নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই আপনি কি মুসলমান?
হ, মুসলমান।
সুবানাল্লাহ, আমিও মুসলমান। আপনে শিয়া নাকি সুন্নি?
সুন্নি।
আলহামদুল্লিহ! আমিও সুন্নি। কোন মাজহাবে আছেন?
হানাফি
মাশাল্লাহ, আমিও হানাফি। আপনি সৌদি নাকি উপমহাদেশীয় হানাফি?
উপমহাদেশীয়
মারহাবা, আমিও উপমহাদেশীয়।
আপনে শরিয়তি নাকি মারফতি?
শরিয়তি
জাযাকাল্লাহু খায়রান। আমিও শরিয়তি। আপেনে চরমোনাই নাকি আটরশি?
চরমনাই
[এইভাবেই শ্রেণীবিভাগ চলতে থাকে]
ভাই আপনে কি হিন্দু?
হ, ভাই সনাতনী হিন্দু।
আমিও হিন্দু। আপনি বৈষ্ণব, নাকি শাক্ত?
বৈষ্ণব।
হরে কৃষ্ণ আমিও বৈষ্ণব। আপনি গৌড়ীয়, নাকি চৈতন্য বৈষ্ণব?
চৈতন্য বৈষ্ণব।
হরে কৃষ্ণ। আমিও চৈতন্য বৈষ্ণব।
তো আপনি কি ইস্কনে নাকি সাধারণে?
ইস্কনে
হরে কৃষ্ণ, দেশের ইস্কন করেন নাকি বিদেশি ইস্কন করেন?
দেশি।
হরে কৃষ্ণ আমিও দেশি
[এইভাবেই শ্রেণীবিভাগ চলতে
থাকে]
ভাই আপনি কি বৌদ্ধ?
হ, ভাই বৌদ্ধ
কোন যানে আছেন, হীনযান নাকি মহাযান?
হীনযান বৌদ্ধ নিকায়
সাধু, সাধু। আমিও হীনযানি। আপনে শ্রীলঙ্কান নাকি বঙ্গীয়?
বঙ্গীয়
মেত্তা করুণা মুদিতা উপেক্ষা, আমিও বঙ্গীয়। আপনি বড়ুয়া নাকি মারমাগ্রী?
বড়ুয়া।
সব্বে সত্তা সুখীতা ভবন্তু। আমিও বড়ুয়া। আপনি সংঘরাজ নাকি সঙ্ঘনায়ক?
সংঘরাজ।
বল বুদ্ধ বল। আমিও সংঘরাজ দলে।
তো আপনে কি বনভান্তেবাদী, নাকি উছালা মার্মা?
বনভান্তেবাদী
সাধু সাধু। আমিও...
[এইভাবেই শ্রেণীবিভাগ চলতে
থাকে]
প্রকৃতির সব থেকে বুদ্ধিমান প্রাণীর নাম মানুষ। তবে মনে হয় এই মানুষ ছাড়া আরও দু চারটা প্রাণী বুদ্ধিমান হওয়া উচিত ছিল। তখন আলোচনাটা হতে পারতো,
ভাই, আপনে কোন প্রাণী?
মানুষ।
কি বলেন!!! আমিও মানুষ।
আহা, অনেকদিন পর আরেকজন মানুষ দেখে ভালো লাগলো।
আশে পাশে দেখি প্রচুর ভেড়া। শুধু আপনি আর আমি দুর্ভাগা মানুষ। কি দুর্ভিক্ষ এলো দুনিয়ায়, চারপাশে শুধু
বুদ্ধিমান ভেড়াই ভেড়া। মানুষের বড় অভাব..
আপনি একটু চেষ্টা করুন মানুষ হতে পারবেন।
ওমর ফারুক । বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম থেকে ।
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:০৪
শাহ আজিজ বলেছেন: মতিঝিলে আরামবাগী আর চরমোনাই যুদ্ধ দেখেছিলাম , ভয়ঙ্কর ব্যাপার ।
২| ০৩ রা জুলাই, ২০২২ দুপুর ২:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ভাগাভাগী আমাদের মধ্যে বেশি।
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:০৬
শাহ আজিজ বলেছেন: একসময় এর অস্তিত্ব ছিল না । জামাত , বি এন পি , এরশাদ এদের জাগরনের মুল হোতা ।
৩| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
ভাগ করতে করতে একসময় মূল ব্যাপার গায়েব হয়ে যাবে।
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৮
শাহ আজিজ বলেছেন: প্রায় গায়েব হওয়ার অপেক্ষায় ।
৪| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: এরা নিজেরা নিজেরা মারামারি করেই সব শেষ করবে।
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৪০
শাহ আজিজ বলেছেন: সে রকমি মনে হচ্ছে ।
৫| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৫:২৪
কামাল৮০ বলেছেন: এখন তলে তলে ওহাবী বেশী।মুসলমাদেরটা জানা ছিল,বাকিগুলো জানলাম।
দুটি ধারা স্পষ্ট হবে কালক্রমে।ওহাবী আর মডারেট।তার পর হবে মহা রণ।
০৩ রা জুলাই, ২০২২ রাত ৮:২১
শাহ আজিজ বলেছেন: জিনিসপত্রের দাম যেহারে বেড়েছে তাতে সকল পার্টি রনে ভঙ্গ দেবে । পেটে ভাত না থাকলে কোন বিপ্লবই সফল হয় না ।
৬| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:০৮
নীল আকাশ বলেছেন: ধর্মকে টুকরা টুকরা করে মানুষ, সৃষ্টিকর্তা না।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:২৭
শাহ আজিজ বলেছেন: তথাস্তু ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২২ দুপুর ২:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এভাবেই ভাগ চলছে।