নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতরকম স্বর্গীয়ভাবে জীবনকে উপভোগ করা যায় । বসবাসের এই বৈচিত্র্যতার শেষ নেই । ধনিক বনিকদের এক সুবিধা যে তারা উচ্চমুল্যে এই সুখ ক্রয় করতে পারে । কি সমুদ্র মন্থনে , কি পর্বতমালার উচুতে সর্বত্র সুখ আহরন করা যায় । নান্দনিক বৈশিষ্টে পরিপূর্ণ আমাদের ধরিত্রী বড় সম্পদময় , সুখময় । গভীর ঘুমে মগ্ন আপনি সামুদ্রিক পাখীর ডাকে বা পাহাড়ি পাখীর ডাকে চোখ খুলে দেখলেন অপূর্ব পৃথিবী আমাদের , সূর্য উঠছে , চারিদিক আলোকিত হয়ে উঠছে , একটা শীত ভাবে কখন কম্বল টেনে নিয়েছেন জানেনই না । আপনার সঙ্গিনী বেঘোরে ঘুমাচ্ছে । কাল রাতে দুজন দুজনকেই চমৎকার সঙ্গম উপহার দিয়েছেন । আজকের দিনটা উজ্জ্বল হয়ে উঠুক । টেলিফোন তুলে রুমে বেড কফি দিতে বললেন । আহা জীবন--------------------------। দিনমান নানা সুখে , নানা খাদ্যে কাটিয়ে সন্ধ্যায় তুলে নেবেন তরলের পেয়ালা । ঈশ্বরকে ধন্যবাদ ।
বাংলাদেশের সবচে কাছে মালদ্বীপে এমন জীবন পাবেন ।
ছবিঃ উওউ থেকে
১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:২০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ গোফরান , মালে যেতেই হবে ।
শুভ কামনা ।।
২| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:১৫
জগতারন বলেছেন:
অসাধারন সব ছবি, দেখে মুগ্ধ হলাম।
১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:২১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জগতারন ।
৩| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:১৯
খাঁজা বাবা বলেছেন: এটা কি বসবাস? এটা তো আমোদ প্রমোদ।
১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:২৩
শাহ আজিজ বলেছেন: আমোদ প্রমোদ তো জীবনেরই অংশ ।
৪| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
এশিয়ার টপে মালদ্বীপই আছে মনে ট্যুরিজমে।
১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩২
শাহ আজিজ বলেছেন: হুম , তাই বটে । মালয়শিয়াও কম নয় । একদা কাশ্মীর ছিল এখন নষ্ট করে দিয়েছে ভারত পাকিস্তান মিলে ।
৫| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: রে দাদা মালে যেতে ত পারব না ছবি দেখে আত্মা শান্তি করি
ভাল থাকবেন--------
১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৪
শাহ আজিজ বলেছেন: পারবে না কেন ? অবশ্যই পারবে ।
৬| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু ছবি না দিলেই ভালো হইতো ।
১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৬
শাহ আজিজ বলেছেন: কেন ? এখানে তো সবাই অ্যাডালট !!
৭| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো দারুণ। এরা জীবনকে উপভোগ করছে অর্থের বিনিময়ে।
১৯ শে জুন, ২০২২ বিকাল ৫:১১
শাহ আজিজ বলেছেন: অর্থ ছাড়া বিনিময় হয়না । ওদের অর্থে অনেকগুলো পেট চলে যারা আপনার সুখের জন্য শ্রম দিচ্ছে অকাতরে ।
৮| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৩
নতুন বলেছেন: বেশির ভাগ ছবিই ৫তারা রিসোটের।
মানুষের কেন জানি মনে করে ঘুরতে গেলে অনেক টাকা পয়শা খরচ হয়। কিন্তু সাধারন মানের হোটেলে থাকা খাওয়া করলে অল্প খরচেই সম্ভব।
আর ঘুরতে গেলে মানুষের মনে যেই পরিবর্তন হয় সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না।
১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৪
শাহ আজিজ বলেছেন: ভ্রমন মানুষের মানসিক চরিত্র গঠনে বড় ভুমিকা রাখে ।
যেসব ছবি দিয়েছি তা ৫তারা বটে । কিন্তু ঐ সব জায়গায় সহনশীল দামে কিছু আছে কিনা আমি জানিনা ।
৯| ১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২১
সোনাগাজী বলেছেন:
কিছু মানুষের বিলাসিতা পাগলামীর পর্যায়ে চলে যাচ্ছে।
১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৫
শাহ আজিজ বলেছেন: বিলাসিতা করতে গেলে একটু পাগলামি হবেই ।
১০| ১৯ শে জুন, ২০২২ রাত ১১:৪১
কালো যাদুকর বলেছেন: ছবিতে যত সুখ মনে হয়, বাস্তবে ততটা না। সুখ কেবলই মনের ব্যাপার।
রক্তিম সূর্যের সাগর বেলা কারো ভাল লাগতে পারে, কারো বিস্বাদ লাগতে পারে।
আপনার যাত্রা শুভ ও আনন্দময় হোক।
২০ শে জুন, ২০২২ সকাল ১০:২৫
শাহ আজিজ বলেছেন: না না না বাস্তবেও অসম্ভব সুখকর এই সূর্যোদয় আর সূর্যাস্ত নির্ভর করবে মানুষটির মানসিক গঠনের ওপর । যারা সিক তাদের কিছুই ভাল লাগবে না ।
১১| ২০ শে জুন, ২০২২ দুপুর ১২:২০
নতুন বলেছেন: এইখানে ঘুরতে আসতে পারেন কয়েক দিনের জন্য।
১ কাপ কফি খাওয়া যাবে এক সাথে।
২০ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৯
শাহ আজিজ বলেছেন: চিনলাম না , কোথায় ??
১২| ২০ শে জুন, ২০২২ বিকাল ৩:৫২
নতুন বলেছেন: দুবাই, পাম জুমাইরা আইল্যান্ডে।
২০ শে জুন, ২০২২ বিকাল ৪:০৩
শাহ আজিজ বলেছেন: বাহ , টেকা টুকা হইলে যামু
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কেউ তাহাজ্জুদ এর জায়নামাজে সুখ পায় আর কেউ বিলাসবহুল জীবনে। সুখ তো আপেক্ষিকতার বিষয়। কে কোথায় সুখ খোজে পান বলা মুশকিল।
নস্টালজিক ছবি ব্লগ আজ ব্লগে মুগ্ধতা ছড়াবে।
পোস্ট ভালো লাগলো। +