নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাদিদ এখন হিরো অফ দি ব্লগ ।
যে কষ্ট করে ঢাকা থেকে গিয়ে সিলেটের মুক্তির চকে শুকনা খাবার এর
প্যাকেট বিতরন করছে তা অভুতপূর্ব । ধন্যবাদ জাদিদ এবং সিলেটের সামু ব্লগার কাওসার চৌধুরীকে ।
তোমার নেতৃত্বে সামু এগিয়ে যাক ।
তুমিই হিরো । ধন্যবাদ সামুর ব্লগার যারা হাত বাড়িয়েছেন বন্যার্তদের দিকে ।
২২ শে জুন, ২০২২ রাত ৯:৫২
শাহ আজিজ বলেছেন: একটা বিশাল কাজ ।
২| ২২ শে জুন, ২০২২ রাত ১০:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশের মানুষ নির্লোভ হয়েও যে মানুষের পাশে দাঁড়াতে পারে এইটা নিয়ে অনেকে সংসয়ে থেকে, যদিও বারবার তারা ভুল প্রমানিত হয়। এবারও হলো।
২২ শে জুন, ২০২২ রাত ১০:১৬
শাহ আজিজ বলেছেন: এরা লোভী নয় গ্রামের চেয়ারম্যান , মেম্বরদের মত ।
৩| ২২ শে জুন, ২০২২ রাত ১০:১১
সোনাগাজী বলেছেন:
কাওসার চৌধুরী সাহেবকে অভিনন্দন।
২২ শে জুন, ২০২২ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: কাওসার চৌধুরী, অভিনন্দন গ্রহন করুন ।
৪| ২২ শে জুন, ২০২২ রাত ১০:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো কাজ জাদিদ করেছে, অথচ আমারও খুব ভালো লাগছে।
২২ শে জুন, ২০২২ রাত ১০:১৮
শাহ আজিজ বলেছেন: সবারই ভাল লাগছে ব্যাপারটা ।
৫| ২২ শে জুন, ২০২২ রাত ১১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: জাদিদ ভাইয়ের নেতৃত্বে গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ।
২২ শে জুন, ২০২২ রাত ১১:১৩
শাহ আজিজ বলেছেন: দন্যবাদ আপনাকে যারা হাত বাড়িয়েছেন দুর্গত জনের দিকে ।
৬| ২৩ শে জুন, ২০২২ রাত ৩:২০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসলে আজীজ ভাই,
জাদিদ ভাই যা করেছেন তা প্রশংসা করে শেষ করা যাবে না। আমাকে সেখান থেকে জানানো হয়েছে, দূরে গিয়ে অনেকেই নাকি কেঁদে ফেলেছে। অনেকে ত্রাণের প্যাকেট খোলার পর খুশিতে কেঁদে ফেলেছে।
কাওসার চৌধুরী ভাইকে কাভা ভাইয়ের সাথে দেখে মনে অনেক শান্তি পেয়েছি। কাওসার চৌধুরী ভাইয়ের এই গুণগুলো আমায় সবসময় মুগ্ধ করে। মানুষের প্রতি উনার একটা আলাদা প্রেম কাজ করে।
আপনি সহ, সকল ব্লগারদের নিকট আমি অসম্ভব রকমের কৃতজ্ঞ।
জাদিদ ভাই খুবই ক্লান্ত। এই ক'টা দিন খাওয়া দাওয়া ঘুম কোন কিছুই হয়নি উনার। এই মূহুর্তে যদি দু'দিন ছুটি কাটাতে পারতেন।
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:১২
শাহ আজিজ বলেছেন: আসলেই জাদিদের বিশ্রাম দরকার । একটা বড় কাজ করেছে সে এবং কাওসার । এটাই মানুষের জীবনের মুল কর্ম অপরের তরে হাত বাড়িয়ে দেওয়া ।
৭| ২৩ শে জুন, ২০২২ ভোর ৫:০৫
মিরোরডডল বলেছেন:
আমি কিছুটা অবাক হলাম ।
ঢাকায় এতো ব্লগার থাকতে এক দুইজন জাদিদের সাথে জয়েন করলো না !!!
এরকম কাজে পরিশ্রম অনেক । একা করলে প্রেশার হয়ে যায় কিন্তু সাথে কেউ থাকলে কাজটা সহজ আর আনন্দময় হয় ।
কাওসার চৌধুরীকে অনেক থ্যাংকস জাদিদকে সহযোগিতা করার জন্য ।
It's not an easy job.
hats off Jadid.
you've done wonderful work.
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:১৫
শাহ আজিজ বলেছেন: ঢাকা থেকে হয়ত আরও কেউ যোগ দিতে পারত । যাহোক সিলেট থেকে স্থানীয়ভাবে সাড়া পাওয়া গেছে এটাই পরম পাওয়া ।
৮| ২৩ শে জুন, ২০২২ ভোর ৫:৫২
খায়রুল আহসান বলেছেন: জাদিদ এবং কাওসার চৌধুরী কে প্রাণঢালা অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা! ওনাদের নিঃস্বার্থ কর্মযজ্ঞ এ ব্লগকে গৌরবান্বিত করেছে, ব্লগের একজন নগণ্য সদস্য হিসেবে আমি নিজেও গর্ব এবং কিছুটা স্বস্তি বোধ করছি।
কুড়িগ্রাম, জামালপুর এবং নীলফামারীর অবস্থাও ভয়ানক বিপজ্জনক। জাদিদের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। ওদিককার কোন ব্লগার যদি সামান্য দু'কদম এগিয়ে আসতেন, অন্য আরও অনেকে হয়তো ঝাঁপিয়ে পড়তেন। অপেক্ষায় আছি, যদি ব্লগারদের পক্ষ থেকে ওসব অঞ্চলেও কিছুটা ত্রাণ পৌঁছানো যায়! আহবান পেলে আর্থিকভাবে অংশ নেব, যেহেতু শারীরিকভাবে কিছুই করতে পারছি না।
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:১৯
শাহ আজিজ বলেছেন: যাহোক মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়া বন্ধ থাকবে না সামু ব্লগারদের ।
আমাদের উত্তরের দিকে আরেকটু নজর দেয়া দরকার ।
৯| ২৩ শে জুন, ২০২২ ভোর ৫:৫৬
সোহানী বলেছেন: জাদিদ, কাওসার কিংবা তাজুলের উদ্যোগ আর সবাই এ আহবানে নাড়া, আবারো সামহোয়ার পরিবারের বন্ধনকে স্মরণ করিয়েছে।
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:২০
শাহ আজিজ বলেছেন: সামু দুর্গতদের পাশে সর্ব সময় ।
১০| ২৩ শে জুন, ২০২২ সকাল ৯:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাজুল ভাই , জাদিদ ভাই , কাউসার ভাই ...... ভালোবাসা রইলো।
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:২১
শাহ আজিজ বলেছেন: ভালবাসার যোগ্য ওরা ।
১১| ২৩ শে জুন, ২০২২ সকাল ৯:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরাসরি কায়িকশ্রম যারা করছেন বিশেষ করো জনাব জাদিদ, জনাব কাওসার এবং জনাব তাজুল-কে প্রাণঢালা অভিনন্দন।
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:২২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১২| ২৩ শে জুন, ২০২২ সকাল ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
ছবিই বলে দিচ্ছে যে, ইচ্ছে করলেই আমরা ব্লগাররা অনেক কিছুই করতে পারি।
তাজুলের উদ্যোগ, জাদিদ ( কাল্পনিক_ভালোবাসা) এর নিষ্ঠা আর শ্রম, কায়সার চৌধুরীর (এবং নাম না জানা সবার) স্বতঃস্ফুর্ত অংশগ্রহন এমন করেই যেন প্রতিবার , প্রতি বিপদে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা হয়ে থাক আমাদের কাছে।
স্যালিউট টু অল......................
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:১৫
শাহ আজিজ বলেছেন: স্যালিউট --------------------------
১৩| ২৩ শে জুন, ২০২২ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো
২৩ শে জুন, ২০২২ সকাল ১১:৫৬
শাহ আজিজ বলেছেন: জাযাকাল্লাহ খাইরান
১৪| ২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: জাদিদ ভাই আর কাওসার ভাই, আপনারাই সামু'র প্রকৃত সুপারস্টার। ব্লগিং যদি মনাবিক মননশীলতার বহিঃপ্রকাশ হয় তবে তার বাস্তব রূপ এই ধরনের মানবিক কাজেই প্রকাশ পেতে পারে। মানুষের জন্য মানুষ। আপনাদের অনন্য এই অবদানের জন্য সামু পরিবারের সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই পরিবারের লক্ষাধিক মানুষ হিসবে আমরা যেটা করতে পারিনি, মাঠে নেমে নিজের দু'হাতে সেটাই আপনারা করিয়ে দেখিয়েছেন। আপনার জন্য পরম শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।
২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৪২
শাহ আজিজ বলেছেন: সহমত ভুইয়া সাহেব ।
১৫| ২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৫
ভুয়া মফিজ বলেছেন: জাদিদ ভাইয়ের স্বাস্থ্যের যা নমুনা দেখলাম, তাতে এরকম ত্রাণকার্য উনার নিয়মিত করা উচিত। দৌড়াদৌড়িতে যদি শরীর কিছুটা কমে!!!
ওয়েলডান সামু ত্রাণ বিতরণ টিম। যারা যারা অর্থ ডোনেশান করেছেন, অর্গানাইজ করেছেন, প্রস্তুতিমূলক কাজ করেছেন এবং এটাকে সফল করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। বন্যার্তদের জন্য এই সহায়তা কার্যক্রম চলমান থাকুক!!
২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৪১
শাহ আজিজ বলেছেন: হুম , জাদিদ একটু বেড়েছে --------- ও কিছু না , ঠিক হয়ে যাবে ।
১৬| ২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৫১
ভুয়া মফিজ বলেছেন: ফটোগুলি পাইলেন কই? আপনে তুলেন নাই তো আবার!!!!
২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৬
শাহ আজিজ বলেছেন: ভুতে দিয়া গেছে
১৭| ২৩ শে জুন, ২০২২ দুপুর ১:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ভালো উদ্যোগ। কাউসার ভাই ও জাদিদ ভাইদের অংশগ্রহণ দেখে আনন্দিত।
আর পানির অবস্থা কি? কমছে? না আগের মতই?
২৩ শে জুন, ২০২২ দুপুর ১:৩৯
শাহ আজিজ বলেছেন: পানি এখনো নামেনি কারন আসাম থেকে নেমে আসা ঢলের তীব্রতা বেশি ।
১৮| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া আসসালামু আলাইকুম,
আমাকে পোস্ট দিয়ে খুবই বিব্রতকর অবস্থায় ফেলে দিলেন। আমি মোটেও কোন হিরো টিরো নই। আমি এই সকল কাজ আনন্দ নিয়েই করেছি এবং সবচেয়ে বড় কথা,আপনাদের মুখপাত্র হিসাবেই গিয়েছি। আপনাদের দেয়া অর্থে যে মানুষগুলোর মুখে হাসি ফুটেছে, যারা উপকৃত হয়েছেন এটা বিশাল ব্যাপার। আপনারা নিশ্চয়ই তাদের প্রার্থনায় থাকবেন।
আপনারা ব্লগাররাই হচ্ছেন আসল শক্তি, আসল নায়ক।
ধন্যবাদ আপনাদের প্রাপ্য, কৃতজ্ঞতা আপনাদের জন্য।
২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
শাহ আজিজ বলেছেন: ওয়া আলায়কুম সালাম জাদিদ ।
যার যা প্রাপ্য তাই দিয়েছি , প্রশংসা করতে খরচ হয় না বরং সাহস বাড়ে ।
ছোট প্রজেক্ট কিন্তু বড় সাক্সেস । সামনের দিনগুলোতে আরও বেশি দায়িত্ববান হবার বড় সুযোগ ।
শুভ কামনা ।
১৯| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ পোস্টটির জন্য।
হাসান @
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় পানি ১৩ দশমিক ৬৮ সেন্টিমিটারে অবস্থান করছিল। আজ বৃহস্পতিবার সকালে সেখানে রয়েছে ১৩ দশমিক ৭৪ সেন্টিমিটার। কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে গতকালের মতো পানি অপরিবর্তিত আছে। সেখানে পানি ১৭ দশমিক ২৮ সেন্টিমিটারে অবস্থান করছে। শেওলা পয়েন্টেও গতকালের মতো পানি অপরিবর্তিত রয়েছে। সেখানে পানি রয়েছে ১৭ দশমিক ৭০ সেন্টিমিটার। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও অপরিবর্তিত অবস্থায় পানি ১০ দশমিক ৫৭ সেন্টিমিটারে রয়েছে।
লুভা নদীর পানি লুভা ছড়া পয়েন্টে গতকালের তুলনায় বেড়েছে। গতকাল ১৩ দশমিক ৮৮ সেন্টিমিটার থাকলেও আজ সকাল নয়টায় ছিল ১৩ দশমিক ৯৭ সেন্টিমিটার। সারি নদের সারিঘাট পয়েন্টেও আজ পানি বেড়েছে। গতকালের তুলনায় বৃদ্ধি পেয়ে আজ সকালে পানি ১১ দশমিক ১১ সেন্টিমিটারে রয়েছে।
ধলাই নদের ইসলামপুর পয়েন্টে নদীর পানি গতকালের তুলনায় কমেছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ দশমিক ৬৮ সেন্টিমিটার থাকলেও আজ সকাল নয়টায় কমে ১০ দশমিক ২২ সেন্টিমিটার হয়েছে। সুরমা নদীর সিলেট পয়েন্টেও গতকালের তুলনায় পানি শূন্য দশমিক শূন্য ৭ সেন্টিমিটার কমেছে।
২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪০
শাহ আজিজ বলেছেন: এইমাত্র টি ভি তে বলল এবং দেখাল যে পানি কমেছে কিন্তু আনুসংগিক দুর্ভোগ বেড়েছে । সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেল । ধন্যবাদ ।
২০| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৬
জুন বলেছেন: অল্প সংখ্যক মানুষের মুখে হলেও হাসি ফোটাতে পেরেছে আমাদের ব্লগ টিম, এর চেয়ে বড় তৃপ্তি আর কি হতে পারে! তবে যে অবস্থা বন্যা কবলিত মানুষ জন, ফসল আর পশু পাখীর তাতে ম্যাসিভ আকারে ত্রান না গেলে সেখানে মানবিক বিপর্যয় ঘটার আশংকা উড়িয়ে দেয়া যায় না শাহ আজিজ ।
২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪১
শাহ আজিজ বলেছেন: সেনাবাহিনী পূর্ণ মাত্রায় নেমেছে খাদ্য বিতরনে । আশা রাখি এই বিপদ কাটিয়ে উঠবো ।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২২ রাত ৯:৪৯
সোনাগাজী বলেছেন:
জাদিদকে অভিনন্দন।
কাজের মতো কাজ হয়েছে।