নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কনটেইনারে ঘরবাড়ি

১৭ ই জুন, ২০২২ রাত ১০:০০




বাড়ি ঘর প্রায় সব ব্লগারের আছে আবার অনেকেই আমার মতন ভাড়া বাড়িতে থাকেন । বাবার তৈরি বাড়িতে কিছুকাল ছিলাম । কর্ম ভাগ্য সহায় হয়নি বলে ঢাকাতে থাকি অন্যের বাড়িতে । একটা স্বপ্ন সবসময় ঘুরপাক খায় কবে ইচ্ছেমত একটা ফ্লাট বাড়ি গড়ে দিয়ে যেতে পারব আমার সন্তানদের । ডিজাইন নিয়ে আমি খুব সিরিয়াস । ইন্তেরিয়র নিয়ে আরও বেশি ভাবি । আজকে যে ছবিগুলো দিচ্ছি তা Shipping Container World থেকে নেয়া । ওরা বিবিধ রকমের বাড়ির ডিজাইন করেছে শুধুই কনটেইনার দিয়ে । যাদের ফাকা জায়গা আছে তারা এরকম চিন্তা করতে পারেন । এটি ইট বালির দালানের মত হবে না এবং দীর্ঘস্থায়ী হবে । খালি পুরাতন কনটেইনার কিনে একজন ওয়েলডার আর আর্কিটেক্ট নিয়ে আপনার প্রকল্প শুরু করতে পারেন । আরবে আমাদের লোকেরা যারা তেলক্ষেত্রে কাজ করেন তারা মরুভুমিতে এরকম কনটেইনারে থাকেন । মরুভুমিতে প্রচণ্ড গরমে অনেক বাঙ্গালী মারা গেছেন এই কনটেইনারএর মধ্যে । যাহোক সবুজাভ বাংলাদেশে এ সি লাগিয়ে নিলে আরাম পাবেন আর নাহয় জানালা একটু বড় করলেই অনেক সুবিধা পাবেন ।























মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২২ রাত ১০:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার অফিসে দুইটা কনটেইনারকে সাইট অফিস বানানো হয়েছে। ইঞ্জিনিয়াররা ওখানে মাঝে মাঝে বসে।

১৭ ই জুন, ২০২২ রাত ১১:০৬

শাহ আজিজ বলেছেন: খুব ভাল, কোথায় আপনার অফিস ?

২| ১৭ ই জুন, ২০২২ রাত ১০:৫৩

মুক্তা নীল বলেছেন:
বাহ্ দারুন তো !
প্রযুক্তি ও মানুষ নিত্য নতুন চিন্তা ভাবনায় এখন অনেক এগিয়ে ।

১৭ ই জুন, ২০২২ রাত ১১:০৭

শাহ আজিজ বলেছেন: এটার সুবিধা ঝড় বাতাসে এলিয়ে পড়বে না ।

৩| ১৭ ই জুন, ২০২২ রাত ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: চট্টগ্রামে বর্তমানে।

১৭ ই জুন, ২০২২ রাত ১১:১০

শাহ আজিজ বলেছেন: বাহ বেশ তো । ওদিকে গেলে যাব ।

৪| ১৭ ই জুন, ২০২২ রাত ১১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে স্বাগতম। :)

১৮ ই জুন, ২০২২ রাত ১২:০৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৫| ১৭ ই জুন, ২০২২ রাত ১১:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
কনটেইনারে ঘরবাড়ি?

বাংলাদেশে কনটেইনার সমস্যা না। ঘরবাড়িও সমস্যা না।
প্রধান সংকট হচ্ছে জমি

১৮ ই জুন, ২০২২ রাত ১২:১১

শাহ আজিজ বলেছেন: পদ্মার ওপারে ভাল সুবিধা আছে । কিন্তু সরকার নিজেদের লোক ছাড়া কাউকে অনুমতি দেবে কিনা সন্দেহ আছে ।

৬| ১৭ ই জুন, ২০২২ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: দেখতে তো দারুণ !

১৮ ই জুন, ২০২২ রাত ১২:১২

শাহ আজিজ বলেছেন: ব্যাপারটা আগেই জানি কিন্তু ছবি পেলাম কাল এবং ছেপে দিলাম ।

৭| ১৮ ই জুন, ২০২২ সকাল ১০:৫০

অপু তানভীর বলেছেন: এই কনটেইনার হাউজ গুলো আমার দারুন লাগে । পরিকল্পনা করেছিলাম বাসার বিল্ডিং বাড়ির উপরে নতুন করে ইট সিমেন্ট দিয়ে বাড়ি না বানিয়ে এই কন্টেইনার দিয়ে বানাবো । বাপে সেই পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে ।
তবে আমার আরও বেশি পছন্দ হচ্ছে একটা পুরানো মিনি বাস কিনে সেটার সব সিট খুলে ফেলে সেখানে বসবসের উপযোগী করে তোলা ! এটা করার খুব ইচ্ছে আছে ! অথবা একটা মিনি ভ্যানেও এই কাজটা করা যেতে যেতে পারে !

১৮ ই জুন, ২০২২ সকাল ১১:০০

শাহ আজিজ বলেছেন: চমৎকার । আমাদের সবার এরকম ইচ্ছে জাগে এবং ইচ্ছেগুলো মরে যায় পারিপার্শ্বিক অবস্থার কারনে ।


মিনি বাস ভাল হবে ।

৮| ১৮ ই জুন, ২০২২ দুপুর ১:০১

খাঁজা বাবা বলেছেন: বাড়িগুলো সুন্দর
অনেক গুলো তো বোঝাই যায় না কন্টেইনার ছিল।

১৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৪

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই । নিখুত কাজ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.