নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ঈদ যাত্রার গুরুত্বপূর্ণ দিনে প্রায় স্তব্ধ হয়ে আসা পাটুরিয়া , সদরঘাট, গাবতলি চঞ্চল হয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উপচে পড়ছে যাত্রীতে । গরু ভর্তি ট্রাকগুলো ফেরত যাচ্ছে মনুষ্য ভর্তি হয়ে । ঠাই নাই ঠাই নাই হেথা হোথা কোথাও ঠাই নাই । সায়দাবাদে বাস আটকে থাকছে জ্যামে ৪ ঘণ্টা , তারপর বরিশাল , খুলনা । অতঃপর সদরঘাট থেকে লঞ্চে । লঞ্চের কদর বেড়েছে । ফাকা গাবতলি হি হি করে হাসছে প্রকৃতির আজব রদবদলে । পাটুরিয়াও তেমনি আনন্দে গদগদ । বঙ্গবন্ধু সেতুর ৩৭ কি মিঃ আগ থেকে লাইন । এবার ঘুমন্ত জনতা এমনভাবে জেগে উঠেছে যা আমি আগে দেখিনি । সবার যাওয়া চাই দেশের বাড়িতে , আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য । কোরবানির পরের অবস্থা ভয়াবহ হবে করোনার ছোবলে । মাস্ক হীন জনতা দুর্দম , বেপরোয়া । গরুর হাট কাল শেষ মুহূর্তে দরাদরির কবলে পড়বে । আমাদেরটা হয়ে গেছে , বেশ নাদুস নুদুস , দেড় লাখে ।
যে গরম , বাপরে বাপ তবুও ইদুল আযহা ভাল কাটুক সবার ।
ইদের শুভেচ্ছা সবাইকে ।
০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৫
শাহ আজিজ বলেছেন: ঈদ মোবারক ।
২| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৪
অধীতি বলেছেন: বাঙ্গালী জীবনে দুই ঈদের ছুটি না থাকলে নিরামিষ হয়ে যেত জীবন।
০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৬
শাহ আজিজ বলেছেন: চলতি ছুটিটা আরও লম্বা করতে পারত ।
৩| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৫২
কামাল৮০ বলেছেন: ষাটের দশকের পর থেকে ঈদের আগে পরে যাতায়াত করি নাই।৭১ এর পরে ঢাকায় স্থায়ী হয়ে যাই।এটা একটা অমানবিক যাত্রা।তার পরেও এই যাত্রা চলবেই।আপন জনকে কাছে পাওয়ার আনন্দই আলাদা।
০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০২
শাহ আজিজ বলেছেন: গ্রাম নেই , শহরে একটু আছে তাও ভাড়া দিয়ে দিয়েছি । ঢাকাতেই থাকি । দেশে যাওয়ার ঝামেলা নেই ।
ঈদ মুবারক ।
৪| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যি বলতে কি, প্রতি ঈদে ভেড়ার পালের মতো বাস, স্টিমার বা ট্রেনের ছাদে বসে ঢাকা ছাড়া আবার ঈদে শেষে ঢাকায় ফেরত আসার দৃশ্য পত্রিকায় দেখা খুবই বিরক্তিকর লাগে আমার কাছে।
০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০৪
শাহ আজিজ বলেছেন: বাঙ্গালীর আবেগপ্রবনতা বাড়ছে । এই চাঁদি ফাটা গরমে বেড়াতে যাওয়ার কথা শুনলেও জ্বর আসে কাপিয়ে ।
৫| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
এবার ঘুমন্ত জনতা এমনভাবে জেগে উঠেছে যা আমি আগে দেখিনি ।
প্রতিবারইতো এমনটা হয়!!
কোরবানির পরের অবস্থা ভয়াবহ হবে করোনার ছোবলে ।
এর আগেই এমনটাই ভাবা হয়েছিলো, কিন্তু তখনও ততোটা খারাপ হয়নি।
আমার কোনো ঈদ যাত্রা নেই। নিজ বাড়িতেই সব সময়। তাই কাছাকাছি গ্রামের বাড়ি বানাবো।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: শোন বালক , এবারের বিষয়টি ভিন্ন । পদ্মা দেখার শখ নিয়ে যমুনা ,আরিচা দর্শন হয়েগেল ।
৬| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:০২
জগতারন বলেছেন:
আমার কোনো ঈদ যাত্রা নেই। নিজ বাড়িতেই সব সময়। তাই কাছাকাছি গ্রামের বাড়ি বানাবো।
সহমত!
আমার দেশের বাড়ি বৃহত্তর ফরিদপুরের মাদারিপুর জিলায়।
ভাবছি আপনার মতো গাজিপুর পাহাড় ঘেঁষা এক গ্রামে নতুন ঠিকানা বানাবো।
আপনার (মরুভূমির জলদস্যু-এর) সহযোগিতা প্রত্যাশা করি।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: বানায় ফালান । পরে মুড ছুঁইটা গেল বিপদ ।
৭| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঈদের শুভেচ্ছা নিন। ভালো থাকবেন।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৫০
শাহ আজিজ বলেছেন: ঈদের শুভেচ্ছা
ভাল থেকো ।
৮| ০৯ ই জুলাই, ২০২২ রাত ২:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন: আজীজ ভাই,
দেড় লাখে গরু কিনছেন নাকি উট?
ঈদ মোবারক নিবেন।
বাংলাদেশে করোনা বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই আতঙ্কের। অথচ কাউকেই মাস্ক পড়া দেখা যাচ্চছে না। আমাদের এদিকে এখন খুব একটা মাস্ক পড়া হয় না! বড় আরামেই আছি। নাকপট্টিটা আর পড়তে হচ্ছে না। যেখানে সেখানে কন্সার্ট হয়, যাওয়া আসা করা যায় মাস্ক ছাড়াই।
০৯ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫২
শাহ আজিজ বলেছেন: গরু , বেশ নাদুস নুদুস ষাঁড় । আমি উটের মাংস একবার খেয়েছি , টেস্ট অকহতব্য । গরুই বেস্ট ।
ঈদ মোবারক ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ঈদ মোবারক।