নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

একটি মৃত্যুহীন দিন

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪








১৮ ই মার্চ ২০২০ এর পর আজ নভেম্বর ২০২১ সালের দিনটি স্মরণীয় একটি দিন । আজ মানে গেল ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু ০ ছিল । আজরাইলরা এদিন বিশ্রামে ছিল বা ভুলে গিয়েছিল বা প্রচণ্ড দয়াশীল হয়ে উঠেছিল বাংলাদেশ ভূখণ্ডের আশরাফুল মখলুকাতের প্রতি । আমার প্রতিদিনের অভ্যাস টি ভি স্ক্রিনে দেখে নেওয়া করোনায় ধরাশায়ী কজন । আজ বেশ হাল্কা লাগছে এই ভেবে আজ কোন বাড়িতে কান্নার রোল নেই । নেই স্বজন হারানোর আর্তনাদ ।
ঈশ্বর দয়াময় , ক্ষমাশীল । আমিন ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমস্ত প্রশংসা মহান আল্লাহর

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

শাহ আজিজ বলেছেন: আমিন

২| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



গণনাটা কি আপনি করেছেন? সরকারী লোকদের কার এত দরকার যে, গণনা করবে? করোনা কমেছে সন্দেহ নেই; তবে, উহা আছে।

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: এখানে করোনা মৃত্যুর কথা বলেছি ।

৩| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনায় না মরলেও অপঘাতে মারা গেছে বহু মকলুকাত (মকলুকাত অর্থ জানি না)।আজরাইল কি একজন না বহু জন।আজরাইলের পরে কি জন হবে?

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

শাহ আজিজ বলেছেন: করোনা নিয়ে আলাপ হচ্ছে । আশরাফুল মাখলুকাত বাংলায় সৃষ্টির শ্রেষ্ঠ জীব ।

৪| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



করোনা আছে, উহার কারণে মৃত্যুও হচ্ছে; সমস্যা হলো, মৃত্যুর পর, কেহ সেক্রেটারিয়েটে গিয়ে নাম লিখাচ্ছে না।

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

শাহ আজিজ বলেছেন: হুম , তা বেশ তা বেশ , ভাল জোকস হয়েছে।

৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৩

কালো যাদুকর বলেছেন: ভাল খবর | আজরাইলের কাজ যত কম থাকে আমাদের জন্য ততই মঙ্গল ৷

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০০

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই । আমার দুর্ভাবনা হল মানুষ প্রায় মাস্ক বিহীন , এখন না একদম প্রতিরোধবিহিন হয়ে বেপরোয়া হয়ে যায় ।

৬| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০১

জুল ভার্ন বলেছেন: মারা যায়নি সেটা ঠিক না, বরং আজ মারা যাওয়ার কথা স্বীকার করেনি।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: অনেকেই সরকারী ভাষ্যে বিশ্বাস করে না , কিন্তু আমরা উপায়হীন ।

৭| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ।
বিশ্ব মুক্তি পাক এই মহামারি থেকে!

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: কি জানি আসন্ন দিনে অন্যান্য দেশে কি দাড়ায় বা বাংলাদেশ এইরকম লো প্রফাইলে থাকবে কিনা এসব চিন্তা মাথায় ঘুরছে ।

৮| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৫

আগন্তুক৬৯ বলেছেন: আজিজ ভাই,

বুস্টার ডোজ এখন একটা বাস্তবতা বিশেষ করে বয়স্ক মানুষ বা patient of comorbidtes. আমাদের দেশের সরকার কি এটি নিয়ে চিন্তাভাবনা আছে বা আমাদের দেশে কি পর্যাপ্ত ভ্যাকসিন আসবে যাতে বুস্টার ডোজের ব্যবস্থা করা যায়।

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৯

শাহ আজিজ বলেছেন: আমরা ইতিমধ্যে টিকায় বেশ এগিয়েছি । বুস্টার ডোজ তেমনি ভাবেই আসবে যেভাবে অন্যান্য টিকা এসেছে । টিকা নিয়ে হু এর আলাদা পলিসি আছে তাছাড়া দানের টিকা তো আছেই ।

৯| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



একটি সুসংবাদ ।
মহান করুনাময়ের অশেষ রহমতে করোনা ভইরাস নিপাত যাক ।
করোনার ছোবলে যেন আর কারো মৃত্যু না হয় ।
সমস্ত প্রসংসাই করুনাময় আল্লার প্রতি ।
তার পরেও প্রথম সারীসহ সকল প্রকার করোনা
যোদ্ধাদের প্রতি রইল প্রসংসার ডালি ।
দেশের সকল নাগরিকদের জন্য
গুণগতমানসম্পন্ন টিকাদান কর্মসুচী
আরো বেগময় করাও প্রয়োজন ।

সংবাদটি সকলের সাথে শেয়ার
করার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২১

শাহ আজিজ বলেছেন: আমাদেরও আশা তাই ।


আপনাকে ধন্যবাদ ।

১০| ২১ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:১২

নেওয়াজ আলি বলেছেন: খবরটা দেখে আনন্দিত হলাম। আল্লাহ সহায় বাকি দিনে । (আগের মন্তব্যটা ডিলেট করে দিন প্লিজ)

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২২

শাহ আজিজ বলেছেন: আচ্ছা , দিচ্ছি ।

১১| ২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩১

স্প্যানকড বলেছেন: তাইলে তো সেইরম একখান দিন সেলিব্রেট করা উচিত সকলের ! খুব ভালো খবর। মাস্ক পড়তে পড়তে নাক ঘামাইতে কেউ দেহেনা। কয়ও না " তোমার নাক ঘামায় ! বউ আদর করব খুব ! " এই হচ্ছে আফসোস ! ভালো থাকবেন সব সময়।

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

শাহ আজিজ বলেছেন: মাস্ক ধুইয়া নিও , গন্ধ হইলে সমস্যা ।

১২| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭

স্প্যানকড বলেছেন: সব মাস্কই বদলাইয়া টাটকা লই ! =p~ ধন্যবাদ, পরামর্শ দেয়ার জন্য। ভালো থাকবেন।

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৫

শাহ আজিজ বলেছেন: :#)

১৩| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন দিন আস্তে আস্তে বাড়তে থাকুক।

২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮

শাহ আজিজ বলেছেন: আমাদেরও সেই আশা ।

১৪| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০২

সোহানী বলেছেন: আমি করোনায় বাংলাদেশের অবস্থা নিয়ে বরাবরেই খুশি। যেখানে ভারত, ইতালি, জার্মান নাকানি-চুবানি খাচ্ছে সেখানে আমাদের কিছু না থেকেও ভালো করছি।

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৮

শাহ আজিজ বলেছেন: হুম , আমিও তাই দেখছি । আমাদের গ্রামে বাড়ি ঘরের যে পরিবেশ তা করোনা ছড়ানোর প্রতিকুল । প্রাকৃতিক ভিটামিন ডি আর শাক পাতা এবং ডালের পুষ্টি রক্ষা করেছে গ্রামের মানুষকে ।


আমার সময় হয়ে গেছে ভিটামিন ডি নেবার -----------যাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.