জানেনা ।
৪| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: চিড়িয়াখানার বাঘ আর সিংহরাও আসলে বেকার জীবন কাটাচ্ছে তিন বেলা খাবারের বিনিময়ে।
এক বেকার চাকরীর ইন্টার্ভিউ দিতে গিয়েছে। ইন্টার্ভিউ শুরুর সময় সে কাঁপতে শুরু করলো। ইন্টার্ভিউ বোর্ডের লোকেরা জিজ্ঞেস করল
আপনি কাঁপছেন কেন?
কাপাকাপির আর দেখেছেন কি, প্রশ্ন করেই দেখেন না।
১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৫
শাহ আজিজ বলেছেন:
৫| ১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
এই জোকটি আপনি ব্লগে কোনদিন পড়েননি?
১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
শাহ আজিজ বলেছেন: না , আমি আজই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলাম । আগে কি ছেপেছিল ?
৬| ১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগে অনেকবার পড়েছি।
১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২০
শাহ আজিজ বলেছেন: আমি পড়িনি । যারা পড়েনি তারা মজা পাবেন ।
৭| ১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
মিরোরডডল বলেছেন:
আগে পড়েছি, জোকসটা মজার
১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২১
শাহ আজিজ বলেছেন: এটা কি দ্বিতীয়বার পড়ার মত ? কপি রাইট টাইট নেই মনে হয় !!
৮| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৫
মিরোরডডল বলেছেন:
কমেডি মুভি ভালো লাগলে একাধিকবার দেখা যায় ।
সেরকম যে কোনও জোকস সামনে পেলে পড়া যেতেই পারে ।
প্রথম পড়লে মজাটা একটু বেশী ।
১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৯
শাহ আজিজ বলেছেন: একমত ।
ধন্যবাদ ।
৯| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৭
নেওয়াজ আলি বলেছেন: পুরাতন মজার কৌতুক
১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
১০| ১৩ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার কাছে নতুন।আমি আগে কখনো পড়িনি।পড়ে মজাই পেলাম।
১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০০
শাহ আজিজ বলেছেন: ব্যাপারটা মজার তাই এটা পুরাতন হবে না কখনো ।
১১| ১৩ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:০৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিষয়টা কি ? বেকার নিয়ে সামু গরম মনে হয় ?
১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: হুম , আরেকটি বেকার পোস্ট একি সাথে চলমান , কাকতালীয় বটে ।
১২| ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৪
নীল আকাশ বলেছেন: @ চাঁদগাজীঃ ঢাকার চিড়িয়াখানায় বাঘেরা নিরামিষভোজী। নিয়মিত মাংস না পেয়ে এরা ইদানিং নিরামিষভোজী হয়ে গেছে।
১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩২
শাহ আজিজ বলেছেন: হা হা হা
১৩| ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমারও মনে হয় বাঘ ও সিংহকে জিরাফ ও ঘোড়ার খাদ্য খাওয়ানো হচ্ছে - তাই তাদের আমিষে একধরণের নিরাসক্তি জন্মে গেছে !
১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
শাহ আজিজ বলেছেন: বাঘ সিংহ জেনে গেছে মাংস ভারত থেকে আসছে , দেশপ্রেমিক বাঘতো তাই স্বেচ্ছায় নিরামিশ ধরেছে , সাথে সিংহও যোগ দিয়েছে
১৪| ১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: বেকারদের দিয়ে সব কাজই করিয়ে নেওয়া যায়।
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০
শাহ আজিজ বলেছেন: বেকারত্ব একটা পাপ ।
১৫| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৩
সোহানী বলেছেন: জোকসটার একটু এক্সটেনশান ছিল মনে হয়! বাঘটা সম্ভবত বাংলা বিভাগের ছিল । তখন বাংলা থেকে পাশ করলে চাকরী ছিল না তাই এমন কিছু ছিল...। ওটা আমার স্যারের কাছ থেকে শুনেছিলাম।
১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৯
শাহ আজিজ বলেছেন: আমি এরকমই পেয়েছি । বাকি টুকু কি ছিল ??
১৬| ১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৩৩
বেমানান বোহেমিয়ান বলেছেন: স্যাটায়ার। লাভড্ দ্যাট।
১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৯
শাহ আজিজ বলেছেন: থ্যাংকস
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪২
চাঁদগাজী বলেছেন:
ঢাকার চিড়িয়াখানায় বাঘেরা নাকি রান্নাকরা ভাত-মাছ খায়?