নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে উন্মত্ত কলম্বোবাসী প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারী বাসভবনে ঢুকে পড়ে নিরাপত্তা ব্যারিকেড ভেঙ্গে । আগের রাতে নাকি রাজাপাকসে পরিবার সহ ভেগে গেছেন অজানা গন্তব্যে । পুরো দালানটি এখনো লঙ্কান জনতার হাতে । প্রেসিডেন্টের বিছানায় তারা ঘুমাচ্ছে , ড্রইং রুমে দল বেধে তাস খেলছে , রান্না ঘরে শুকনো খাবার যা পেয়েছে তা খেয়েছে । সুইমিংপুলে লঙ্কানরা ডাইভ দিচ্ছে , সুইমিং কস্টিউম পকেটেই নিয়ে এসেছিল মনে হচ্ছে । বেশ কয়েক মিলিয়ন লোকাল টাকা পেয়েছে বিদ্রোহীরা , সেই টাকা তারা নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে , ভাল মানুষ লঙ্কানরা । এবার কোরবানির হাড্ডি চাবান আর ছবি দেখেন ।
১০ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: নির্ঝঞ্ঝাট মানুষ তাস পিটায় ।
২| ১০ ই জুলাই, ২০২২ রাত ৯:১৬
কামাল৮০ বলেছেন: ২৫ সে ডিসেম্বর ঢাকায় ছিলাম।জনগনের আনন্দ দেখেছি।এরশাদের পতনের দিন কাছ থেকে সব দেখেছি। শাপলা চত্তরে হেফাজতের উন্মত্ততা দেখেছি।কিন্তু এমনটি দেখি নাই।
১০ ই জুলাই, ২০২২ রাত ৯:৫১
শাহ আজিজ বলেছেন: আমি এরশাদের পতনের দিন ঢাকায় । ভিডিও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম । অনেক কিছু দেখেছি সেদিন ও রাতে ।
৩| ১০ ই জুলাই, ২০২২ রাত ৯:২৯
লেখার খাতা বলেছেন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত প্রাসাদ বিক্ষোভকারী ছাড়বে বলে মনে হয়না।
১০ ই জুলাই, ২০২২ রাত ৯:৫২
শাহ আজিজ বলেছেন: পদত্যাগের ঘোষণা এসেছে ।
৪| ১০ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব দেখে আমাদের কি আশান্বিত হবার কোনো কারণ বা সুযোগ আছে?
১০ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: ঢাকায় এসব হলে রক্তের বন্যা বইয়ে দিত ।
৫| ১০ ই জুলাই, ২০২২ রাত ১০:৪১
কলাবাগান১ বলেছেন: কিছু জামাতি ব্লগার শ্রীলংকার বর্তমান অবস্হার চেয়ে ১০০ গুন ভাল অবস্হায় থেকেও আশা দেখছে গনভবনকে আশ্রম বানাবার!!!!!!
১০ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৫
শাহ আজিজ বলেছেন: জামাতি গুলান কি গাজার অভ্যেস করছে নাকি ?
৬| ১১ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
শ্রীলংকা যে আমোদ-প্রমোদ দেখাচ্ছে, তা হয়তে আফগানেও হতো কিন্ত তালেবান বিধায় হয় নাই।
১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:০২
শাহ আজিজ বলেছেন: হয়তবা তাই , রস কষ হীন তালেবান কারোই পছন্দ নয় ।
৭| ১১ ই জুলাই, ২০২২ রাত ১২:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ইহাকেই কি বলে স্বাধীনতা আর গনতন্ত্র।
১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:০৭
শাহ আজিজ বলেছেন: সব জানি কেমন আউলাইয়া গেছে । জনরোষ এহেন জিনিষ যাকে সবাই ভয় পায় । হয়তবা দেশটি লম্বা সেনা শাসনের দিকে এগুচ্ছে । সেনা প্রধানের ঘোষণায় সে রকমই আচ পাচ্ছি ।
৮| ১১ ই জুলাই, ২০২২ ভোর ৪:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
অযোগ্য বিনপি-জামাত সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের পরিনতি শ্রীলংকার আগেই হয়ে যেত।
১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:০৯
শাহ আজিজ বলেছেন: আল্লাহ রক্ষা করেছে বাংলাদেশকে । বি এন পি জামাত কখনই এই উচ্চতায় দেশকে নিতে পারত না ।
৯| ১১ ই জুলাই, ২০২২ সকাল ৭:০৫
সোনাগাজী বলেছেন:
শ্রী লংকার মানুষের এই গণ-আন্দোলনকে সঠিক পথে নিয়ে, দেশের সমস্যা সমাধানের জন্য এখনো কোন দল এগিয়ে আসেনি।
১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:১৩
শাহ আজিজ বলেছেন: অর্থনীতি হচ্ছে মেরুদণ্ড , মেরুদণ্ড ভাংলে কোন দলই আর দৃশ্যমান হয়না । সব ফকফকা সাদা ।
১০| ১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩২
নতুন বলেছেন: শ্রীলংকায় দলীয় বিভক্তি বড় একটা সমস্যা।
এই রাজাপক্সের পক্ষেও অনেক লংকান আছে, আমার এক কলিগ ভোট দিতে দেশে গিয়েছিলো। জয়ী হবার পরে মিস্টি বিতরন করেছিলো গত নিবাচনের সময়। ঐ গোস্ঠির কাছে এই দলের কাজ ভালো ছিলো।
দেশের জন্য ভালো হয় এমন কোন পরিকল্পনা নিয়ে কোন দল এখনো কাজ করছেনা।
১১ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: এবার সব বিরোধীরা একাট্টা হয়েছে একটি অন্তর্বর্তীকালিন সরকার গঠন করতে , কিছুটা আশার আলো দেখা যাচ্ছে ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২২ রাত ৯:১১
অধীতি বলেছেন: তাস খেলার ছবিটা জোশ লাগল।